নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শ্রমিকরা ফিরছে---------

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৯






কাল ১ আগস্ট রবিবার থেকে গার্মেন্টস কারখানা আর দু চারটি ভিন্ন কারখানা খোলার ঘোষণা দিয়েছে সরকার । আজ ভোর থেকেই ময়মনসিংহ ঢাকা রাস্তাগুলো শ্রমিকের পদচারনায় মুখর ।। দক্ষিণাঞ্চলীয় দুটি ফেরিঘাটে এতো মানুষ আসছে যে ফেরিতে অ্যাম্বুলেন্স ওঠার জায়গা নেই । ভাড়ায়চালিত মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও ভ্যানগাড়িতে কর্মস্থলে ফেরা যাত্রীরা চলাচল করছেন। শ্রমিকদের অতিরিক্ত চাপে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে। মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ী, জৈনাবাজার, নয়নপুর, মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, বাঘের বাজার, রাজেন্দ্রপুর, গাজীপুর চৌরাস্তা ও টঙ্গী এলাকার শ্রমিকরা দুর্ভোগ নিয়ে চলাচল করছে। লক ডাউনে এরা কেন বাড়ি গিয়েছিল বা হটাত করেই কেন সরকার এসব কারখানা খুলে দিল কোন আয়োজন ছাড়াই তা জবাব দেবার কেউ নেই । দুর্গতি কারখানা শ্রমিক এবং সরকার যুগপৎ ডেকে এনেছে । একজন শ্রমিক ফেরত যেতে এবং আসতে কি পরিমান খরচ এবং কষ্ট হচ্ছে তা অবর্ণনীয় । শীতের কাপড় উৎপাদনের এটিই সময় , সময় পাঠানোর । এটা আমলাদের মাথায় ছিল না ।

কাকে দায়ী করবেন ? ছবিঃইত্তেফাক

আপডেট- সন্ধ্যা ৬টা থেকে ৮ টা পর্যন্ত কয়েকটা ফরমান জারি হয়েছে । লঞ্চ চলাচল কাল দুপুর ১২ টা পর্যন্ত । চালুই হয় নাই বন্ধের ঘোষণা আগে । ৫ তারিখের মধ্যে কাজে যোগদান করলে হবে । একজন ফেরত আসা যুবককে মিডিয়া বলছে কিভাবে জানলেন কারখানা খুলবে ? তিনি বললেন এস এম এস । কি সাংঘাতিক , সরকার নিজেই জানার আগে দূর দুরান্তের শ্রমিকরা রাতেই জেনে গিয়ে ভোর বেলা রওয়ানা হয়েছে । বাংলা বাজার ঘাট এবং পাটুরিয়া থেকে ঢাকা আশুলিয়া গাজীপুর কিভাবে যাবে ? এটা নিশ্চিত কাল দুপুর ১২টায় জানা যাবে । আপাতত বীর বাঙালি পায়ে হেটে রিকশায় ৮০০ টাকা , স্কুটার , টেম্পো , ট্রাকে খুশি মত ভাড়া দিয়ে আসছে । জন প্রশাসন মন্ত্রীর ঘোষণা তাতে স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্ক্রমন আশংকা , মন্ত্রী পরিষদ সচিবের ঘোষণা , সব মিলিয়ে একটা যোগাযোগ বিহীন সরকারি কার্যক্রম পরিলক্ষিত হয় ।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫১

গফুর ভাই বলেছেন: এই বাংলায় যত কষ্ট নিম্নবিত্তদের ।বাংলার নিয়ম ধনি বাঁঁচাও কেন্দ্রিক।

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৭

শাহ আজিজ বলেছেন: হুম অবস্থাদৃষ্টে তাইতো মনে হয় । একান্ত না পেরে কারখানা খুলল কারন অনেক পোশাক আদেশ ক্যান্সেল , শিপমেনট বাতিল তাতে ফরেন মানির ঘাটতি । কয়েক ডজন বাস বিভিন্ন রুটে পাঠালে ওদের দুর্ভোগ কমে যেত ।

২| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫২

হাবিব বলেছেন: চলিতেছে সার্কাস। গণপরিবহন বন্ধ, ফ্যাক্টরি চালু।

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০২

শাহ আজিজ বলেছেন: আহা বেচারা শ্রমিকের দল । যত সরকারি অব্যাবস্থার শিকার শুধু ওরাই ।

