নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সতর্কতামূলক পোস্ট!!!

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫১


ঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ 'ডেভিলস ব্রেথ' বা 'শয়তানের শ্বাস' বা স্কোপোলামিন (Scopolamine)
ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির পর বাজারে নতুন এসেছে 'ডেভিলস ব্রেথ' (Devil’s Breath) বা 'শয়তানের শ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন নামক ড্রাগ। যা ব্যবহার করে যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয় এক চতুর পার্টি।
ঘটনা-১
রাস্তায় হাটছিলেন রহমান সাহেব, হঠাৎ খুব পরিচিত ভঙ্গিতে একজন ডাক দিল। যেন রহমান সাহেব কে চিনে ভাল করে! রহমান সাহেব কিছুটা দ্বিধাগ্রস্ত! পরে লোকটা জাস্ট হ্যান্ডশেক করল, এরপর বেশ কিছু সময় গল্প করল। এরপর উনাকে বলল "ভাই, মানিব্যাগ আর মোবাইলটা দিয়ে দিন'। রহমান সাহেব বিনাবাক্যে এবং বিনাদ্বিধায় পকেট থেকে বের করে পুরো মাসের বেতন সহ মোবাইল দিয়ে দিলেন। কেন দিলেন উনি নিজেই জানেন না! উনি এখনো মোহগ্রস্ত!
ঘটনা-২
রাস্তায় একটা লোক এক্সকিউজ মি বলে নীলা কে ডাক দিল, নীলা ঘুরে তাকাল। এরপর লোকটা জাস্ট মুখের উপর ফু দিল, বলল গাড়ীতে উঠ। নীলা গাড়ীতে উঠল, লোকটা তাকে একটা বাসায় নিয়ে গেল। এরপর কয়জন মিলে ওর সাথে শারিরীক সম্পর্ক করল! নীলা তেমন কোন উচ্চ-বাচ্য করে নি। এরপর ওকে জাস্ট রাস্তায় নামিয়ে দিয়ে গেল। নীলা আবছা আবছা মনে করতে পারে ওর সাথে কি হয়েছে, কিন্তু বাসার ঠিকানা বা লোকগুলোর চেহারা মনে করতে পারছে না। নীলার ঘোর এখনো কাটে নি সে শারিরীক বা মানসিক ভাবে বিধ্বস্ত।
কীভাবে কাজ করে 'ডেভিল ব্রেথ' পার্টি?
স্কোপোলামিন মাদক ব্যাবহারের কারণে ছিনতাইকারীদের মতো ছুরি, চাকু বহন করা লাগে না এই পার্টির সদস্যদের। এমনকি পকেটমারদের মত ধরা পড়া বা গণপিটুনি খাওয়ার রিস্কও থাকে না তাদের। স্কোপোলামিনের ব্যবহার তাদেরকে এমন সব ঝুট-ঝামেলা থেকে মুক্তি দিয়ে শহরের সবচেয়ে সফল হাইজ্যাকারে পরিণত করেছে। প্রথমে এই পার্টির এক সদস্য তার টার্গেটেড লোকের কাছে যেয়ে একটি কাগজ বা মোবাইলের মেসেজ দেখিয়ে বলবে আঙ্কেল/ আন্টি/ভাই/আপু এই ঠিকানাটা কোথায়? কিংবা কোন এক রিকশাওয়ালা সদস্য একটি প্রেসক্রিপশন দেখিয়ে বলবে 'বাবা, এই প্রেসক্রিপশনের ওষুধের নামটা কী? কোথায় পাওয়া যাবে?'
মানবিক বোধ থেকে তাদের সাহায্য করতে গেলেন মানেই তাদের ফাঁদে পা দিলেন। এরা ইচ্ছা করেই কাগজে লেখা ছোট করে থাকে যাতে তাদের 'সম্ভাব্য মুরগী' মোবাইল বা কাগজটা নাক ও মুখের কাছাকাছি নিয়ে পড়তে বাধ্য হয়। তাদের দেওয়া কাগজ, ফোন বা অন্যকিছু আপনি নাক, চোখমুখের কাছাকাছি ধরার মাধ্যমে নিজে নিজেই স্কোপোলামিন গ্রহণ করে ফেলবেন। এরপর আপনি হয়ত ঠিকানা খুঁজতে যাবেন বা ঔষধের নাম, কিন্তু ততক্ষণে সব শেষ। আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝবেন না আপনি কী করছেন! আপনি নিজ থেকেই আপনার কাছে থাকা টাকাপয়সা, গহনা, মোবাইল সহ সব দিয়ে দিবেন আপনার সামনে থাকা ভয়ংকর 'ডেভিলস ব্রেথ' পার্টির সেই কুচক্রী সদস্যের হাতে।
