নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কি বললেন ট্র্যাম্প

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৩




দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। এ সময় একে অপরকে আলিঙ্গন করেন ও হাত মেলান ট্রাম্প-মোদি।দুই নেতা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এমন এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, 'বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমন কী, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি?'

জবাবে ট্রাম্প বলেন, 'এ ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে, শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর (মোদির) হাতে ছেড়ে দিচ্ছি।'

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কোট করা অংশ নিয়ে তো আজকে সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে। কেউ বলছে ভাষণের কথা বলেছেন ট্রাম্প আবার কেউ বলেছেন দায়িত্ব দিয়েছেন মোদির কাধে।

প্রায়শই আমার মনে হয় ভারত থেকে ইচ্ছাকৃত ভাবে ডিজইনফোরমেশন ছড়িয়ে অন্য কোন ঘটনা আড়ালে চেষ্টা চলে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: এটা একদিক দিয়ে ট্র্যাম্পের খোলামেলা বক্তব্য । দেখা যাক মুদি কি কি কারবার শুরু করে বাঙ্গালির বিরুদ্ধে । সেভেন সিস্টার নিয়ে আমাদে সোচ্চার হওয়া উচিত ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩০

মেঘনা বলেছেন: মোদির ভারত চায় ইউনুসের বাংলাদেশ মৌলবাদ মুক্ত, ধর্মান্ধতা মুক্ত হোক এবং হিন্দুসহ সংখ্যালঘুদের জন্য বাসযোগ্য হোক। ট্রাম্পও সেটাই চায়।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: মেঘনা@ভারত এত ভালো চায় আমাদের তাহলে বিএসএফ আজকে ভালোবাসা দিবসে কেন ৫ জন কৃষক পেটালো?

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১০

মেঘনা বলেছেন: সৈয়দ কুতুব @ ভারত বাংলাদেশের ভালো চায় নিজের স্বার্থে। কারণ ভারত ভালোভাবেই জানে জঙ্গিবাদ / ইসলামী মৌলবাদ যদি বাংলাদেশ সরকারকে নিয়ন্ত্রণ করে, তবে বাংলাদেশ হবে দ্বিতীয় পাকিস্তান। তখন বাংলাদেশ সরকার নিজের অর্থনীতিকে পঙ্গু করে হলেও ভারতের সাথে প্রক্সি ওয়ার চালাবে এবং ভারতকেও পূর্ব সীমান্তে সামরিক ব্যয় বৃদ্ধি করতে হবে, যা ভারতের অর্থনীতির জন্য ক্ষতিকর।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:০১

কামাল১৮ বলেছেন: ভারত বাংলাদেশ সম্প্রকে ট্রাম বলছে ১৫/২০ সেকেন্ড মোদি বলেনাই ০১ মিনিটও।আমরা বলছি হাজার হাজর মিনিট।একান্তে কি কথা হয়েছে সেটা বোঝা যাবে ভারতের বাংলাদেশ সম্পর্কে কাজ কারবারে।
ভারতিয় মিডিয়া বলছে সামরিক ব্যবস্থা নিতে পারে।আমেরিকার কাছে,বাংলাদেশের থেকে ভারতের গুরুত্ব অনেক বেশি।কোটি কোটি ডলারের চুক্তি হয়েছে।সামরিক এবং বেসামরিক।
ইউনুস যখন ক্ষমতা নেয়, তখন দেশবাসি ভেবেছিলো এই বার দেশে ডলারের বন্যা হয়ে যাবে।ছয়মাস গত হয়ে গেলো ,একটা ডালার আসেনাই এখন পর্যন্ত,ভবিষ্যতেও আশা নাই।তাহলে এই অথর্বেকে ক্ষমতায় রেখে লাভ কি।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ট্রাম্প শেখ হাসিনার বিষয় নিয়ে চিন্তিত নয়। চিন্তিত মোদি।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে সাংঘাতিক সাহেব যে আশা নিয়ে প্রশ্নটি করেছিলেন তার আশা পূরণ হয়নি। আমার কাছে এমনটাই মনে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.