নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করবো।

২২ শে মে, ২০২৫ রাত ৯:০৬




প্রফেসর ইউনূস এখন কী করবেন? তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে । হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। সর্বশেষ খবর প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করবো।
যত সমালোচনাই হোক, প্রফেসর মুহাম্মদ ইউনূস, জেনারেল ওয়াকার এই সময়ে যার যার অবস্থান থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। সেনাবাহিনী না থাকলে মাঠপরিস্থিতি অনেক আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। আবার আন্তর্জাতিক ইমেজ দিয়ে প্রফেসর ইউনূস লাইনচ্যুত ট্রেনকে লাইনে তুলেছেন। ক্ষমতার লিপ্সা আর উপদেষ্টাদের আত্মঘাতী কূটচাল দেশের পরিস্থিতিকে নাজুক করেছে। তারা দেশের নামও বদলানোর পরিকল্পনায় বিভোর ছিল। ভাবা যায় ! উপদেষ্টা পরিষদ বিতর্কিত হয়ে গেছে। এনসিপি দাবি তুলেছে অন্তত তিনজন উপদেষ্টাকে এখনই পদত্যাগ করতে হবে। এর মধ্যে রয়েছেন ড. সালেহউদ্দিন, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. আসিফ নজরুল। তাদের ভাষায় এরা সবাই বিএনপির সমর্থক। অথচ অভ্যুত্থানে আসিফ নজরুলই ছিলেন সামনের কাতারের এক কৌশলযোদ্ধা। বিএনপি বলছে, সরকারের ভেতরে এনসিপির যে দুজন উপদেষ্টা রয়েছেন তাদেরকেও পদত্যাগ করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে নিরপেক্ষতার স্বার্থে পদত্যাগ করতে হবে। আরও তিনজন উপদেষ্টা আছেন তারা এখন মুখ লুকাচ্ছেন। এর মধ্যে একজন আছেন পারিবারিকভাবে বিএনপির সমর্থক। হালে তিনি রং বদলিয়েছেন। এই পরিস্থিতিতে কীভাবে একটি সরকার নির্বাচন পরিচালনা করবে। অস্বস্তি নিয়ে কি প্রফেসর ইউনূস দায়িত্ব পালন করতে পারবেন? যাইহোক, এখনো যদি অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, নির্বাচনের দিকে না যায় তাহলে পরাজিত শক্তি আবারো দৃশ্যপটে হাজির হতে পারে। পাল্টে যেতে পারে পরিস্থিতি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে এমনটাই হবে এতে কোনো সন্দেহ নেই। অবস্থা এখন এমনই- হয় ভালোর দিকে যাবে, না হয় জাতিগত বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে। যা আমরা কেউই চাই না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৫ রাত ৯:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই দেশের মানুষ যখন কপালের উপর ভরসা করে বসে থাকতে ভালবাসে খুব দেখবে একদিন আরো দু:সময় ঘ্রাস করে আছে। এতো সমন্বয়হীনতা কি করে একটা জাতিকে শান্তি ফিরিয়ে দিবে! যতই দিন যাচ্ছে একে অপরে হানা-হানি ভারছে; যেখানে সবাই এক সাথে কাজ করার কথা। সকল লোভ ঠেলে দিয়ে একটা স্বনির্ভর জাতি গঠনে মন দিবে তানা সংঘাতের দিকে যেতে পছন্দ করছে সবাই। সবার মনে দেশ প্রেম জাগ্রত হউক।

২২ শে মে, ২০২৫ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: সঠিক বয়ান । ধন্যবাদ সুজন ।

২| ২২ শে মে, ২০২৫ রাত ৯:২৬

সৈয়দ কুতুব বলেছেন: ভুয়া কথা ! উনার দায়িত্ব শেষ হবার একদিন আগেও তিনি যাবেন না।

২২ শে মে, ২০২৫ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: দেখা যাক।

৩| ২২ শে মে, ২০২৫ রাত ১০:৪৪

নিমো বলেছেন: উনি পুরস্কারে নোবেল হলেও আসল পুরুষ।

৪| ২২ শে মে, ২০২৫ রাত ১১:০১

আমি ব্লগার হইছি! বলেছেন: এত কষ্ট করে দেশের ক্ষমতা দখল করে বসদের দেয়া আসল কাজটাই করতে পারলো না। যাই হোক, ট্যাক্স দিতে হয়নি এইটাই লাভ। চালান বেঁচেছে।

৫| ২২ শে মে, ২০২৫ রাত ১১:৪৮

কামাল১৮ বলেছেন: এই টাউট আপশে যাওয়ার লোক না।তাকে ঝেটিয়ে বিদাংয করতে হবে।নয়তো দেশ বিক্রি করে চলে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.