![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি বলেছেন, ছুরিকাঘাতের শিকার হওয়ার ঘটনার অধ্যায় পেছনে ফেলে তিনি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হামলাকারীর সর্বোচ্চ সাজা হওয়ায় তিনি সন্তুষ্ট।
২০২২ সালে নিউইয়র্কে বক্তৃতা মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন সালমান রুশদি। হামলাকারী ২৭ বছর বয়সী হাদি মাতারকে গত মে মাসে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৭৬ বছর বয়সী এই লেখক গতকাল রোববার যুক্তরাজ্যে হে ফেস্টিভ্যালে অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘এই হামলার পর থেকে সবাই কেবল ওই বিষয়টাই জানতে চেয়েছে; কিন্তু আমি ছুরিকাঘাতের অধ্যায়টা পেরিয়ে এসেছি।’
সম্প্রতি রুশদি বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি হামলাকারীর সাজা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
হে ফেস্টিভ্যালে রুশদি বলেন, ‘পরে হামলার ঘটনাস্থলে যাওয়ার সময়টা আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। আমি ও আমার স্ত্রী এলিজা সেখানে গিয়েছিলাম। যেখানে পড়ে গিয়েছিলাম, সেখানেই আবার দাঁড়াতে পারি—এটা আমি নিজেকে দেখাতে চেয়েছিলাম।’
এই ঘটনার স্মৃতি নিয়ে রুশদি ‘নাইফ’ নামে আত্মজৈবনিক বই লিখেছেন। আগামী নভেম্বর মাসে তাঁর লেখা নতুন গল্পসংকলন ‘দ্য ইলেভেনথ আওয়ার’ প্রকাশিত হতে যাচ্ছে। হামলার পর এটাই তাঁর প্রথম কোনো সংকলন প্রকাশিত হতে যাচ্ছে।
নিউইয়র্কের হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাঁর যকৃৎ (লিভার) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্নায়ুর ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি হাত অচল হয়ে গেছে। তিনি বলেন, ‘আমার সব কিছু দারুণ অনুভব করছি। তারপরও ডান চোখ না থাকার মতো কিছু বিষয়ে আমার হতাশা আছে। তবে সামগ্রিকভাবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং প্রত্যাশার চেয়েও ভালো আছি।’
হে ফেস্টিভ্যালে রুশদির আলোচনায় কঠোর নিরাপত্তা ছিল। নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট দেরিতে অনুষ্ঠান শুরু হয়।
‘স্বাধীন মতপ্রকাশ মানেই সহ্য করা’
আলোচনায় সালমান রুশদি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা মানে এমন কথাও সহ্য করা, যেটা আপনি পছন্দ করেন না।’ নিজের লেখা বই ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পরপরই তাঁকে নিয়ে তৈরি একটি চলচ্চিত্রের উদাহরণ দিয়ে রুশদি বলেন, ‘সেই ছবিতে আমাকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছিল। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্ল্যাসিফিকেশন (বিবিএফসি) ছবিটি ‘শতরকম অপমানজনক’ আখ্যা দিয়ে ছাড়পত্র দেয়নি; কিন্তু তিনি ছবিটি মুক্তি দিতে অনুরোধ করেছিলেন।
রুশদি বলেন, ‘আমরা এমন একসময় বাস করছি, যখন মানুষ খুব সহজেই নিজের অপছন্দের মতামত থামিয়ে দিতে চায়। এটা খুব বিপজ্জনক প্রবণতা।’ তরুণদের প্রতি তাঁর পরামর্শ, ‘এ ব্যাপারে ভাবতে হবে।’
মার্কিন রাজনীতি প্রসঙ্গে রুশদি বলেন, ‘আমেরিকার অবস্থা ভালো নয়।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একসময় আমরা ওবামা দম্পতির নেতৃত্বে আশার আলো দেখেছিলাম। আর এখন যেটা চলছে, ... হতাশাজনক।’
তবে ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমি আশাবাদের রোগে ভুগি... কোনোভাবেই মন থেকে সরাতে পারি না যে, শেষমেশ সব ঠিকই হয়ে যাবে।’
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন: আমি মুক্তচিন্তা , কথন , চর্চায় বিশ্বাসী । এর জন্য আমার কোন গ্লানি নেই । ওরা চাইলেই হবে ?
