নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

লতা মঙ্গেশকর আর নেই

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪



কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথচলা থেমে গেল এই কিছুক্ষন আগে ।

জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে। ৮ জানুয়ারি থেকে সেখানেই ছিলেন তিনি। শুরু থেকে চিকিৎসক প্রতীত সমধানীর চিকিৎসাধীন তিনি। প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন। একসময় কোভিড নেগেটিভ হলেও পরে নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। সম্প্রতি প্রবাদপ্রতিম গায়িকার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আশার আলো দেখছিলেন চিকিৎসকেরাও। সব চেষ্টা বিফল হল , লতা চলে গেলেন কোটি কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরন ঘটিয়ে ।
শিশুকাল থেকে না জেনেই তার ভক্ত আমি । বাড়ির পেছনে পুজার মাইকে বাজত তার গান । মানুষের কণ্ঠ এত সুন্দর হয় ? তাজ্জব আমি । বড় হতে হতে জানলাম ইনি লতা মুঙ্গেশকর ।

ভালবাসি তোমায় , তোমার জন্য সকল শ্রদ্ধা ।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা জানাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

শাহ আজিজ বলেছেন: এবং ভালোবাসা ---------

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

ইসিয়াক বলেছেন:





আমার সবচেয়ে প্রিয় কন্ঠ শিল্পী । ভীষণ খারাপ লাগছে।
বিনম্র শ্রদ্ধা রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

শাহ আজিজ বলেছেন: লতা সবার প্রিয় , আপনজন

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

স্প্যানকড বলেছেন: কি হুনাইলেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এতদিন পর ফিরলেন তাও দিলেন এমন খবর ! কিংবদন্তির মৃত্যু নেই। ভালো থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯

শাহ আজিজ বলেছেন: হুম , কিংবদন্তিরা মারা যায় না ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১১

জগতারন বলেছেন: শিশুকাল থেকে না জেনেই তার ভক্ত আমি। বাড়ির পেছনে পুজার মাইকে বাজত তার গা।
মানুষের কণ্ঠ এত সুন্দর হয় ?
তাজ্জব আমি।
বড় হতে হতে জানলাম ইনি লতা মুঙ্গেশকর।

ভালবাসি তোমায়, তোমার জন্য সকল শ্রদ্ধা।


আমার শ্রদ্ধা ও ভালবাসা লতা মুঙ্গেশকর-এর প্রতি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪০

শাহ আজিজ বলেছেন: লতা আমাদের আপনজন---------------

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কেবলই খবরটা পেলাম এবং প্রথম আলো'র রিপোর্টটা শেয়ার করতে যাচ্ছিলাম।

সর্বকালের সেরা বাংলা ও হিন্দি গানের শিল্পী আর নেই - ভাবতেই মনটা হুহু করে ওঠে। তার কোন গানটা প্রথম শুনেছিলাম মনে নেই। কিন্তু, নিঝুমও সন্ধ্যায় ক্লান্ত পাখিরা, প্রেম একবারই এসেছিল জীবনে গানগুলো মনে হয় জীবনের প্রথম দিকে শোনা গান।

ওপারে শান্তিতে থাকুন। এই সঙ্গীত সম্রাজ্ঞীর জন্য এই প্রার্থনা থাকলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: হুম , আমারও একই ব্যাপার ঘটেছে ---------------- নিঝুমও সন্ধ্যায় ক্লান্ত পাখিরা------------------------

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

সোবুজ বলেছেন: তার কিছু গানের জন্য তিনি আরো অনেক দিন বেঁচে থাকবেন।তার মৃত্যুতে মর্মাহত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: শ্রোতাদের হৃদয়ে লতা গেথে গেছেন , অমোচনীয় -------------------------

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গানের জগতে এক মহাবিশ্ময়ের মহপ্রস্থান গানের জগতের জন্য অপূরণীয় ক্ষতি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১২

শাহ আজিজ বলেছেন: ৩৬ টি ভাষায় ৭৫০০ গান ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: উনার যে গানটি মনকে নাড়িয়ে দিয়েছিল তা যা--রে,যারে উড়ে যারে পাখি, আকাশে আকাশে উড়ে যা ফিরে আপন নীড়ে শ্যামল মাটির বন ছায় এই গানের বানীই যেন সত্যি হলো, ফিরে গেলেন আপন নীড়ে সুর সম্রাজ্ঞী লতা মুংগেশকর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: আমাদের শরীর মন জুড়ে যে কজন কিংবদন্তির গান নিবিড় জড়িয়ে আছে ওপরের গান তারই একটি ।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১২

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমিও ছোটবেলায় তার নাম জানতাম না। বাসার বড়রা তার গান অনেক পছন্দ করতেন। তখন তো গান এত শোনা হত না, ভালোও লাগতো না। কিন্তু তার ১/২ টা গান শুনতে বেশ ভালো লাগতো। সেই ভাবে বড় হতে হতে ধীরে ধীরে তার গানের ভক্ত হওয়া। আজ সকালটা শুরুই হয়েছে তার মৃত্যু সংবাদ দিয়ে। ভালো লাগছে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৯

