নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

উত্তপ্ত যৌবন ইউক্রেন এর বড় সমস্যা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪২



ওদের মানে ইউক্রেনের এতো কিছু ছিল তা জানতাম না । এজন্যই পুতিনের লোলুপ জিহবা পুরোটাই বের হয়ে এসেছে । একদা কে জি বির প্রধান পুতিন সাংঘাতিক স্মার্ট । সে ভুল জায়গায় পা ফেলে না । ইউক্রেনিয়ানরা পালাচ্ছে লক্ষ্য আশপাশের রাষ্ট্র । পৃথিবীর আরেকটি বৃহত্তম শরণার্থী শিবির গড়ে উঠতে যাচ্ছে ইউরোপে । কেন লোলুপ হবে তার লিস্টি নিচে দিলাম সংগ্রহ করে । আমার নিজের জন্যও কাজে দেবে । আমেরিকা , ইউরোপ , মস্কো কেউ কিচ্ছু করবে না । এরা আরও ৩০-৪০ বছর ধরে এই সম্পদ লুট করবে দেদারছে , কো অপারেটিভ স্টাইলে । যৌবন থাকা ভাল তবে আগুন লাগানো যৌবন বিপজ্জনক ।

ইউরেনিয়াম খনিজ পদার্থের ১ম ইউরোপীয় রিজার্ভ;
২য় ইউরোপীয় টাইটেনিয়াম মিনারেলস রিজার্ভ - ১০ম বিশ্ব রিজার্ভ;
২য় বিশ্ব ম্যাঙ্গানিজ মিনারেলস রিজার্ভ (২.৩ বিলিয়ন টন, অর্থাৎ বিশ্বের ১২% রিজার্ভ) ;
২য় বিশ্ব আয়রন খনি রিজার্ভ (৩০ বিলিয়ন টন);
২য় ইউরোপীয় মার্কারি মিনারেল রিজার্ভ;
৩য় ইউরোপীয় স্কিস্ট গ্যাস রিজার্ভ (২২ বিলিয়ন ঘনমিটার) - ১৩তম বিশ্ব রিজার্ভ
প্রাকৃতিক সম্পদের মোট মূল্যের দিক থেকে বিশ্বব্যাপী ৪র্থ স্থান
৭ম বিশ্ব কয়লা রিজার্ভ (৩৩.৯ বিলিয়ন টন)
ইউক্রেন একটি কৃষি প্রধান দেশ - এটি ৬০০ মিলিয়ন মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে পারে:
ইউরোপে আরবীয় ভূ-খণ্ডের বৃহত্তম পৃষ্ঠ;
বিশ্বের ৩য় বৃহত্তম কালো পৃথিবী (করনোজেম) পৃষ্ঠ (বিশ্বব্যাপী আয়তনের ২৫%);
সূর্যমুখী তেল ও সূর্যমুখী তেল এর ১ম বিশ্ব রপ্তানিকারক;
২য় বিশ্ব বার্লি প্রযোজক - ৪র্থ বিশ্ব রপ্তানিকারক;
৩য় বিশ্ব ভুট্টা উৎপাদনকারী - ৪র্থ বিশ্ব রপ্তানিকারক;
৪র্থ বিশ্ব আলু উৎপাদনকারী;
৫ম গ্লোবাল রাই প্রযোজক;
মৌমাছি উৎপাদনে বিশ্বে ৫ম স্থান - মধু, মোম, রাজকীয় জেলি, পরাগ, প্রোপোলিস, মৌমাছির বিষ (৭৫,০০০ টন) ;
৮ম বিশ্বব্যাপী গম রপ্তানিকারক;- মুরগির ডিম এর ৯ম বিশ্ব উৎপাদনকারী;
১৬তম বিশ্ব পনির রপ্তানিকারক
ইউক্রেন একটি শিল্পোন্নত দেশ:
১ম ইউরোপীয় অ্যামোনিয়া উৎপাদনকারী;
ইউরোপের ২য় বৃহত্তম গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং ৪র্থ বিশ্বের (ইইউতে ১৪২.৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস প্রবাহ ক্ষমতা);
ইউরোপের ৩য় বৃহত্তম নিউক্লিয়ার পার্ক - ৮ম বিশ্ব ;
ইউরোপের ৩য় দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক - ১১তম বিশ্ব (২১ ৭০০ কিমি) ;
স্থানীয়করণ ও স্থানীয়করণ সরঞ্জামের ৩য় বিশ্বব্যাপী উৎপাদনকারী (যুক্তরাষ্ট্র ও ফ্রান্স অনুযায়ী) ;
৩য় বিশ্বের লোহা রপ্তানিকারক;
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য টারবাইন এর ৪র্থ বৈশ্বিক রপ্তানিকারক;
রকেট লঞ্চার এর ৪র্থ বিশ্ব প্রস্তুতকারক;
৪র্থ গ্লোবাল কাদামাটি রপ্তানিকারক;
৪র্থ গ্লোবাল টাইটেনিয়াম রপ্তানিকারক;
খনিজ এবং ধাতব ঘনীভূত ঘনীভূত ৮ম বিশ্বব্যাপী রপ্তানিকারক;
অস্ত্র শিল্পে ৯ম বৈশ্বিক রপ্তানিকারক;
ইস্পাতের ১০ম বিশ্বব্যাপী উৎপাদনকারী (৩২.৪ মিলিয়ন টন)।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



