![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি থাকবে নাকি পরিবর্তন হবে, সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষেরই বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা।
সংস্কৃতি উপদেষ্টা সরয়ার ফারুকী বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম কী থাকবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবার সাথে আলাপ করছে। ১০ এপ্রিল সংবাদ সম্মেলন করে তারা তাদের সিদ্ধান্ত জানাবে।
তিনি বলেন, ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে এক বৈঠক শেষে আমাকে ‘মিস কোড’ করা হয়েছে যে, নাম মঙ্গল শোভাযাত্রাই থাকবে।
উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত নাম অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেহেতু তারা এই শোভাযাত্রার আয়োজন করে।
এরআগে অবশ্য গত ২৩ মার্চ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা। সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ নিয়ে মন্তব্য করেন। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৯
শাহ আজিজ বলেছেন: ও একটা অসভ্য , ইতর ।
২| ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৪
নতুন বলেছেন: ‘মঙ্গল শোভাযাত্রা’ কে কি ইসলামী করনের দাবী উঠেছে?
নতুন কি নাম হতে পারে? শান্তি শোভাযাত্রা ?
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৮
শাহ আজিজ বলেছেন: মঙ্গল মঙ্গলই থাকবে । হাফ রাজাকার ফারুকিকে নিয়ে মাথা ব্যাথা নেই ।
৯ দিন ফরিদপুর থেকে এলাম , আপনি কি দেশে আসেননি ?
৩| ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৯
অগ্নিবাবা বলেছেন: এইবার থেকে মুমিনগন কাফের মুনাফিকদের জন্য অমঙ্গল যাত্রা চালু শুরু আরম্ভ করবে। মডারেট মুসলমানগন সাবধান, হিন্দুয়ানী চাল চলন বাদ দেন, মাইর একটাও মাটিতে পড়বে না।
০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫০
শাহ আজিজ বলেছেন: হা হা হা
৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৯
নতুন বলেছেন: ৯ দিন ফরিদপুর থেকে এলাম , আপনি কি দেশে আসেননি ?
এই বছর দেশে যাওয়ার পরিকল্পনা আছে। গতবছর আমি যেতে পারিনাই। ডানা আর শারমিন গেছিলো।
০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৯
শাহ আজিজ বলেছেন: আমি লিফট দিয়ে নামি আর এদিক ওদিক তাকাই নতুনকে দেখা যায় নাকি । অবশ্য আমি আপনার মুখ দেখিনি কখনো ।
৫| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৫
নিমো বলেছেন: @কুতুব, রেইনবো নেশন করতে চাইলে সবাইকেই লাগবে। ফারুকী হচ্ছে নুন ছাড়া তরকারি রান্নার বাবুর্চি। ঈদ মিছিলের ঐরাবত আর ইউনিকর্ন বুঝিয়ে দিয়েছে ফারুকীর দৌড় বদনাঘর পর্যন্ত।
০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৭
শাহ আজিজ বলেছেন:
৬| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫১
ঢাবিয়ান বলেছেন: পহেলা বৈশাখের এই শোভাযাত্রার নাম আগে ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ১৯৯৬ সাল থেকে চারুকলার এই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হিসেবে নামকরন হয়। এই সময়কাল থেকেই ধীরে ধীরে এই শোভাযাত্রাকে ধীরে ধীরে হিন্দুয়ানী সংস্কৃতির রুপ দেয়া শুরু হয়। আশা করি এইবার পুর্বের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামটা আবার ফিরবে। ফারুকি সেই যেই লেভেলের পরিচালক তার এসব ইতিহাস না জানারই সম্ভাবনা।