শাহ আজিজ বলেছেন: প্রায় একইরকম অনুভুতি আমারও ----

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: দিনের নির্মমতম ঘটনা। বিনম্র শ্রদ্ধা কিংবদন্তীর মহাপ্রয়াণে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: ঈশ্বর বড্ড নিষ্ঠুর ---------

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৩

ইমরান আশফাক বলেছেন: লাইভ সাপোর্টে যাওয়া মানে শুধু আনুষ্ঠানিক ঘোষনার জন্য অপেক্ষা করা মাত্র। উনি ৯২ বৎসর বয়সে মারা যান, একটি পরিপূর্ন বয়সেই মারা গেছেন। তবে উনি এই উপমহাদেশে সংগীতির ক্ষেত্রে এক আলাদা মাত্রা প্রতিষ্ঠিত করে গেছেন। উনার এই স্টান্ডার্ড এর উপর ভিত্তি করেই হিন্দি সংগীতের জনপ্রিয়তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। খুব ছোটবেলা থেকেই উনার গান শুনতে শুনতে বড় হয়েছি। আমার শৈশবকালটি কেটেছে লিবিয়ায়, ওখানে হিন্দি সিনেমা দেখতে দেখতে..........। আমি তখন মনে করতাম সিনেমায় যে গান গুলি দেখি সেইগুলি বোধহয় সংশ্লিষ্ট নায়ক-নায়িকারাই গায়। অনেক পরে জানতে পারি যে এই গান গুলি অন্যেরা গায় আর সিনেমার কলাকুশলীরা শুধু ঠোট মিলায়।

আমি তো প্রায়ই উনার নতুন পুরানো গান গুলি ইউটিউবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৩

শাহ আজিজ বলেছেন: আমি কলের গানের বাক্সে কান ঠেকিয়ে বোঝার চেষ্টা করতাম এর ভেতরের মানুষ কখন খায় দায় ঘুমায় ---------- সেই ১৯৬১ সালে ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৫

আখেনাটেন বলেছেন: আরেক কিংবদন্তি চলে গেলেন.....

মোহাম্মদ রফি, কিশোর দা কবেই চলে গেছেন....... লতাজি বাকি ছিলেন......চলে গেলেন......

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫১

শাহ আজিজ বলেছেন: সবাইকেই যেতে হবে , এটাই পরম সত্য । গত শতাব্দীর শেষ ভাগ টুকু অনেক তারার আলোকে ভারতীয় গানের পৃথিবীকে উজ্জ্বল করেছিল । এখন ব্যাপারটা তেমন নেই ---------------------

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

জুল ভার্ন বলেছেন: সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে বাঙালি ও বাঙালি সংস্কৃতির গভীর যোগযোগ ছিল। লতাকে বাংলা গান গাওয়ানোর ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এরপর সলিল চৌধুরিও লতাকে দিয়ে বহু কালজয়ী গান গাওয়ান। এছাড়া সতীনাথ মুখোপাধ্যায়ের সুরেও লতা বেশ কিছু কালজয়ী বাংলা গান গেয়েছেন। সুধীন দাশগুপ্তর সুরেও কিছু বিখ্যাত গান গেয়েছেন। পরবর্তী সময় বহু সুরকারের সুরে লতা মঙ্গেশকর বাংলা গান গেয়েছেন। লতা মঙ্গেশকরে তিরোধানে তাঁর ভক্তকূলের হৃদয় ভেংগে গিয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৮

শাহ আজিজ বলেছেন: বাঙ্গালী খ্যাতনামা গায়কদের সাথে তার যুথবদ্ধতা ছিল গভীর ।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



আরো হাজার বছর মানুষ উনার গান শুনবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৮

শাহ আজিজ বলেছেন: আমারও তাই মনে হয় , লতা একটি ইতিহাস ।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: খুব ভালো লিখেছেন! আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ পেয়েছে লেখায়।
ওনার গান বহু মানুষের তৃষিত হৃদয়ে বারিসিঞ্চন করেছে প্রায় ছয়-সাত দশক ধরে। মানুষ ওনার গান শুনে তৃপ্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন যুগ যুগ ধরে। তাঁর পারলৌকিক শান্তি কামনা করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: আমিন

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সম্ভবত ১৩ বছর বয়সে চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। পিতার মৃত্যুর কারণে কম বয়সেই পরিবারের দায়িত্ব নিতে হয় তাঁকে।

তিনি ছিলেন জীবন্ত কিংবদন্তি। ওনার সাথে কাউকে তুলনা করা যায় না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: হুম , তাই বটে ।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৬

নেওয়াজ আলি বলেছেন: বিনীত শ্রদ্ধা ও গভীর ভালোবাসা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.