নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে খুলছে খাগড়াছড়ি ও সাজেকের দুয়ার। খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন এতে স্বস্তি ফিরেছে পর্যটক ও পর্যটনব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির জেলা প্রশাসক মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটকরা পাহাড়ি এ জেলার সব পর্যটন স্থানের পাশাপাশি যেতে পারবেন সাজেকও।এতে করে দীর্ঘ একমাস পর এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ নানান সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন পর্যটন ব্যবসায়ীরা।
এখানকার গাড়ি চালকরা জানান, এটাই তাদের জীবিকা। শুধু তাই নয়, প্রতিদিন নতুন নতুন মানুষকে পাহাড়ি সৌন্দর্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো তাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় তারা বেশ আনন্দে আছেন।
হোটেল ও মোটেল মালিকরা বলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞায় গত একমাসে খাগড়াছড়িতে পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার লোকসান হয়েছে। এবার তা কাটিয়ে উঠতে চান তারা।
আমিও সাজেক যেতে চাই । রাঙ্গামাটি গিয়েছি কিন্তু অন্য পর্যটন স্থানগুলো দেখা হয়নি । এবার ঘুরে ঘুরে দেখব সব ।
০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৭
শাহ আজিজ বলেছেন: বাহ , বেশ তো ।
২| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭
মুনতাসির বলেছেন: এখন ক্যামন তা জানা হয়নি কিন্তু দারুণ জয়গা। ভাল লাগাড় কথা। আমরা ক্যাম্প করে ছিলাম। তখন রাস্তা কেবল হচ্ছে। কোন হোটেল ছিলনা।
০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮
শাহ আজিজ বলেছেন: শুনেছি বেশ ভাল করেছে ।
৩| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
সৈয়দ কুতুব বলেছেন: ভালো খবর!
০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
প্রামানিক বলেছেন: সাজেক যাওয়া হয় নাই
০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
শাহ আজিজ বলেছেন: যাও , ঘুইরা আসো ।
৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একবার ঘুরান্টি দিয়ে আসুন মুরব্বি।
০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৯
শাহ আজিজ বলেছেন: হ্যা , ঘুরতে যাব , ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
মুনতাসির বলেছেন:
২০০৬ এ গিয়েছিলাম। লাভ ইন সাজেক লেখাটা ছেপেছিল নকশা। বন্ধু পল্লাব এর লেখা।