নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে জয়বাংলা শ্লোগান ফিরে এলো সদম্ভে ।
সম্ভবত ১৯৬৭ সাল , একটা মিছিল গেল বাড়ির সামনে দিয়ে , নতুন গগনবিদারী শ্লোগান "জয় য় য় য় য় য় বাংলা" । শিশুর শরীরে বিদ্যুৎ খেলে গেল । সেই শিশু স্কুল থেকে মিছিলে গেছে , গলা ভেঙ্গে ফেলেছে শ্লোগান দিয়ে "জয় য় য় য় য় য় বাংলা" । ১৯৭১ সালের ২৭ মার্চ বন্ধ হল শ্লোগান । ১৬ই ডিসেম্বর পেলাম সেই স্বাধীন জয়বাংলা । ৭৫ সালে শেষে আবারো বন্ধ এবং ফিরে এলো জিন্দাবাদ । আজ ২০২২ এর ২০ ফেব্রুয়ারি জয়বাংলার পুনরুত্থান তবে লীগ সরকার অনেক দেরি করে ফেলেছে ঐতিহাসিক বিবর্তনে ।
তবুও ধন্যবাদ এবং জয়বাংলা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
শাহ আজিজ বলেছেন: এটা বরাবরের নিয়ম ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪০
সোনাগাজী বলেছেন:
বৃটেনের রাণী করোনা-পজেটিভ, শুনেছেন নাকি?
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
শাহ আজিজ বলেছেন: এখনো শুনিনি । এজন্যই কি প্রিন্স চার্লস রেডি হচ্ছে সিঙ্ঘাসনে বসার ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কখনো না করার চেয়ে দেরীতে হলেও ভালো। এই শ্লোগানটি আমাদের ভুলিয়ে রেখেছিলেন, তারা ভুল পথে আছেন।
জয় বাংলা।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮
শাহ আজিজ বলেছেন: জেনাঃ জিয়া আর জামাতি পঙ্গপাল দায়ী জিন্দাবাদ প্রনয়নের জন্য ।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৮
সোবুজ বলেছেন: এই শ্লোগানই মুক্তি যুদ্ধকে বেগবান করেছিল।জাতিকে করেছিল ঐক্যবদ্ধ।শ্লোগানটি হারিয়ে যেতে শুরু করেছিল।এখন প্রশ্ন কতো দিন থাকে।যে হারে মসজিদ মাদ্রাসা বাড়ছে, তারা নিশ্চয় এই শ্লোগানের পক্ষে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯
শাহ আজিজ বলেছেন: সেই ভাবনা আমারও । এটার বিরোধিতা করলে সোজা ধইরা মাইর ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: জেনাঃ জিয়া আর জামাতি পঙ্গপাল দায়ী জিন্দাবাদ প্রনয়নের জন্য ।
আমিও তা শুনেছি।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১
শাহ আজিজ বলেছেন: আমি তখন ঢাকায় চারুকলাতে পড়ছি ।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১১
জ্যাকেল বলেছেন: জয়বাংলা শ্লোগান একদা জনগণের অধিকার আদায়ে ব্যবহৃত হইত। এখন অবশ্য লুটেরাদের দখলে আছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
শাহ আজিজ বলেছেন: একসময় রক্তে আগুন ধরিয়ে দিত এই শ্লোগান ।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
জিয়া জয় বাংলা বলতো। নির্ভেজালভাবে জয় বাংলা বলতো।
যেকোনো বক্তৃতা শেষে জয় বাংলা বলতো। সে অটোগ্রাফও দিত জয় বাংলা লিখে। রেকর্ড আছে।
ক্ষমতায় আসার পর জয়বাংলা পরিত্যাগ করল। পাকিস্তানপন্থি রাজনীতি শুরু করলো। পাকিস্তান থেকে পলাতক আলবদরদের ফিরিয়ে আনল। মিডিয়াতে বঙ্গবন্ধু ও জয়বাংলা শব্দ নিষিদ্ধ হলো। দীর্ঘ ২১ বছর জয়বাংলা শোনা বঞ্চিত ছিল একটি জেনারেশন।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩
শাহ আজিজ বলেছেন: জিয়া বাকশাল করত । শুধু ওইসময় জয়বাংলা বল্লেও বলতে পারে লেকিন দিল্মে পাকিস্তান ।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২০
নেওয়াজ আলি বলেছেন: জয় বাংলা জয় আওয়ামি লীগ
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
শাহ আজিজ বলেছেন: জয়বাংলা সার্বজনীন শ্লোগান ।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জয় বাংলা শ্লোগান নিয়ে কারও বিরুদ্ধতা থাকা উচিত নয়।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২২
শাহ আজিজ বলেছেন: মশাই , পতাকাই ওড়ায় না আবার জয়বাংলা শ্লোগান দেবে ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৭
সোনাগাজী বলেছেন:
আমরা শ্লোগান দিয়েই গেলাম শ্লোগানের ফসল খেলে প্রশাসন, ব্যবসায়ীরা ও আওয়ামী লীগের লোকজন