এই পার্টি প্রধানত জুয়েলারি ও ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করে এবং অবস্থাসম্পন্ন পথচারী নারীদের টার্গেট করে। এই ঘটনা অনেকেই ফেস করেছেন কিংবা ফেসবুকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। অনেকেই সর্বস্ব খুইয়েছেন। কয়েক মুহুর্তের মধ্যে চিন্তাশক্তি অকার্যকর হয়ে হিপনোটাইজড হওয়া এবং ভিকটিমের নিজ থেকেই সব দিয়ে দেওয়া' কীভাবে সম্ভব?
এই পাউডার ভিকটিমের উপর খাবারের মাধ্যমে, মুখের উপর ফু দিয়ে (যা বেশি করা হয়) অথবা হ্যান্ডশেকের সময় হাতে একটা পিন ফুটিয়ে প্রয়োগ করা হয়। এটা প্রথমে আক্রান্ত ব্যাক্তির মস্তিস্কের প্রাথমিক স্মৃতি বা ইনিশিয়াল স্টেইজ অব মেমোরিকে ব্লক করে দেয়। যার ফলে সে এ্যাটাকারকে ভালভাবে চিনতে পারে না। সেই সাথে ব্রেইনের Amigdale নামক অংশকে আক্রান্ত করে যা তার মস্তিস্কের চিন্তা করার অংশকে ব্লক করে দেয়! যার ফলে তার চিন্তা করার ক্ষমতা চলে যায় এবং বাহির থেকে আক্রমন আসলে তার প্রতি যে স্বভাবগত প্রতিক্রিয়া দেখানোর কথা সেটা আর পারে না। ভিক্টিমের আচরন হয়ে যায় সাবমিসিভ বা বশীভূত! তখন তাকে যে কমান্ড দেয়া হয় সে তাই মানে!
নাসা তাদের এ্যাস্ট্রোনাটদের উপর ০.৩৩ মিলিগ্রাম ইউজ করে, তাদের মোশন সিকনেস কাটানোর জন্য। আর যেকোন সাধারণ মানুষের উপর যদি এর ৫-৭ মিলিগ্রাম ইউজ করা হয় তবে সে হয়ে যাবে এমন হেল্পলেস জম্বি। তাকে দিয়ে যা ইচ্ছা করানো যাবে! আর যদি ১০ মিলিগ্রাম বা তার বেশি হয় তবে রোগী কোমায় চলে যাবে এবং সেখান থেকে মারা যেতে পারে।
তাই রাস্তাঘাট, জুয়েলারি, ব্যাংক, যেকোনো শপিং সেন্টার থেকে বের হবার সময় এই ঘটনাগুলো মনে রাখুন, সতর্ক থাকুন। সতর্ক থাকুন যখন আপনি রিক্সার যাত্রী তখনও! বৈশ্বিক এয়ার ইনডেক্সের টপলিস্টে থাকা বসবাসের অযোগ্য দূষিত এই ধুলাময় শহরে ডাস্ট অ্যালার্জি, ফুসফুসের ক্ষতি, মলম পার্টি, ক্লোরোফর্ম ও ডেভিলস ব্রেথ পার্টিসহ অজানা সব বিপদ থেকে রক্ষা পেতে "মাস্ক" ব্যবহার করুন। এর সুবিধা হলো মাস্ক পরা থাকলে এই সব দুষ্কৃতিকারীরা আপনাকে সহজে টার্গেট করবে না এবং টার্গেট করলেও মাস্ক আপনাকে ওয়ান স্টেপ প্রোটেকশন দিবে। এই রকম ভিক্টিম কেউ হলে তাকে পীর ফকির বাদ দিয়ে, সোজা ডাক্তারের কাছে নিয়ে যাবেন।
নিজেকেই সাবধান হতে হবে, নির্জন যায়গায় কেউ ডাকলে যাওয়া যাবে না। অপরিচিত কেউ বেশি ঘনিষ্ঠ বা পরিচিত আচরণ করলে তার পরিচয় জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন এবং তার থেকে একটা নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখবেন। যার তার সাথে হ্যান্ডশেক করবেন না।
সংগৃহীত

