নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। খেজুর

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪০



খুব পুষ্টিকর ফল খেজুর । সেই খেজুরের ট্যাক্স কমিয়েও রক্ষা নেই । খেজুর বিক্রেতারা খেজুরের দাম আরেক দফা দাম বাড়িয়ে ভোক্তাদের বিব্রত করেছে । সরকার কার্যত ব্যার্থ বাজার নিয়ন্ত্রনে ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
বিদেশে এর দাম বাংলাদেশি টাকায় ৮০০টাকা। দেশের বাজারে অনলাইনে যে সেল করে তাদের কাছে জানতে চাইলাম ওরা ২০০০ টাকা প্রাইস চাইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: একেই বলে মগের মুল্লুক ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

মায়াস্পর্শ বলেছেন: ১১০ টাকা কেজির খেজুরের ট্যাক্স কত?
কত কমিয়েছে ট্যাক্স? আগে কতো ছিলো?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: সুজনকে ধন্যবাদ ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ১১০ টাকা কেজির খেজুরের ট্যাক্স কত?


খেজুরে টেক্স কমিয়ে ১৫% করেছে শুনেছিলাম। এখন বিষয়টা হলো ১১০ টাকার খেজুরের কষ্ট প্রাইসে টেক্স।কষ্টিং যদি ৭০ টাকা হয়ে থাকে হবে ৮৫টাকা তার উপর ট্রান্সপোটিশন ও লভ্যাংশ নিয়ে বাজারে যা বিক্রি করতে চায় বিক্রেতা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সুজন ।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

মায়াস্পর্শ বলেছেন: মাহমুদুর রহমান সুজন ধন্যবাদ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: ;)

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১২

কামাল১৮ বলেছেন: টেক্স কমিয়ে দাম একটা খুব কমানো যাবে না।অন্য চিন্তা করতে হবে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: আমার মাথায় আসেনা কিভাবে খেজুর সহজ লভ্য কমদামে পাবো ।


অন্যচিন্তা কিছু আছে ?

টি সি বির মাধ্যমে বিক্রি ?

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:



ঐ খেজুর তো আমাদের ফল নয়, উহা খেতে হবে কেন?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: এই চিন্তা আমার মাথায়ও আসে কিন্তু আরবের খেজুর বলে কথা । এই বছর খেজুরের বাজার ধসিয়ে দেওয়া যায় খেজুর না কিনে ।

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:১৭

নাহল তরকারি বলেছেন: খেজুরের উপর ট্যাক্স। সরকার এই ট্যাক্স নিজে বসায় নাই। কোন না কোন আমলা সরকার কে ট্যাক্স বসানোর ব্যাপারে সপারিশ করেছে। কে সেই আমলা?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: হুম সেটাই এখন বিষয় ।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
ডলার সংকটের ভেতর প্রতি বছর রমজানে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন খেজুর আমদানি হচ্ছে।
খেজুর কোন জীবন রক্ষাকারি ফল নয়, বেহেস্তি ফলও নয়।
এতদিন বলছিল মানুষ ভাত খেতে পায় না, সারা বছরেও মাছ মাংশ চোখে দেখেনা। মাছের পরিত্যাক্ত কাটা খেয়ে কোনমতে বেচে আছে। এখন হাজার টাকা কেজিতে খেজুর খাওয়ার জন্য উতলা, ৬০ হাজার টনেও চাহিদা কুলোচ্ছে না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: কাঙ্গাল বাঙ্গাল ।

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৭

ধুলো মেঘ বলেছেন: হাসান কালবৈশাখী আর সোনাগাজী, খেজুর নিয়ে এত চুলকানি, বাদাম নিয়ে নয় কেন? বাদামের উপর ট্যাক্স তো সরকার কমায় নি। তাহলে ৬০০ টাকার বাদাম কেন ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে? খেজুরের চাহিদা সারা বছর থাকেনা। রমজানে সারা দিন অভুক্ত থাকার পর হারানো ক্যালরি কেবল খেজুর খাওয়ার মাধ্যমে দ্রুত ফিরে আসে, তাই রমজান মাসে খেজুর হল চাল ডালের মতই প্রয়োজনীয় একটা খাবার।
হাজার টাকা কেজিতে খেজুর খাওয়ার জন্য কেউ উতলা হয়নি, হয়েছে ৩০০ টাকায় খাওয়ার জন্য। মানুষের পালস না বুঝলে বেকুবের মত মতব্য করতে আসবেন না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০

শাহ আজিজ বলেছেন: কয়টা খেজুরই বা খায় ? একটা বা দুইটা ।

মন্তব্যে অশোভন শব্দ এড়িয়ে চলুন ।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯

ধুলো মেঘ বলেছেন: গরীবের ইফতারের মেন্যুতে থাকে দুইটা খেজুর, একটা কলা, ভেজানো চিড়া আর একটু ছোলামুড়ি। এই কয়টা জিনিসের দাম কত? বড়জোড় ৩০ টাকা। কিন্তু কেবল খেজুরের জন্য এই মেন্যুর খরচ এখন ৫০ টাকা ছাড়িয়েছে। বাদ দিতে দিতে তো বেগুনি, পিঁয়াজু, আলুর চপ, ডিম চপ সবই তো মেন্যু থেকে সরে গেল। এখন যদি খেজুরও বেহেশতী খানা নয় বলে বাদ দিতে হয়, তবে মানুষ ইফতারে খাবে কি?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

শাহ আজিজ বলেছেন: খেজুর পর্যাপ্ত ক্যালরি আর প্রোটিনযুক্ত ফল যা রোজাদারের জন্য শক্তিদায়ক । যাক দুটো ভাত আর লবন মিলছে তাই যথেষ্ট ।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

রাজীব নুর বলেছেন: দাম যতই হোক রমজান মাসে খেজুর লাগবেই।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ।

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কেনা বন্ধ করে দিলে দাম এমনেই কমে যাবে।

০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:৪৮

শাহ আজিজ বলেছেন: জনগণই একটা প্রতিরোধের হাতিয়ার হয়ে উঠতে পারে খেজুর বর্জন করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.