এগুলো রাশিয়ারও আছে, পুটিন এখন এগুলো বিক্রয় করে চলছে, বড় বড় শহরে শতকরা ৪০ জন কাজ করে না, তারা এগুলো বিক্রয় করে বিশ্বের ধনীক শ্রেণীতে পরিণত হয়েছে। ওদের মুল সমস্যা, মানুষ কম উৎপাদন হচ্ছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

শাহ আজিজ বলেছেন: জেনে ভাল লাগলো ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাক্ষস বুঝি শেষতক ওদের গিলে খাবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

শাহ আজিজ বলেছেন: ধীরে ধীরে চুষে খাবে =p~

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাশিয়াতো আমাদের অন্যতম প্রধান মিত্র!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: তথ্যগুলো উপস্থাপনের জন্য ধন্যবাদ।
"আমেরিকা অবশ্যই ন্যাটো জোটের নিরাপত্তা নিয়ে ভাববে। ইউক্রেন ন্যাটো সদস্য নয়। তবে 'লিপ সার্ভিস' তো দিতেই হবে। ফিজিক্যাল ইনভলভমেন্ট থাকবে না।
তবে শীঘ্রই ইউক্রেনে একটি প্রো-রাশিয়ান সামরিক অভূত্থান হতেই পারে"
- একজন ভূ-রাজনীতি বিশেষজ্ঞের অভিমত (সংগৃহীত)।

যে সকল কারণে আমেরিকা কিউবায় Russian মিসাইল এ্যালাও করেনি, একই কারণে রাশিয়া ইউক্রেনে NATO বেইজ করতে দিবে না। এটাই সহজ সমীকরণ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: টক শো দেখছিলাম । ইউক্রেন সাধারন জনতার হাতে অস্ত্র তুলে দিচ্ছে । বলা হচ্ছে এটা বিপজ্জনক কারন এতে গৃহ যুদ্ধের সম্ভাবনা বাড়বে । যাহোক একটা দীর্ঘ যুদ্ধের হল যা নিয়ে আমরা ব্যাস্ত থাকব ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৮

সোবুজ বলেছেন: অনেক তথ্য জানা হলো।যুদ্ধ সবার জন্যই খারাপ।কূটনৈতিক সমাধান কাম্য ছিল।আমেরিকার জন্য সম্ভব হলো না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১১

শাহ আজিজ বলেছেন: মস্কো- ওয়াশিংটন গত শতাব্দিতেও পুরো সময় যুদ্ধ করে কাটিয়েছে । গত শতাব্দীর দুটি বিশ্ব যুদ্ধ তারাই দলগত ভাবে করেছে । এবার বিশ্বযুদ্ধ না হলেও আধুনিক অস্ত্রের ব্যাবহারে আমরা চমকিত হব । আমরা ভাল আছি এবং থাকতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.