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭

জুল ভার্ন বলেছেন: এই বিষয়ে প্রায় বছর ব্যপী নানান কাহিনির পোস্ট পশ্চিম বাংলায় এবং বাংলাদেশের সোস্যাল মিডিয়ায় দেখছি।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

শাহ আজিজ বলেছেন: ঢাকাতে করোনার শুরুতে ফ্রি মাস্কের পাল্লায় পড়ে এক বয়স্কজন তার টাকা , মোবাইল হারিয়েছেন । ওটা অবশ্য আনেস্থেশিয়া ছিল ।

২| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সর্বনাশ :(

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম , তোমারে টার্গেট করব না কারন তুমি ব্যাগে কয় পিস ছেড়া নোট রাখো । অবশ্য তোমার মোবাইল দামি :P

৩| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬

স্প্যানকড বলেছেন: এমনিতেই এই পার্টি সেই পার্টি আবার এ আরেক নতুন ! ভালো লাগে না। কই যে যাইতাছে সব। জানোয়ার গুলিরে ধইরাই বিন্দাইয়া দেওন দরকার মানে সোজা উপরে। লুটে আর কত উপরে যাবে? ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

শাহ আজিজ বলেছেন: বহুবিধ পার্টি অ্যাক্টিভ বাজারে । নতুন নতুন আবিস্কারে ব্যাস্ত তারা ।

৪| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: শুভেচ্ছা জানবেন। আমি একজন ব্লগ রিডার। তাই প্রতিদিন আসলেও কখনোই মন্তব্য করার জন্য লগইন করিনা। তবে আপনার এই পোষ্টটি দেখার পর
বিশেষ দরকারী কারণেই আমি এই বিষয়ে একটু স্টাডি করার চেষ্টা করলাম। কোথাও ইনহেল বা নাকে ঘ্রাণ নেয়ার মাধ্যমে এই স্কোপোলামিন শরীরে কার্যকর হওয়ার মতো কোন কিছু পাইনি। আপনি যেই পোষ্টটি করেছেন তার নিচের দিকে ‘সংগৃহীত’ উল্লেখ করা আছে। যদি উৎসের লিংকটি শেয়ার করতেন তাহলে উপকৃত হতাম। ভালো থাকবেন।

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

শাহ আজিজ বলেছেন: উৎস পাইনি বলেই ওপেন আলাপে গেছি যাতে অন্য ব্লগাররা অংশগ্রহন করেন । আমিও শ্বাসে নেওয়ার কিছু পাইনি এতে । একমাত্র এনেস্থেশিয়া ছাড়া অজ্ঞান হবে না । এসব ওষুধের ভিকটিম বাসে দেখেছি যা কেকের মধ্যে মেশানো হয় ।

ধন্যবাদ ।


নিচে ডঃ আলী কিছু আলোকপাত করেছেন এবিষয়ে ।

৫| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



দেশের লোকজন অনেক নতুন নতুন পন্হা আবিস্কার করছেন; জাতি ইনোভেশনে মনযোগ দিয়েছে।

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

শাহ আজিজ বলেছেন: হুম তাই

৬| ২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ গুরুত্বপুর্ণ ও সামাজিক সচেতনতামুলক পোষ্ট ।
এই ড্রাগটির অপপ্রয়োগ বিষয়ে সকলের সচেতন হওয়া প্রয়োজন ।
SCOPOLLAMINEE সম্পর্কে আরো জানতে আগ্রহীগন নীচের লিংকে গিয়ে বিস্তারিত জানতে পারেন ।
এখানে লিংকে থাকা কিছু প্রাসঙ্গিক তথ্য তুলে দেয়া হলো।

TRANSDERM SCOP ( SCOPOLLAMINEE)
• Generic Name: scopolamine
• Brand Name: Transderm Scop
• Drug Class: Antiemetic Agents
Any one can read more at : Click This Link

