নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০১

বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধে এ পরামর্শ দিয়েছেন তিনি। এই নিবন্ধটি রোববার (৮ সেপ্টেম্বর) দৈনিক প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে।

নিবন্ধে ড. এম সাখাওয়াত হোসেন জানান, ‌বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ।

তিনি বলেন, মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য-সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে।

সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ও চিন্তাবিদেরা অনেক আগে থেকেই দ্বিকক্ষবিশিষ্ট সংসদের দাবি করে আসছেন। এটি শুধু সময়ের দাবিই নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক। উপমহাদেশ ও সার্ক দেশগুলোকেও যদি আমরা বিবেচনায় নিই তাহলে দেখব, একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বিদ্যমান।

নির্বাচন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ফেডারেল রাষ্ট্র কাঠামো বাংলাদেশের সংস্কারের অন্যতম দিক হওয়ায় নির্বাচন ব্যবস্থাপনাকেও সংস্কারের আওতায় আনতে হবে। পরিবর্তন করতে হবে নির্বাচন আইন এবং ভোটের পদ্ধতির। সম্পূর্ণ ‘ফাস্ট পাস্ট দ্য পোস্ট’ বা ওয়েস্ট মিনস্টার পদ্ধতির পাশাপাশি প্রাদেশিক ও জাতীয় সংসদের জন্য ৫০ শতাংশ ‘পিআর’ বা আনুপাতিক হারে প্রতিনিধিত্ব ব্যবস্থা গ্রহণ হলে জাতীয় সংসদ একদলীয় শাসনের কেন্দ্রে পরিণত হবে না বলে মনে করি। তবে আমি সম্পূর্ণ নয়, অর্ধেক আসনে আনুপাতিক নির্বাচনের পক্ষপাতী। এ ব্যবস্থা নেপালে রয়েছে।

পুলিশ প্রশাসনের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশকে ফেডারেল রাষ্ট্র করতে গেলে পুলিশ প্রশাসনকেও বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রে বিশেষ পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স থাকবে। পুলিশের তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় পুলিশ কমিশন গঠন করতে হবে। কেন্দ্রীয় অনুসন্ধান ইউনিট (সিবিআই) নামক বিশেষ বাহিনীরও প্রয়োজন রয়েছে। ২০০৭-০৮ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিচারপতি নিয়োগে পর্ষদ গঠনের বিষয় নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে। অতীতে বিচার বিভাগ সরকার দ্বারা প্রভাবিত হয়েছে। কারণ, বিচারপতিদের নিয়োগ পদ্ধতিটি ছিল ত্রুটিপূর্ণ। বিচার ব্যবস্থাকে অবশ্যই স্বাধীন করতে হবে বলেও মত দেন তিনি।

চীন দেশে বিকেন্দ্রীকরণ করে খুব উপকার পেয়েছে তারা । এতই উন্নতি করেছে ওরা যে আমার ৪০ বছরের পুরাতন বেইজিং আমি নিজেই চিনতে পারিনা । ক্ষমতা , উৎপাদনের স্থানীয়করন এই গল্পের সার অংশ । আমিতো দেখি বাংলাদেশে বিকেন্দ্রীকরণ খুব কাজ দেবে ।

কপি দেশি নিউজ থেকে ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭

জুল ভার্ন বলেছেন: আজাইরা চিন্তা "নাই কাজ- খৈ ভাজ"!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

শাহ আজিজ বলেছেন: B-)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

খাঁজা বাবা বলেছেন: আমরা উপজেলা চেয়ারম্যানকেই কাজের সুযোগ দিতে পারনি না, প্রাদেসিক সরকার কিভাবে কাজ করবে? ক্ষমতা ভাগাভাগি কিভাবে হবে?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: ক্ষমতা আর সেক্রেটারিয়েটে ঝুলে থাকবে না । এটা ঐ প্রদেশে চলে যাবে ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: গোলাম আযমের পোলার জাতীয় সঙ্গীত বদলানোর কথা শুনে মেজাজ খারাপ করে আমিও গরম গরম আরেকটা পোষ্ট দিছিলাম। অনেকে সহমত হয়েছেন, আাবার গালিও খাইছি।

কিন্তু শাখাওয়াত আংকেলের প্রবলেম টা কি? গাছের মইদ্দে লাছা লাগানো শয়তানের মত উনিও কি শুরু করলেন?

