নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।।চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা Zhang yue ming

৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২১




১৯৮৩ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করা ঝাং Zhang yue ming একজন চীনা ইন্টারনেট উদ্যোক্তা। তিনি ২০১২ সালে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। ৪১ বছর বয়সে এসে ঝাং ইয়েমিং চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ নামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম ধনী ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন ঝাং।

ঝাং ইয়েমিং গত বছরের শীর্ষ ধনি ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। বোতলজাত পানি ও সফট ড্রিংঙ্ক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং ২৪ শতাংশ সম্পদ হারিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রে টিকটক আইনি সমস্যায় পড়লেও বিশ্বব্যাপী ২০২৩ সালে বাইটড্যান্সের রাজস্ব ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে। এ বিষয়টি ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে নিয়ামক হিসেবে কাজ করেছে।

হুরুনের প্রতিবেদনে চীনে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা কমছে বলে জানা গেছে। ঝাং ও ঝং এর পর তালিকার তৃতীয় নাম টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।

Zhang yue ming ২০২১ এর নভেম্বরে বাইটড্যান্সের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তিনি। তবে এই পদ ছাড়লেও, এখনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি মালিকানা তার দখলেই রয়েছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে বড় ভাই এসব বাদ দিয়ে চিনে আপনি যেসব জিং জিং পিংপং করেছে সেগুলো লেখেন পোলাপান পড়ে মজা লুটুক।

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৯

শাহ আজিজ বলেছেন: আমি এসব লিখতে পারি না , সরি

২| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৩

আমি সাজিদ বলেছেন: মিনিট বিনোদনের ব্যবসা করে শীর্ষ ধনী। দুনিয়া কত পরিবর্তন হয়ে গেল!

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৮

শাহ আজিজ বলেছেন: সঠিক বাজার ব্যাবস্থা বুঝে প্রোডাক্ট ছাড়লে তা মার্কেট পাবে ।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৫

নাহল তরকারি বলেছেন: শাহ্ সাহেব, আপনার লেখা সবসময় এক অন্যরকম উপলব্ধির জায়গায় পৌঁছে দেয়। Zhang Yiming-এর মতো উদ্যোক্তাদের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় এবং প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে এগিয়ে যেতে হয়, তা শিখায়। এই আধুনিক প্রযুক্তির যুগে টিকটকের মতো প্ল্যাটফর্মের সাফল্যের পেছনে একজন উদ্যোক্তার সংগ্রাম এবং পরিকল্পনা সম্পর্কে জানা ছিল দারুণ অভিজ্ঞতা। আপনার লেখার মাধ্যমে আমরা নতুন দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলোকে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এমন তথ্যসমৃদ্ধ একটি পোস্ট শেয়ার করার জন্য!

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: আমি চেষ্টা করি নতুন কিছু তুলে আনতে যাতে আমাদের তরুণরা উজ্জীবিত হয় নতুন কিছু করতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.