নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বালিয়াড়িতে ভিড় করেছে লাখো পর্যটক। বালিয়াড়ির সামনে নীল জলরাশিতেও মানুষের ভিড়। সবাই মেতেছেন বাঁধভাঙ্গা আনন্দ-উল্লাসে। কিন্তু আমাদের পর্যটন কর্পোরেশনের কোন মাথাব্যাথা নেই । তারা স্রেফ বেতন ভাতার জন্য চাকরি করছেন । কক্সবাজারে যারা বাড়ি ঘর করেছেন তারাও এই সময়ে বেশ কামিয়ে নিতে পারেন । সরকারি ব্যাবস্থাপনায় বিচের কিনারে তাবু দিয়ে হাজার পর্যটক থাকার ব্যাবস্থা হতে পারে ।
একটু মাথা খাটিয়ে এখনি ব্যাবস্থা নিতে হবে । বাঙ্গালিদের এইযে ভ্রমনের মর্জি জেগেছে তা দেখে খুব ভাল লাগছে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২২
শাহ আজিজ বলেছেন: মাথায় এলো তাই বলে ফেললাম ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
কামাল১৮ বলেছেন: স্থানিয়রা তাদের একটা অংশ সাময়িক ভাড়া দিতে পারে।বা ছোট ছোট ঘর করে ভাড়া দিতে পারে।তা কেমন কাটছে দিন কাল।ছবি আঁকা কেমন চলছে আপনার স্টুডিওতে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৮
শাহ আজিজ বলেছেন: রোমে বুড়ো বুড়িরা তাদের বাসাটাকে স্টার হোটেলের মত সাজিয়ে সকালের নাস্তা সহ ভাড়া দেয় । এভাবে তাদের দিন ভাল কাটে ।
চলছে উড কারভিং ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৬
সোনাগাজী বলেছেন:
এরা থাকে, নাকি সকালে গিয়ে বিকেলে বাড়ী ফেরে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১০
শাহ আজিজ বলেছেন: তাই মনে হচ্ছে । ভোরে নেমে আবার সন্ধ্যায় ফিরতি বাস ট্রেন ধরা ।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: বছরের যে সময়ই কক্সবাজার যাই, নিরিবিলি পরিবেশ পাই না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩২
শাহ আজিজ বলেছেন: এখন থেকে নিরিবিলি পরিবেশটা শেষ হয়ে গেছে ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নিম্ন মধবিত্ত শ্রেনীদের আয় ইনকাম নেকটাই বেড়েছে।
আমি গত বছর বাংলাদেশে এসে কক্সবাজারেও গিয়েছিলাম, নিজের চোখেই দেখলাম। ৬০টাকার নাস্তা ৪০০টাকায় খেয়েও মুখে হাসি আনন্দ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬
শাহ আজিজ বলেছেন: সবাই চায় যেতে । পয়সা কড়ি জমিয়ে বিচের গুণ্ডাদের হাতে তুলে দিতে । ভ্রমনমুখী বাঙ্গালির এ এক নতুন রুপ । ভাল বাঙ্গালিরাও এখন ঘুরতে পছন্দ করে ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষ খেতে পায় না। আর এরা ঘুরতে এত টাকা পায় কই? হিসেব তো মেলে না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮
শাহ আজিজ বলেছেন: এদের সবাই খেতে পায় বলেই বিচে গেছে ।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বীচে তাঁবু গেড়ে রাত কাটানোর আইডিয়াটা দারুণ, ভাইয়া!!!