নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। মরনরে তুহু মম শ্যাম----

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২০



একজন বয়স্ক রোগীর আকস্মিক মৃ'ত্যুর পর বিজ্ঞানীরা তার মস্তিষ্কের বিরল তথ্য সংগ্রহ করতে সক্ষম হন। ওই ব্যক্তির চিকিৎসা চলাকালীন সময় ৮৭ বছর বয়সী কানাডিয়ান ব্যক্তি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মা'রা যান। তখন তার মস্তিষ্কের তরঙ্গের পরিবর্তন লক্ষ্য করা যায় যা সাধারণত স্বপ্ন দেখা, অতীত স্মৃতিচারণ এবং ধ্যান করার সময় ঘটে থাকে। এই গবেষণা থেকে বোঝা যায় যে, মৃত্যুর আগে মানুষের চোখের সামনে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভেসে উঠতে পারে। এই বিষয়টি আগে শুধু নিকট-মৃ'ত্যু অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের কাছ থেকে শোনা গেছে, তবে এবারই প্রথমবারের মতো এর বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেল। যদিও এটি একটি মাত্র কেস স্টাডি, তাই এই ঘটনাটি কতটা সাধারণ বা মানুষের অভিজ্ঞতা কেমন হতে পারে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

২০১৬ সালে বিজ্ঞানীরা এই ঘটনাটি পর্যবেক্ষণ করেন, যখন ওই ব্যক্তি মৃগী রোগের কারণে মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপের জন্য ইইজি (EEG) পরীক্ষা করাচ্ছিলেন। পরীক্ষার মাঝেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, ফলে গবেষকরা প্রথমবারের মতো একটি মৃত্যুপথযাত্রী মস্তিষ্কের কার্যক্রম রেকর্ড করতে সক্ষম হন। মোট ৯০০ সেকেন্ডের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা হয়, যেখানে হৃদযন্ত্র বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড আগে ও পরে মস্তিষ্কে ব্যতিক্রমী তরঙ্গের প্রবাহ লক্ষ্য করা যায়। গবেষক দলের প্রধান, নিউরোসার্জন ড. আজমল জেম্মার জানান, এই বিশেষ মস্তিষ্কের তরঙ্গকে গামা ওসিলেশন বলা হয়, যা সাধারণত স্মৃতিচারণের সময় দেখা যায়।

মস্তিষ্কের তরঙ্গ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত, এর মধ্যে গামা তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি (৩০-১০০ হার্টজ)। সাধারণত এটি মানুষ যখন অতীত স্মৃতি মনে করে বা স্বপ্ন দেখে, তখন সক্রিয় হয়। এছাড়াও, গবেষণায় দেখা গেছে, মৃত্যুর আগে অন্যান্য তরঙ্গ যেমন ডেল্টা, থিটা, আলফা ও বিটা তরঙ্গও সক্রিয় ছিল তবে গামা তরঙ্গই স্মৃতিচারণের বিষয়টি নির্দেশ করে। গবেষকরা মনে করেন, মৃ'ত্যুর সময় মস্তিষ্ক শেষবারের মতো গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো পুনরায় দেখার চেষ্টা করে। এর আগে ইঁদুরের ওপর করা গবেষণায় দেখা গেছে, তাদের মস্তিষ্কেও মৃত্যুর আগে একই ধরনের গামা তরঙ্গ সক্রিয় হয়। ফলে এটি কেবল মানুষের নয়, সমস্ত স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও এই স্মৃতিচারণের প্রবণতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এক্ষেত্রে নিশ্চিত হওয়া সম্ভব নয় যে ওই ব্যক্তি সত্যিই তার জীবনের মুহূর্তগুলো দেখছিলেন, নাকি এটি শুধুই একটি স্বপ্নের মতো অবস্থা ছিল। উপরন্তু, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন, যা তার মস্তিষ্কের তরঙ্গে প্রভাব ফেলতে পারে। এই গবেষণার ফলাফল ২০২২ সালে প্রকাশিত হয়, কারণ বিজ্ঞানীরা আরও মৃ'ত্যুপথযাত্রীদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু নতুন কোনো তথ্য পাননি। তবে তারা মনে করেন, এই আবিষ্কার আমাদের প্রিয়জনের মৃত্যু সংক্রান্ত দুঃখ কিছুটা লাঘব করতে পারে। গবেষক জেম্মার বলেন, "যখন আমাদের প্রিয়জনরা চোখ বন্ধ করে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তখন হয়তো তাদের মস্তিষ্ক জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো পুনরায় দেখতে থাকে।"

✍️ Imam Hossain Anjir
Team Science and Experiment

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনি এখন কার সাথে থাকেন ? আপনার মেয়ের পরিবারের সাথে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: ২০১৭ থেকে মেয়ের সাথেই থাকি । তার আগেই আমি জানতাম ও টিকবে না । মেয়ের পছন্দের পাত্রের সাথে বিয়ে দিলাম । ছেলেটি বেশ অভিমানি তার মাকে নিয়ে । করোনা টাইমে সে ভাগল একদম কানাডায় সোজা । খুব একাকি লাগে এবং থাকি । তবুও থাকতে হয় , এটাই জীবন ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২১

কামাল১৮ বলেছেন: একজন বান্ধবিও নাই সাথে থাকার মতো।মেয়ের সাথেইতো থাকতেন জানতাম।কিছুদিন আগেও কক্সবাজার সমুদ্র তীরে ধুরার ছবি দেখলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: মেয়ে ওসব ব্যাপারে খুব টাইট দিয়ে রাখে । সে চায়না আমি কোন সম্পর্কে জড়াই হা হা হা -------

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৪

জুন বলেছেন: শাহ আজিজ ভাই আমিও এই নিউজটা আজ পেপারে পড়েছি। ভাবলাম তাও ভালো মৃত্যুর সময় যদি কিছু সুখ স্মৃতি নিয়ে পারি দেয়া যায়। আজরাইল এর কথা শুনলে ভয়ই লাগে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: কিছুকাল আগে আমায় ফুল আনেস্থেশিয়া দিয়ে সার্জারি করল । জেগে ওঠার পর মনে হল এটাই রিয়াল মৃত্যুর স্বাদ । নানা রকম গোঁজামিল দিয়ে মৃত্যুর বয়ান আসলেই সত্যি না ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: মৃত্যুর আগে মানুষ তার অতীত কিছুটা দেখিতে পায়। ছোটবেলা থেকেই এসব শুনে বড় হয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.