Drug Description

What is Transderm Scop and how is it used?
Transderm Scop is a prescription medicine used to treat the symptoms of nausea or vomiting caused by motion sickness or from anesthesia. Transderm Scop may be used alone or with other medications.
Transderm Scop belongs to a class of drugs called Antiemetic Agents.
It is not known if Transderm Scop is safe and effective in children.
What are the possible side effects of Transderm Scop?
Transderm Scop may cause serious side effects including:
• severe dizziness,
• confusion,
• agitation,
• extreme fear,
• hallucinations,
• unusual thoughts or behavior,
• convulsions (seizures),
• eye pain or redness,
• blurred vision,
• dilated pupils,
• decreased urination,
• painful or difficult urination,
• stomach pain,
• nausea, and
• vomiting
Get medical help right away, if you have any of the symptoms listed above.
The most common side effects of Transderm Scop include:
• dry mouth,
• sore throat,
• blurred vision or other eye problems,
• drowsiness,
• dizziness,
• confusion, and
• feeling agitated or irritable
Tell the doctor if you have any side effect that bothers you or that does not go away.
These are not all the possible side effects of Transderm Scop. For more information, ask your doctor or pharmacist.

পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম ।

শুভেচ্ছা রইল

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: আমিও এসব পড়ে নিয়েছি । অ্যানেস্থেশিয়া জাতীয় কিছু ব্যাবহার হচ্ছে এসবে । আমি ৮০ সালে নেশাখোর সহপাঠীর কাছ থেকে মৃদু খেয়েই কাত । আর ধরিনি । প্রেসক্রিপশন ভিত্তিক ওষুধ ব্যাবস্থা শুরু না করলে এই অনাচার চলবে ।

৭| ২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:
SCOPOLLAMINEE হবে SCOPOLLAMINE
উপরে টাইপিং এরর এর জন্য দু:খিত

৮| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছলের কলের অভাব নাই।

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

শাহ আজিজ বলেছেন: জী , তাই হবে ।

৯| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১২

সোহানী বলেছেন: ভয়াবহ অবস্থা। আমাদের দেশের মানুষগুলো আর কত কষ্ট করবে এসব অমানুষদের জন্য!!!!!

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

শাহ আজিজ বলেছেন: আতঙ্ক ছড়ানোর উদ্ধেশ্যে এ পোস্ট ছাড়া হতে পারে ।

১০| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৬

নেওয়াজ আলি বলেছেন: দেশের মানুষ দুনম্বরি কামকাজেও উন্নতি করতেছে। অনেক আগে ফেসবুকে পড়েছি

১১| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৫

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপ্নাকে।

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১২| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শয়তানে ভর্তি একটি শহরে শয়তান তো প্রতিনিয়ত 'শ্বাস' প্রশ্বাস ফেলবেই !

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ।

১৩| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৩:২২

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




সংগৃহিত হলেও তথ্যে সম্পূর্ণ সত্যতার ঘাটতি আছে মনে হলো। ডেভিল'স ব্রেথ সরাসরি স্কোপোলামিন নয়। তবে স্কোপোলামিন এর মতোই। যে স্কোপোলামিন এর কথা বলা হয়েছে তা একটি বমি-বমি ভাব বা বমি বন্ধ করতে ব্যবহুত হয়, সোজাসুজি বমি নিরোধক একটি রাসায়নিক। ফার্মাকোলজিক্যালি এটা "বেলাডোনা এ্যালকালয়েড" গোত্রের একটি "এন্টিকোলিনার্জিক" ।
আমাদের "ধূতরা ফুল" এ আপনি এই স্কোপোলামিন ও এ্যাট্রোপিন সহ অনেক হ্যালুসিনোজেনিক রাসায়নিক পাবেন। যা একাকী স্কোপোলামিনের চেয়েও ভয়ঙ্কর।

আর "ডেভিল'স ব্রেথ" হলো দক্ষিন আমেরিকার কলাম্বিয়াতে জন্মানো গুল্ম জাতীয় গাছ “borrachero”র ফুল। এর বীজ থেকে যে রাসায়নিকটি আহরিত হয় তার নাম -“burandanga” যা অনেকটা স্কোপোলামিন এর মতোই ।

কামরুল ইসলাম রুবেলঠিকই বলেছেন , নাক দিয়ে শ্বাসের মধ্যমে এর প্রয়োগের কথা উল্লেখ নেই । তবে নাক দিয়ে যে এটা ব্যবহার করা যাবেনা এমনটাও নয়। আবার তাৎক্ষিক ভাবে এর হ্যালুসিনোজেনিক ফলাফল পাওয়া যাবেনা । অপেক্ষা করতে হবে ঘন্টা চারেক।