কাগু, দেশটারে খাড়া হইতে দেন না। এরপর দুই তলা তিন তলা সংসদ, ফ্লাইওভারওয়ালা সংসদ, ডিজিটাল সংসদ সব বানাইয়েন। আগে দেশটা একটা ফর্মে আসুক, ভোটের মাধ্যে গণতান্ত্রিক একটা সরকার গঠিত হোক তারপর বড় বড় বক্তৃতা দিয়েন।
(নাকি তার আগেই মইরা যাইবেন মনে কত্তেসেন?)

মনে রাইখেন, তাড়াহুড়ার কাম শয়তানে করে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: আগে প্রাদেশিক সিস্টেমে আসতে দেন তারপর আলাপের সুযোগ পাওয়া যাবে ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১

রিফাত হোসেন বলেছেন: কপি পেস্ট হলেও খারাপ বলেন নাই। পরিবর্তন করে দেখতে সমস্যা দেখছি না। কত কিছুই তো শেখ কন্যার আমলে দেখলাম, এটাও দেখে ধন্য হই!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

শাহ আজিজ বলেছেন: উত্তম প্রস্তাব ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

আমি সাজিদ বলেছেন: আমি তো বলবো, চমৎকার প্রস্তাব।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২১

কামাল১৮ বলেছেন: সবই ঠিক আছে।কিন্তু আইন পরিণত করতে সংসদ লাগবে। আগে সংসদ নির্বাচন হোক তার পর এই সব করা যাবে।গাই না কিনে দুধের পাতিল কিনে লাভ নাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: প্রস্তুতি নিতে দোষ কোথায় । জেলা কাঠামো তো আছেই । ওটা আইনে কনভার্ট করলেই হবে । এখন জন উন্নয়ন প্রকল্প আন্তকালিন আদেশেই হবে ।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় মন্দ হবেনা।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: তাই হোক ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

আহলান বলেছেন: অবশ্যই বিকেন্দ্রিকরণ করতে হবে। সেটা যেভাবেই হোক। সব কিছু রাজধানীমূখী খবুই বিরক্তিকর। এমনকি ভিক্ষা বৃত্তিও রাজধানী মুখি ... । ঢাকার আশে পাশে বিস্তির্ন অঞ্চল জুড়ে এমন কোন জলাভূমি, খাল, নদী নালা জায়গা বাকি নাই যা আবাসন ব্যবসায়িদের দখলে চলে যায় নাই। একটাই কারণ- সবাইকে ঢাকায় মরতে হলেও আসতে হবে .... এই মানসিকতা ও ব্যবস্থার পরিবর্তন চাই।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: সঠিক অনুধাবন ।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮

ক্লোন রাফা বলেছেন: খুব বাজে সিদ্ধান্ত এটা ! শাখওয়াত সাহেব নিতান্ত ভদ্রলোক তাই হয়তো বুঝতে পারছেননা। ফেডারেলে বিভক্ত করলে বিদেশি শক্তির জন্য উস্কানি দেওয়া খুব সহজ হবে। একেকটা ইস্যুতে ফেডারেল সরকার স্বাধীনতা ঘোষণা করবে! এক ইউনিট করেই সমস্যার সমাধান হয়না আর পৃথক করলে’তো কথাই নেই। ফেডারেল করলে পরাশক্তিগুলো বেশি ইন্টারফ্যায়ার করার সুযোগ পাবে। ধন্যবাদ.....।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১২

শাহ আজিজ বলেছেন: সাখাওয়াত সাহেব বুঝতে পারছেন না এই শব্দ আর উচ্চারন করবেন না । তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন বাংলাদেশ আর্মিতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.