০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫২
শাহ আজিজ বলেছেন: আমি ৯০এর পর থেকেই এটাতে অংশ গ্রহন করেছি এবং করব। আমার ক্লাসমেটরা এটা প্রতিষ্ঠা করেছে আমাদের সমর্থনে ।
৭| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২১
নাহল তরকারি বলেছেন: আসতাছে পহেলা বৈশাখ। হুজুরের বলবে, এখানে অন্য ধর্মের দেবতাদের স্মরন করা হয়। আমরা তো আল্লাহ ছাড়া অন্য কোন দেবতার স্মরন করি না। তাই আমরা এইটাতে পারটিসিপেট করবো না। আর কিছু লোক বলবে, “এটা বাঙ্গালী জাতি সত্তার সাথে জরিত। এটা আমাদের সংস্কৃতি। এটাতে অংশগ্রহন করা উচিত”
যাই হউক। আমাদের মত বেকার/মধ্যবিত্ত/গরিব মানুষের জন্য সব দিন এক।
০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫০
শাহ আজিজ বলেছেন: আমি ৯০এর পর থেকেই এটাতে অংশ গ্রহন করেছি এবং করব। আমার ক্লাসমেটরা এটা প্রতিষ্ঠা করেছে আমাদের সমর্থনে ।
৮| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৩
নিমো বলেছেন: @ঢাবিয়ান, আপনাদের পেয়ারের আসিফ নামক উপবিষ্ঠা যখন ঐরাবত নিয়ে ঈদ মিছিল করে তখন হিন্দুয়ানি হয় না, অসাম্প্রদায়িকতা হয়। ব্লগের সাদ্দাম নামক আবাল বললো ঢেঁকি নিলেই হয় কারণ প্যাঁচা নাকি লক্ষীর বাহন, অথচ ঐ আবাল জানে না ঢেঁকি হল নারদের বাহন। আবার শীতলা দেবীর বাহন গাধায় আপনারা পেয়ারের রইসা বন্ধু চুমু বাবাকে চড়িয়ে দিয়েছেন। আপনারা এত ছাগল কেন? সবখানে হিন্দুয়ানি দেখার মত মূর্খ কী করে হন। এখানে অসাম্প্রদায়িকতা কেন পাওয়া যায় না?
৯| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: মঙ্গল অমঙ্গল নির্ভর করে আমার কর্মের উপর।শোভাযাত্রায় সাম্প্রদায়িক কিছু না থাকলেই উত্তম।
১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৪
শাহ আজিজ বলেছেন: মঙ্গল কি সাম্প্রদায়িক শব্দ ? একটু খুলে বলুন তো !
১০| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আনন্দ শোভাযাত্রা হোক। মঙ্গলে অনেকের অরুচি।
১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৬
শাহ আজিজ বলেছেন: মঙ্গলে কিছুই অমঙ্গল দেখি না অতএব মঙ্গলই উত্তম ।
১১| ১০ ই এপ্রিল, ২০২৫ ভোর ৬:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আনন্দ শোভাযাত্রা নামটা খারাপ মনে হয় নি।
১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৮
শাহ আজিজ বলেছেন: মঙ্গলও মন্দ নয় । আসুন যার যার স্বাধীনতা ভোগ করি ।
১২| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: ফালতু বিষয় নিয়ে মাতামাতি করা ঠিক না। জরুরী সমস্যা নিয়ে মাতামাতি করলে ভালো।
১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৯
শাহ আজিজ বলেছেন: ফালতু বিষয় ?! এখানে কোনটি ফালতু বিষয় ?
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: ফারুকী কে অনেক প্লান করে বসানো হয়েছে। কারণ জেন-জি তার নাটক দেখে বড়ো হয়েছে, রুম ডেইট শিখেছে, বয়সে বড়ো শিক্ষিকার সাথে প্রেম করা শিখেছে, বাটপারি শিখেছে। এই লোক সংস্কৃতি জগতে আসার পর বাংলা সংস্কৃতির বিকৃতি ঘটেছে।
এবছর মঙ্গল শোভাযাত্রায় সমকামি দের সিম্বল দেখলে অবাক হবো না। ফিলিস্তিনের জন্য প্রতিবাদ করতে নেমে অনেকে দেখলাম সমকামি সিম্বল ব্যবহার করছে।