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

শাহ আজিজ বলেছেন: ঠিক কি বিষয় ব্যাবহার হচ্ছে এখনো স্পষ্ট নয় ।

১৪| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:০৫

সাসুম বলেছেন: এটা একটা হোয়াক্স বা মিথ।

এটা এক ধরনের এনেস্থিসিয়াক ড্রাগ। যা আমাদের চৈতন্যকে দুর্বল করে ফেলে। অনেক সময় হুশজ্ঞান ও থাকে না। তাই সে হিসেবে উপরের পোস্টের অনেকাংশেই সত্যতা পাওয়া যায়। তবে অনেকাংশেই এখানে অতিরঞ্জন ও দেখা যাচ্ছে ।

হাত দিয়ে টাচ করলে বা নাক দিয়ে নিলেই বা কাছাকাছি আসলেই মানুষ অবশ হয়ে যাবে এমন হবার কোন মানে নেই।

আর এত অল্প পরিমান ড্রাগে কখনোই এই পরিমান এফেক্ট পড়বেনা।

বরং বেশ ভাল পরিমান ড্রাগ অনেক সময় নিয়ে এডমিনিস্টার করলে এফেক্ট পাওয়া যাবে তাও মেডীকালি নট রাস্তাঘাটে।

ডেভিলস ব্রেদ কি আসলেই জম্বি বানাই ফেলে মানুষ কে নাকি এটা হোয়াক্স?

আমাদের দেশ জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে, যার কারনে গাল গল্প গুজব দেও দানো দৈত্য জিন ভুত পেত্নী জম্বি এসব কে আমরা তিল থেকে তাল বানিয়ে ছড়িয়ে দেই।

SCOPOLLAMINEE নামে যে ড্রাগ এর কথা বলা হচ্ছে এখানে- এটা একটা কমন ড্রাগ ইভেন বাংলাদেশে লিগাল একটা ড্রাগ। অন্য সকল ড্রাগ এর মতই ডাক্তার এর পরামর্শ ছাড়া এই ড্রাগ নেয়া উচিত না এবং অনেক অনেক বেশি পরিমান ইফেক্ট ফেলবে যদি নিয়মের বাইরে এডমিনিস্টার করা হয়। বাট এখানে যেভাবে SCOPOLLAMINEE কে ভিলেন বানিয়ে দেয়া হয়েছে তা মোটেই না কিংবা এখানে যেভাবে ভয় লাগানো হয়েছে মোটেই এরকম না,

জাস্ট ২ পাতা গুগুল করলেই কিন্তু সত্যতা পাওয়া যায় আজকাল সব কিছুর/ আমরা খালি কোন কিছু দেখলেই ঝাপিয়ে পড়ি।

আপনার ইন্টেনশান বেশ ভাল বাট এখানে এই সব ইনফরমেশান গুলো অতিরঞ্জিত। ইন্ডীয়ান তামিল সিনেমা আঞ্জাম পাথিরার কাহিনী মেরে দিয়ে আসল পোস্ট দাতা ফেসবুকের সবাইকে ঘোল খাওয়াচ্ছে আর বাংগালি গনহারে শেয়ার করে যাচ্ছে এই অতিরঞ্জিত জিনিষ

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

শাহ আজিজ বলেছেন: জী আপনি সঠিক বলেছেন ।

১৫| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এক কথায় জঘণ্য!

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

শাহ আজিজ বলেছেন: জী তাই

১৬| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কী মারাত্মক রে বাবা!!!

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম আমি বাসে একজনকে দেখেছিলাম , লোকটি পাগল হয়ে গিয়েছিল ।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



হ্যাপী নিউইয়ার।
সুস্হ আছেন?

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: হাঁটুর বাটি ভেঙ্গে ও টি , হাসপাতাল বাস , এখন বাসায় , ব্যান্ডেজ সেলাই খুলেছে । ওলে ওলে মার্কা হাটা হাঁটছি । প্রচুর অ্যান্টিবায়োটিকে শরীর দুর্বল । একজন কেয়ার গিভার , কন্যা , জামাই পালা করে সাহায্য করছে । দোয়া করবেন ।


শুভ নববর্ষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.