নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিশোসিয়েটিভ ডিসঅর্ডার হলো এমন এক ধরনের রোগ, যেখানে রোগীর মধ্যে একাধিক সত্তার উপস্থিতি লক্ষ্য করা যায়। এ রোগী নিজের স্মৃতি, ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য হারিয়ে ফেলেন। আর সাময়িককালের জন্য পরিচিত অথবা সম্পূর্ণ অলীক কোন স্মৃতি, ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য ধারণ করেন।
এ রোগে আক্রান্ত ব্যক্তি নিজের চিন্তা চেতনার সঙ্গে পারিপার্শ্বিক কাজ এবং নিজের সত্তার মধ্যকার যোগসূত্র হারিয়ে ফেলেন। ফলে রোগীর ব্যক্তিসত্তার বা অস্তিত্বের সংকট প্রকাশ পেতে থাকে।
এ রোগে রোগী নিজেকে অন্য কেউ ভাবতে শুরু করেন। ফলে রোগীর কথাবার্তা, চালচলন, আচার আচরণে পরিবর্তন আসে। এর মানে রোগীর মধ্যে একাধিক সত্তার উপস্থিতি প্রকাশ পায়। যখন মানুষের মধ্যে একাধিক সত্তার উপস্থিতি লক্ষ্য করা যায়, তখন তাকে মানসিক ডিজঅর্ডার বলা হয়।চিকিৎসক এবং সাইকোথেরাপি প্র্যাকটিশনার অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া মনে করেন, যারা ট্রমা অনুভব করেন, তাদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। যেমন: সহিংসতা বা অন্য ধরনের মানসিক চাপ। আবার স্মৃতিশক্তি হারানোর কারণে এ রোগ হতে পারে। রোগী হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলে ভাবতে পারেন, আমি কে? আমি কোথায় আসলাম? আবার রোগীর মনে হতে পারে, অনেক মানুষের ভিড়ে নিজেকে তো খুঁজে পাচ্ছি না। এসব চিন্তা ভাবনার স্থায়িত্বকাল কিছু সময় কিংবা দীর্ঘ সময়ের জন্যও হতে পারে।
ডা. সানজিদা শাহরিয়ারের মতে, এটি একটি মানসিক রোগ, যা রোগীর ব্যক্তিত্বে দ্বৈততা আনয়ন করে। ফলে রোগী সাময়িক কালের জন্য পরিচিত অথবা সম্পূর্ণ অলীক কোনো ব্যক্তিত্ব ধারণ করে থাকেন। এ রোগের লক্ষণ হলো:
১. ব্যক্তিগত তথ্য ভুলে যাওয়া।
২. নিজেকে বিচ্ছিন্ন ও বিষণ্নতা বোধ করা।
৩. নিজের মধ্যে হতাশা কাজ করা।
৪. নির্দিষ্ট সময় বা ঘটনা ভুলে যাওয়া।
৫. কাজের চাপ ধারণ করতে না পারা।
৬. সামান্য শারীরিক কষ্ট বা ব্যথা অনুভব না করা।
৭. চারপাশের মানুষ সম্পর্কে অসংগত ধারণা পোষণ করা।
৮. নিজের আবেগ ধারণ করতে না পারা।
৯. মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় থাকা। কারো মধ্যে এমন আচরণ প্রকাশ পেলে, তাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে ।
ব্লগে কোন ডাক্তার থাকলে এ বিষয়ে আরও আলোচনা করার অনুরোধ করি ।
১২ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সৈয়দ সাহেব ।
২| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: এই রোগ আমার আছে।
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৯
শাহ আজিজ বলেছেন: কোন রোগ তোমার নাই লিস্টি দাও ।
৩| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি মাঝে মাঝে মানুষের নাম ভুলে যাই। কালকে আমার জামাই কইতাছে আমার ডিরেক্টর মেডামের নাম কী। নাম মনেই করতে পারলাম না। রাতে সোফায় বসে মনে হইছে যে উনার নাম সেলিনা আক্তার
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০
শাহ আজিজ বলেছেন: আমিও বেশ ভুগেছি , এখন ভাল আছি ।
৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
শায়মা বলেছেন: কি ভয়ংকর রোগ!!!
নিজেকে আমি বিশাল স্মৃতিধর মনে করি কিন্তু এমন রোগে ধরলে তো স্মৃতি ধরা বেরিয়ে যাবে!
১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩১
শাহ আজিজ বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭
সৈয়দ কুতুব বলেছেন: যাক আমার কোন সিন্ট্রোম নেই। ধন্য কাগু!