নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এর মধ্যেই ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে।
বলা হচ্ছে, ভারতের অরুণাচল প্রদেশের অন্তত ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয় অঞ্চলটিতে নিজেদের ঘাঁটিও গেড়েছে জিনিপিং বাহিনী।
অরুণাচলের স্থানীয় সংবাদমাধ্যম অরুণাচল-২৪ ও নিউজিফাইয়ের প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা পিএলএ সেনারা অরুণাচলের অন্তত ৬০ কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্পও স্থাপন করে। সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রঙ ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক এক সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাট স্থাপন করেছিল।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চীনা সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন একে দেয়। যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে। খবরে বলা হয়, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ছাড়া চাগলাগাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকরু পাসের অবস্থান।
কালবেলা কপি
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫১
শাহ আজিজ বলেছেন: আমরা দুজনিই বাংলাদেশে , সত্য জানার উপায় নেই মিডিয়ার উপর নির্ভরশীলতা ছাড়া ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত চীনের সাথে ব্যস্ত থাকলে আমাদের জন্য ভালো হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: হুম ভারতের সকল প্রতিবেশীই খুশি হবে এই ঘটনায় ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৫
অস্বাধীন মানুষ বলেছেন: সাবাস একটা কাজের কাজ করেছে চিনা। আজ হোক আর কাল অথবা একশত বছর পর হলেও ভারত ভাঙ্গবেই ।
আমার কথাটা বিশ্বাস করবেন কিনা জানিনা তবে এটাই সত্য ।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: আমি বিশ্বাস করি ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৯
কামাল১৮ বলেছেন: বাংলাদেশে কবে প্রবেশ করবে সেই চিন্তা করেন।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: না ওরা বাংলাদেশে ঢুকবেনা চীনারা ঢুকবে ত্রিপুরা আর মনিপুর দখল নিতে । ম্যাপ দেখুন চীনারা কি কৌশলে এগুচ্ছে ।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলেন মামা খুব ভয়ের কথা। যত যাই হোক আমাদের সতর্ক থাকতে হবে বলা যায় না কখন আবার মাথাচাড়া দিয়ে আমাদের দেশে ঢুকে যায়। আহারে ব্লগের মধুরা আমাকে প্রথম পাতায় লিখতে দিচ্ছেনা দীর্ঘ তিন বছর ধরে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪১
শাহ আজিজ বলেছেন: বলেন কি ? আসেন কোটা আন্দোলন শুরু করি ।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪৪
কামাল১৮ বলেছেন: চীন ঢুকবেনা,চীনের সমর্থনে কুকি চীন ঢুকবে।শুরু হবে প্রক্সিযুদ্ধ। একদিকে চীন অন্য দিকে আমেরিকা।যেমন চলছে ইউক্রেনে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৪
শাহ আজিজ বলেছেন: হুম , তবে তাই হোক । ভারত ভেঙ্গে টুকরো হোক ।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৫৫
কাছের-মানুষ বলেছেন: চীন সম্মুখযুদ্ধে যাবে না, তারা সবসময় কুকিদের অস্ত্র সরবরাহ করে আসছে। চীন প্রক্সি যুদ্ধ চালাচ্ছে এবং মাঝে মাঝে উস্কানিমূলক কাজ করবে এখন যেমন করছে। চীন একটি সম্প্রসারণমুখী জাতি, যেমন আমার এক ভিয়েতনামী বন্ধু বলেছিল, তাদের অনেক এলাকা একটু একটু করে চীন দখল করে নিয়েছে, যেমন ভারতের লাদাখ ইতিমধ্যে এলএসি বরাবর অনেকটা অংশ নিজেদের দখলে নিয়েছে চীন। ১৯৮৫ সালের মানচিত্র অনুযায়ী, ভিয়েতনামের অনেক অংশ এখন চীনের মধ্যে চলে গেছে বলে আমার বন্ধু জানিয়েছিল। চীন সরাসরি ভারতের বিরুদ্ধে যাবে না, তবে কুকি এবং অন্যান্য বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে। ড্রোনসহ বিভিন্ন আক্রমণও চীনের সমর্থনেই হচ্ছে, নয়ত কুকিরা গত কয়েক বছর ধরে এতটা আগ্রাসী হয়ে পরিবেশ গরম রাখতে পারত না।
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৬
শাহ আজিজ বলেছেন: জানলাম , আরও কিছু জানা থাকলে লিখুন , ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৮
জিএমফাহিম বলেছেন: অরুণাচলের ইউনিয়ন মিনিস্টার কিরেন রিজিজু এই ক্লেইমকে রিজেক্ট করছে (সোর্স)