নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত সৌদি আরব। আর সেই বৃষ্টিই কাল হলো সৌদির জন্য।ভারী বৃষ্টিপাতের দরুন আকস্মিক বন্যার মুখে পড়েছে দেশটি।বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, জেদ্দা শহর এবং এর আশেপাশের এলাকাসহ মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বদর প্রদেশের আল-শাফিয়ায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে মদিনার মসজিদে নববীর কেন্দ্রীয় হারাম এলাকায়, যেখানে ৩৬.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এ ছাড়া কুবা মসজিদের কাছে ২৮.৪ মিমি বৃ পা ত হয়েছে।
গালফ
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: কয়েক বছর আগে এর শুরু ।
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩১
সৈয়দ কুতুব বলেছেন: এসব আল্লাহ তাদের উপর গজব দিচ্ছেন। নবীর দেশে নগ্ন মহিলা নাচানাচি ছি :
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: হুম, হয়ত তাই ।
৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬
কামাল১৮ বলেছেন: আবহাওয়া পরিবর্তনের ফল।যা মানব সৃষ্ট।পরিবেশ নষ্ট করেছে মানুষ ফলতো তাকে ভোগ করতেই হবে।
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: হ্যা তাই বটে ।
৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জিনিসটা আসলে বুঝলাম না, ভাইয়া!!! রেড এলার্টের কথা আমিও শুনেছি। কিন্তু, ফ্লাড চোখে পড়েনি মদীনাতে!!! মদীনা টু হাইল দীর্ঘ প্রায় ৪০০ কিলোমিটার এলাকার ধুধু মরুভূমি! ফ্লাডের কোন চিহ্ন দেখি নাই!
তবে, মক্কায় কিছু সময়ের জন্যে হয়েছে এটা ঠিক। এটাকে ফ্লেশ ফ্লাড বলে।
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: আমরা মিডিয়ার উপর নির্ভরশীল ।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮
এ পথের পথিক বলেছেন: দুঃখজনক ব্যাপার ।
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫০
শাহ আজিজ বলেছেন: হুম আসলেই কষ্টের ।
৬| ১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৫
কলাবাগান১ বলেছেন: লসএন্জেলস আগুনে পুড়ে যাচ্ছে আর এখানে ওয়াশিংটন ডিসিতে রাত ২:১৫ এর সময় এর ছবি ...সাদা বরফে আলো প্রতিফলিত হয়ে চারিদিকে একটা সকালের ফর্সার মত যদিও গভীর রাত।
১২ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
শাহ আজিজ বলেছেন: আপনি একটু ভিন্ন ধরনের মন্তব্য করেছেন , বুঝতে পারলাম না !!!!
৭| ১২ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৪
নতুন বলেছেন: মধ্যপ্রাচ্যে ড্রেনেজ ব্যবস্থার তেমনটা ভালো নাই। তাই এরকমের ভারী বৃস্টিতে পানি জমে যায়।
১২ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০
শাহ আজিজ বলেছেন: আমি আরব যাইনি কখনো তাই এ সম্পর্কে জানিনা তেমন । আরও একটু বিস্তারিত খুলে বলুন তো ।
৮| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: আমার মন বলছে এই বন্যা স্থায়ী হবে না। ২৪ ঘন্টার মধ্যে পানি নেমে যাবে।
৯| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৪
নতুন বলেছেন: দুবাই সহ মধ্যপ্রাচ্যের সব খানেই বছরে খবই কম বৃস্টি হয়। তাই রাস্তাঘাট বানানোর সময়ে বড় বৃস্টি হলে কি হবে সেই পরিকল্পনা তাদের ছিলো না।
এখানে ওভার ব্রিজ, রাউন্ড এবাউট অনেক তাই রাস্তা আকাবাকা করে নেবার সময় নিচু স্থানের বাক গুলিতে পানি জমে যায় বৃস্টি র সময়ে।
২০২৩ এ ১৫০ মিলি বৃস্টি হয়েছিলো এবং জলাবন্ধতায় ৩০-৫০ হাজার গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছিলো।
সরকার ঐ বৃস্টির পরে ২ বিলিওন দিরহামের প্রকল্প হাতে নিয়েছে বৃস্টির পানিতে এমন বিপদ এড়াতে।
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩
শাহ আজিজ বলেছেন: ভাল তথ্য দিলেন ।
১০| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৩
কলাবাগান১ বলেছেন: এরকম উল্টাপাল্টা আবহাওয়ার জন্য ক্লাইমেট চেন্জ দায়ী..আমার কমেন্টে সেটাই বলতে চেয়েছি
১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৮
নাহল তরকারি বলেছেন: আহারে.....। ওদের কত কষ্ট!! ওরা তো কোন সময় বন্য কবলিত হয় নি।