নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২২শ্রাবন সারাদিন সুচিত্রা আর কণিকার গাওয়া রবীন্দ্র সঙ্গীত শুনেছি । একটা অভ্যাস গড়ে উঠেছে এইভাবে জীবন গড়ে নেবার । আজ ফেসবুকে আমাদের অনেকের সাইটে রবি ঠাকুরের দুর্লভ কিছু ছবি ছাপানো হয়েছে । সব ছবিই আনন্দবাজার পত্রিকার সৌজন্যে । আমার সৌভাগ্য হয়েছে রবি ঠাকুরকে যে বগিতে বোলপুর - হাওড়া আনা হয়েছিল সেই সংরক্ষিত বগিটি দেখার । সম্ভবত ওটা বোলপুর ষ্টেশনে রাখা আছে । আমার ধারনা ছিলনা এতো মানুষ রবির অন্তিম যাত্রায় সামিল হয়েছিল । রবি ঠাকুরের চিতায় শোয়া ছবিটি দুর্লভ । আমি মানুষ পুড়িয়ে দেয়ার পক্ষে নই , সমর্থন করি না ।
১ম ছবি- মহাপ্রয়াণের পরদিন আনন্দবাজারের শিরোনাম।
২য় ছবি - গুরুতর অসুস্থ রবীন্দ্রনাথকে বোলপুর থেকে ট্রেনে করে কলকাতায় আনা হল। সে যাত্রাই কবির শেষ যাত্রা।
৩য় ছবি - কবিকে শেষ বারের মতো দেখতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে অনুরাগীদের ঢল। গেট ছাপিয়ে ঠাকুরবাড়ির চত্বরে নামল ভিড়।
৪র্থ ছবি - মহানগরের রাজপথে গুরুদেবের অন্তিমযাত্রায় সামিল অগণিত মানুষজন।
৫ম ছবি- ১৯৪১ সালের ৭ অগস্ট। নিমতলা মহাশ্মশানে শেষশয্যায় রবীন্দ্রনাথের দেহ।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৯
শাহ আজিজ বলেছেন: আমার মত অনেকেই চিতার ব্যাপারটা দেখেনি , তাই ।
২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শেষ ছবিতে রবি ঠাকুরকে কেমন যেন লাগছে।
০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৯
শাহ আজিজ বলেছেন: হুম আমারও---------
প্রমান হিসাবে দিলাম ।
৩| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গিয়েছি।
আমি যখন বাড়ির ভিতরের মন্দির চত্তরের সামনে তখন একজন মাঝ বয়েস পার হয়ে যাওয়া মহিলাকে হুইল চেয়ারে বসিয়ে একজন নিয়ে এলেন। সৌম্য চেহারার সাদা শাড়ি পরা সেই মহিলা সেখানে এসে গুমরে কেঁদে উঠলেন। কবির প্রতি তার ভালোবাসা দেখে আমি হতোবাক!!!
০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫২
শাহ আজিজ বলেছেন: প্রতিদিন অনেক মানুষ আসেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ।
৪| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্রাহ্ম সমাজের লোকদেরও কি চিতায় জ্বালানো হত?
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: আমি ঠিক জানিনা , দেখতে পাচ্ছি দাহ'র প্রস্তুতি চলছে ।
৫| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫১
শেরজা তপন বলেছেন: শুনেছিলাম শ্বশান যাত্রায় স্বারক রাখার জন্য রবি ঠাকুরের দাড়ি গোঁফ সব ছিঁড়ে নিয়েছিল মানুষ- সে জন্যই হয়তো
শেষ শয়নে তার ওমন অচেনা চেহারা হয়েছে
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: হুম, একটি নতুন তথ্য । আমিও ভাবছিলাম মুখটা অমন ফাকা কেন ।
৬| ১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৪৯
সোহানী বলেছেন: দূর্লভ কিছু ছবি দেখলাম। ধন্যবাদ
১৩ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: আমরাও আগে দেখিনি ।
৭| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৮
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: প্রথমবার দেখলাম ছবি গুলো। ধন্যবাদ পোস্ট করার জন্য।
১৪ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৯
শাহ আজিজ বলেছেন: ইউ আর ওয়েলকাম
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
শেষ ছবিটা দেয়ার কি দরকার?