নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। বদলে গেছে হযরত শাহজালাল(আন্তঃ)বিমানবন্দর

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯




দেশ স্বাধীন হওয়ার পর সুন্দর এক এয়ারপোর্ট পেলাম ঢাকা এয়ারপোর্ট।

এইতো কিছুদিন আগেও এয়ারপোর্টে ট্রলি গোছানোর কাজ করা ছেলেটাও নিজেকে জমিদার ভাবতো।

বোডিং ইমিগ্রেশন সবাই কেমন খিটখিটে স্বভাবের ছিলো।

মেক্সিমাম ইমিগ্রেশন অফিসাররা নিজেদের কেমন মালিক মালিক ভাবতো,আমাদের চাকরের নজরে দেখতো।

দেখি তাকান,কই যান কি জন্য যান,কি করেন,কত বেহুদা প্রশ্ন কইরা যে হয়রানী করতো,এদের স্যার স্যার না বললে,জাত যায় এদের।

আজকের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন পেলাম।প্রতিটা কর্মচারী সহযোগীতা পূর্ণ আচরণ করছেন।

বোডিং ইমিগ্রেশন অফিসাররে পাসপোর্ট দিতেই,সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করছেন,ভাই বলে সম্মোধন করছেন।

ইমেগ্রেশন অফিসার বললো আলামীন ভাই বাইতুল্লাহ গিয়ে আমাদের দেশের বন্যাকবলিত মানুষের জন্য দোয়া কইরেন।

কথাটা শুনে আবেগপ্রবণ হয়ে গেলাম,কতটা মায়া নিয়ে বললো।

চেক ইন কিংবা বিমাণে উঠার সময় অনেক মুরুব্বি ভালোভাবে না বুঝলেন,আংকেল বলে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে।

স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশের সবকিছুই সুন্দর।

এই পরিবেশ অব্যাহত থাকুক আজীবন।


সংগৃহীত

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৯

কামাল১৮ বলেছেন: আগেও এমন অনেক দেখেছি।কয়েক দিন পর চির চেনায় ফিরে আসে।জনগনের চেতনার পরিবর্তন না হলে ভালো কিছু আশাকরা ভুল।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: এয়ারপোর্ট ম্যানেজমেন্ট এখন জাপানিদের হাতে । আমি ভিন্ন কিছু আশা করিনা ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০

কামাল১৮ বলেছেন: ক্ষমতায় যারা বসছে ছাত্র দুইজন ছাড়া বাকি সবাইকে আমরা বহু দিন থেকেই চিনি।তাদের দৌড় আমাদের জানা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: কারা সেই দুজন ।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

সোহানী বলেছেন: অসম্ভব ভালো লাগছে। দেশের পরিবর্তন শুরু হয়েছে সর্বত্র।

বাটপার, চোর, ধান্ধাবাজদের কবল থেকে মুক্ত হোক দেশ।

আর দেশের ভালো দেখে উপরে কামাল সাহেবের খুব কষ্টে যাচ্ছে দিন। কারন তার এবং সোনাগাজির কাছে দেশ থেকে দল বড়, আর তারচেয়েও বড় তাদের চুরনী নেত্রী। এরা দু'জন মনে হয় ভালোই মালপানি কামিয়েছে। যদিও ব্লগের বাকিরা গা ঢাঁকা দিয়েছে ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: :``>> হা হা হা । আমারও খুব ভাল লাগছে ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: খুবই ভালো খবর। জেনে আসলেও অনেক ভালো লাগছে। :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: আমরা আশাবাদী ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০

হাবিব ইমরান বলেছেন:

সোহানী বলেছেন: .......... আর দেশের ভালো দেখে উপরে কামাল সাহেবের খুব কষ্টে যাচ্ছে দিন। কারন তার এবং সোনাগাজির কাছে দেশ থেকে দল বড়, আর তারচেয়েও বড় তাদের চুরনী নেত্রী।.......

:D

তারা এত এত সত্য জানার পরেও দোষ স্বীকার করতে রাজি না। দলকানা টাইপ মানুষ। দুর্নীতি, গণহত্যা, ভোটচুরি এগুলা ওনাদের স্পর্শ করে না। অথচ এগুলা স্পষ্ট। ওনারা এই আন্দোলনেও পাকিস্তানিদের দোষ দিয়ে যায়। :D
কেমন মানুষ ওনারা?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রেল স্টেশনগুলোতে চেঞ্জ আসলে বলবো - সত্যিকার পরিবর্তন এসেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: রেলে পরিবর্তন এসেছে , পড়েছি খবরে ।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কুত্তার লেজ সোজা হলেই ভালো। আদৌ সোজা হবে কি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: এটা বড়ই কঠিন প্রশ্ন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.