২| ০৩ রা জুন, ২০২৫ বিকাল ৪:৫২
আধুনিক চিন্তাবিদ বলেছেন: রুশদি বলেছেনঃ মতপ্রকাশের স্বাধীনতা মানে এমন কথাও সহ্য করা, যেটা আপনি পছন্দ করেন না।
অসাধারন বলেছেন। এই কথাটিই কেউ বুঝে না। এই ব্লগেই এমন অনেকেই আছেন যারা মত প্রকাশের স্বাধীনতা চান কিন্তু অন্যের কথা পছন্দ না হলে সহ্য করেন না, বরং আক্রমণ করে বসেন।
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:১১
শাহ আজিজ বলেছেন: ওটা রুশদিই বলেছেন ।
৩| ০৩ রা জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
জ্যাক স্মিথ বলেছেন: উনি বেশ উদারমনা একজন মানুষ, এমন মানুষকেও কেউ আক্রমণ করে?
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: পাকি আর আরবরা আছেনা ?
৪| ০৩ রা জুন, ২০২৫ রাত ৮:১২
রিফাত হোসেন বলেছেন: এই ব্যক্তির যে রচনার জন্য এত আলোচনা সেটা পক্ষপাতদুষ্ট।
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: মুক্ত চিন্তার পরিধি বিশাল ,
৫| ০৩ রা জুন, ২০২৫ রাত ৮:৫৫
কামাল১৮ বলেছেন: বিরাট অংকের ঘোষণা ছিলো ইরান থেকে।টাকার লোভে এই আক্রমন করতে পারে।
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: ইরানের মোল্লারা বোমা নিয়া ব্যাস্ত ।
৬| ০৩ রা জুন, ২০২৫ রাত ৯:১৫
আধুনিক চিন্তাবিদ বলেছেন: লেখক বলেছেন: ওটা রুশদিই বলেছেন ।
আমিও মন্তব্যটা রুশদির উদ্দেশ্যেই বলেছি।
০৩ রা জুন, ২০২৫ রাত ১০:০৭
শাহ আজিজ বলেছেন: পাস করে দিয়েছি ।
৭| ০৪ ঠা জুন, ২০২৫ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা আইন নিজের হাতে তুলে নেয় কেন?
লেখক অন্যায় করলে দেশের আইন অনুযায়ী বিচার হবে। মোল্লারা লাফায় কেন?
০৪ ঠা জুন, ২০২৫ সকাল ১০:০৭
শাহ আজিজ বলেছেন: মোল্লাদের শরীরে তেল বেশি হয়ে গেছে ।
৮| ০৭ ই জুন, ২০২৫ দুপুর ২:২৫
রিফাত হোসেন বলেছেন: মুক্ত চিন্তার পরিধি নিঃসন্দেহে বিশাল। কিন্তু তাতে যখন স্পষ্ট পক্ষপাতিত্ব থাকে, তখন তা কি আসলে পাঠকের চিন্তাকে মুক্ত করে, নাকি একটি নির্দিষ্ট দিকে ঠেলে দিয়ে চিন্তার স্বাধীনতাকে সংকুচিত করে?
পক্ষপাতদুষ্টতা তো চিন্তার প্রসার ঘটায় না, বরং তাকে একপেশে করে তোলে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০২৫ বিকাল ৪:৪৪
ফেনিক্স বলেছেন:
যেন
রুশদীর উপর বিবিধ সময়ে পোষ্ট এসেছিলো সামুতে; অনেক ব্লগার চেয়েছিলেন, রুশদীর লেখা যেন প্রকাশিত না'হয়।