৩| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৪

বারবোসা বলেছেন:
শাহ আজিজ ভাই,
আমার মতে এই দুর্ভোগের মূল কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করা।

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯

শাহ আজিজ বলেছেন: সহমত । পোশাক শ্রমিকদের আলাদা ইউনিট থাকা উচিত । যেমন করোনাকালে আলাদা ফোরস আলাদা বাস নিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে শ্রমিক সংগ্রহ করলে এই দুর্ভোগ হতো না । কারখানা মালিকরা করোনা লক ডাউন কালে শ্রমিক অব্যাহতি চেয়েছিল , সরকার শোনেনি , গেল ২০ সালের মার্চেও একই অব্যাবস্থা সরকারই করেছিল । হাজার হাজার শ্রমিক পুলিশের লাঠিপেটা খেয়েও পায়ে হেটে বাড়ি গেছে । আমি বুঝিনা এরা বাড়ি যেতে চায় কেন ?

৪| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০২

সাসুম বলেছেন: সমস্যার মূল কারন

১. জনবান্ধন সরকার না হওয়া

২. চুরি করে ক্ষমতা ধরে রাখা আর যার পেছনে শক্তি যোগায় ব্যাবসায়ীরা। তাই তাদের কথাই আইন

৩. কি করতে হবে এটা না জানা, জ্ঞানী বিশেষজ্ঞ দের পরামর্শ আমলে না নিয়ে ব্যাবসায়ীদের কথা আমলে নেয়া।

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৩

শাহ আজিজ বলেছেন: পোশাক শিল্পের জন্য আলাদা পুলিশ , সরকার থাকবে ।

সরকার এখন কার্যত হেলেনাকে নিয়ে ব্যস্ত ।

৫| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:




হবু রাজ্য

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪০

শাহ আজিজ বলেছেন: গবু আমরা :P

৬| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম করোনা লকডাউনের সময় একবার এমন লেজে-গোবরে অবস্থা করেছিল
এবার আবার
গাড়ী বন্ধ- অফিস খোলা!!!!!!!!!!!!!

কাল থেকে আমাদের মিডিয়া্ও খুলে দিচ্ছে!
অথচ প্রতিদিন রিক্সায় মিরপুর-মতিঝিল যাতায়াতে মিনিমাম ৪০০-৪৫০ টাকা খরচ হয়?
বিকারহীন সিদ্ধান্তের বলি- অসহায় চাকুরীজীবীরা!!
করোনা ভাতার দাবী তুললে বাঘ-বকের গপ্পের মতো বলে- আপনাদের ভাগ্য ভাল যে চাকুরী যে খাইনি! X((

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৯

শাহ আজিজ বলেছেন: আমি শুধু ভাবি আমাদের মত ১৪ বছর বয়েসে যারা ভারত ফেরত শরণার্থী দের সেবা দিয়েছি তারাও কিছু বুদ্ধি দিতে পারতাম এই দুঃসময়ে । কি জানি কারা কিভাবে সিদ্ধান্ত নেয় ঈশ্বরও জানেন না । এসময়টায় সরকারি ভাড়া করা যান থাকবে ঢাকার বিবিধ রুটে ভোর থেকে রাত আটটা পর্যন্ত সার্ভিস দেবে ।


রিজার্ভের কথা সবাই চেপে যাচ্ছে ।

৭| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





এই সব খেটে খাওয়া মানুষদের কাজে ফেরৎ আসার কোনও ব্যবস্থা (পরিবহন চালু রাখা) না করেই শিল্পকারখানা খুলে দেয়ার এন্তেজাম করা হয়েছে। আহাম্মক পলিসি মেকার আর কাকে বলে! বেটারা , পরিবহন বন্ধ রেখে কি মানুষের চলাচল বন্ধ রাখা গেছে, না যায় ? বরং পরিবহন না থাকায় সব ছোটখাটো যানবাহনে গাদাগাদি করে সবাই যে ভাবে পেরেছে ঢাকা ফিরেছে এবং ফিরছে। শারীরিক দুরত্ব বজায় রাখার ওয়াজ নসিহত করতে করতে পলিসি মেকাররা তো মুখের পানি শুকিয়ে ফেলেছেন । তেনারা কি জানেন না মানুষজন ফিরবে ? কিসে ফিরবে ? গাদাগাদি করে মানুষ আসাতে তো করোনার ভাইরাসের পোয়াবারো! বরং পরিবহন চালু থাকলে গাদাগাদি অবশ্য অবশ্যই অনেক কম হতো। তাতে সংক্রমনের সম্ভাব্যতা অবশ্যই কম হতো পাশাপাশি এসব খেটে খাওয়া মানুষদের রক্ত পানি করা পয়সা জোক তুল্য ভ্যান,রিকসা, মিনিবাস, এ্যাম্বুলেন্স, মাইক্রো, ট্রাক চালকেরা চুষে খেতে পারতোনা। এই সব বিশেষঅজ্ঞ :| ফরমান জারীকরনেওয়ালারা কি দেশের কোনও খবর রাখেনা, পেপার, টেলিভিষনের সংবাদ দেখেনা ????? নাকি ফরমান জারী করে ঘরে ফিরে বউয়ের পাশে বসে টিভি সিরিয়াল দেখে ? :||

৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: টি ভি সিরিয়ালই দ্যাখে !!


কার পাশে শুইয়া তা হেলেনা জাহাঙ্গির জানে ।

আপডেট দিছি উপরে ।

৮| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:০৩

মিরোরডডল বলেছেন:

একটা নিদৃষ্ট শ্রেণীর অসহায় নিরুপায় মানুষগুলোর কষ্ট সীমাহীন ।



৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: এখানে সব শ্রেণীই আক্রান্ত ।

৯| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,






হবুচন্দ্র রাজা ও গবুচন্দ্র মন্ত্রীদের দেশ ................... :|

কি বিচিত্র !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: নতুন একটা নামকরন করতে হবে কারন এটি অতি ব্যাবহার হয়েছে ।



কাল পর্যন্ত এই নাটক দেখতে হবে না হলে জীবন অপূর্ণ থেকে যাবে ।

ডেল্টাকে চিকেন পক্সের সাথে তুলনা করা হচ্ছে এতই সংক্রামক এটি ।

১০| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:২৪

নতুন বলেছেন: অফিস কারখানা খুলে দিয়ে পরিবহন বন্ধ করে রাখে কিভাবে?

কারা এইসব সিদ্ধান্ত নেয়? ব্যবসায়ীরা টাকা দিয়ে রাজনিতিক দলে ঢুকে দেশ নিয়ন্ত্রন করছে?

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:২৯

শাহ আজিজ বলেছেন: আজ সন্ধ্যা থেকে সরকারের বেহাল অবস্থা দেখলাম । গনপরিবহন খুলবে এবং তা দুপুর ১২টার সময় বন্ধ হবে ।




জগাখিচুড়ি অবস্থা ।

১১| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:২৯

স্প্যানকড বলেছেন: আমরা করব জয়! অনেক কিছু কইতে গিয়া ব্রেক চাপলাম । তাই দুঃখিত । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৩২

শাহ আজিজ বলেছেন: আজ সার্কাস দেখতে দেখতে অনেক রাত করে ফেললাম ।




ভাল থেকো বালক ।

১২| ০১ লা আগস্ট, ২০২১ ভোর ৪:২৪

কামাল১৮ বলেছেন: করোনায় মরা আর না খেয়ে মরার মধ্যে কোন পার্থক্য নাই।তাই যতক্ষন জানটা আছে ততক্ষন বাঁচার চেষ্টা।

০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:১৫

শাহ আজিজ বলেছেন: হুম তাই ----------

১৩| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো পর্যবেক্ষণ।

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৪| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার মাঝে মাঝেই মনে হয় আমরা সম্ভবত গোলামীর জিঞ্জির থেকে বার হতে পারিনি। আমাদের মাঝে এখনও ক্রিতদাস প্রথা চালু আছে - বেশ ভালো ভাবেই চালু আছে।

০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: আমি বলি প্রভু হবার খাসলত থেকে মুক্ত হতে পারিনি । প্রভু হতে গেলে গোলাম বা দাস থাকতেই হবে । আমদের রাজনীতি ধর্মমুখিন , তাতে আধুনিকতা শুধু প্রভুদের পশ্চিমা পোশাক বাকি সব সামন্ত বাদের উপর প্রতিষ্ঠিত । শিক্ষা ব্যাবস্থা এমন যে নানা রকম দাস বৃত্তির চাবিকাঠি শিক্ষা ব্যাবস্থায় নিহিত । সেখানে এনটারপ্রেনর নয় দাসভিত্তিক সমাজ ব্যাবস্থাই কাম্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.