![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশকে বিদ্যুতে আর কোনও ছাড় দিতে রাজি নয় আদানি গোষ্ঠী, খারিজ করা হল ঢাকার অনুরোধ
২০১৭ সালের চুক্তি অনুসারে, ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রফতানি করা হয় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ। অক্টোবরে সেই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে বিদ্যুতের জন্য আর কোনও ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত থেকে। কিন্তু কোনও বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা ঢাকা পাবে না। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানিদের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার।
ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। ২০১৭ সালের চুক্তি অনুসারে, ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রফতানি করা হয় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। তাদের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা। এর পর নভেম্বর থেকে গোড্ডায় একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী। সম্প্রতি গ্রীষ্মের কথা ভেবে আবার আদানিদের কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করেছিল ঢাকা। বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ার কর্তৃপক্ষের কাছে এই মর্মে অনুরোধ জানিয়েছিল। কিন্তু তা খারিজ হয়েছে। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী, ২৫ বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
বিপুল বকেয়া পরিশোধ করার জন্য আদানি গোষ্ঠী ইতিমধ্যে তাড়া দিয়েছে বাংলাদেশকে। অক্টোবরেই তারা একটি চিঠি দেয় বিপিডিবি-কে। সেখানে জানানো হয়েছিল, টাকা না-মেটালে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তার পর তিন মাসের জন্য অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রইল। আবার সম্পূর্ণ সরবরাহ চালু হচ্ছে। সূত্রের খবর, গত মঙ্গলবার এ বিষয়ে বিপিডিবি-র সঙ্গে আদানি পাওয়ারের আধিকারিকদের বৈঠক হয়েছে।
রয়টার্সের সূত্র বলছে, আদানিরা এ বার বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতেও রাজি হয়নি। বিপিডিবি পারস্পরিক বোঝাপড়ার কথা বলেছিল। কিন্তু তাতেও আদানি কর্তারা রাজি হননি। বিপিডিবি-র কোনও কর্তা এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে আদানি পাওয়ারের বকেয়া মেটানোর চেষ্টা চলছে বলে এর আগে দাবি করেছিলেন বিপিডিবি-র চেয়ারপার্সন মহম্মদ রেজাউল করিম।
আনন্দবাজার
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: বলেছে কোথাও ??
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
কামাল১৮ বলেছেন: আমাদের দেশে উৎপাদন খরচ কতো পরে।কারো জানা আছে কি?যদি কম পরে তবে দেশে উৎপাদন করাই উত্তম।নয়তো লোডশেডিং করতে হবে।তাতে কষ্ট হলেও টাকা বাচবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৫
শাহ আজিজ বলেছেন: চুক্তির সময় পড়েছিলাম , এখন মনে নেই , গুগল করে দেখুন , পাবেন ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৯
আহরণ বলেছেন: বাকির মাল ফাঁকি। নগতে বিদুৎ কিনতে হবে।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা এমনভাবে চুক্তি করেছে আমরা বিদ্যুৎ না নিলেও তাদেরকে বিদ্যুৎ উৎপাদনের খরচ দিতে হবে। ২৫ বছর এই বোঝা টানতে হবে। সবচেয়ে বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে। শুধুই ভারতে স্বার্থ রক্ষা করার হয়েছে। হাম্বালীগরা তারপরও খুশি ভারত জিতেছে ভারত জিতেছে...........
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৯
শাহ আজিজ বলেছেন: আপনিই আসল তথ্য ফাস করলেন । এই হচ্ছে ভারতকে তোষণ ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০১
এ পথের পথিক বলেছেন: মাদার অফ অল ডেভিলস খুনি হাসিনা এমন চুক্তি কিভাবে করতে পারল আমার বুঝে আসে না ।
আফসোস লীগ, গুজব লীগ, হাম্বালীগ তাতেই খুশি ।
এসব দেশ বিরোধী চুক্তির বিপরীতে শাহবাগে কোন আন্দোলন দেখিনি ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১
শাহ আজিজ বলেছেন: খুব আশ্চর্যের ব্যাপার যে মুজিব পরিবার কেন এতো ভারত আসক্ত । এই চুক্তি সম্পাদনের সময় আপত্তি করেছিল এদেশের সচেতন মহল । কিন্তু না হাসিনার কাছে ভারতই মুখ্য । এই বিষয়টির কারন উদ্ভাবন হোক । হাসিনাকে আশ্রয় দিয়ে কথা রেখেছে ভারত । রাষ্ট্র হিসাবে ভারত খুব গোলমেলে ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৮
মেঘনা বলেছেন: আদানির সাথে হাসিনার চুক্তি ইউনুস বাতিল করলো না কেন? নাকি এইটাও ২৬ লাখ ভারতীয়র মতো আসিফ নজরুল বাদ প্রোপাগান্ডা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০১
শাহ আজিজ বলেছেন: আস্তে ধীরে জানা যাবে--------অপেক্ষায়--
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: হাসিনা নাই এখন, এরা এখন বিদ্যুতে স্বয়সম্পূর্ন হয়ে দেখাক।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০২
শাহ আজিজ বলেছেন: বিদ্যুৎ নিয়ে সবাই মজা লুটেছে সবসময় ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯
সৈয়দ কুতুব বলেছেন: বিদ্যুৎ তো দিবে বলেছে পুরোটা?