![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিন্ধু শুধু একটি নদী নয়, এটি একটি সভ্যতার জন্মদাতা! প্রায় ৩,২০০ কিলোমিটার দীর্ঘ এই নদী চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতের মানসরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানের আরব সাগরে গিয়ে মিশেছে। সিন্ধু নদী যুগে যুগে অঞ্চলের সীমানা গড়েছে!
এই নদীর প্রায় ৮০% পাকিস্তানে প্রবাহিত, যেখানে এটি কৃষিক্ষেত্রের প্রান হিসাবে গণ্য হয়; ভারতের জম্মু ও কাশ্মীরে ১৫%, উৎসের গুরুত্ব বহন করে; এবং চীনের তিব্বতে ~৫%, যেখানে এই নদীর জন্ম। আফগানিস্তান শাখা নদী কাবুল নদীর মাধ্যমে পরোক্ষভাবে জড়িত। হাজার হাজার বছর ধরে এই নদী এশিয়ার ইতিহাস গড়েছে, সংস্কৃতি লালন করেছে।
৫০০০ বছর আগে, এই নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা ও মোহেনজোদারোর মতো সমৃদ্ধশালী প্রাচীন নগরী। এই সভ্যতা আমাদের শিখিয়েছে শহর পরিকল্পনা আর বাণিজ্যের প্রাচীন রূপ! হরপ্পা সভ্যতায় এটি সাংস্কৃতিক সীমানা তৈরি করেছিল, কোনও রাজ্যের নয়। এই নদী মৌর্য, কুষাণ, এবং মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক সীমানা নির্ধারণে সাহায্য করেছিল।
খ্রিস্টপূর্ব ৩২৬-এ আলেকজান্ডারের ভারত অভিযানে সিন্ধু নদী ছিল মূল খেলোয়াড়! এর উপনদী ঝিলামে রাজা পুরুর সাথে হাইডাসপিসের যুদ্ধে আলেকজান্ডার জয়ী হন। সিন্ধু ছিল তার সেনার সরবরাহ পথ, নৌ-রুট, এবং সাম্রাজ্যের পূর্ব সীমানা। এখানে শহর প্রতিষ্ঠা করে গ্রিক-ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটায়।
১২২১ সালে সিন্ধুর তীরে চেঙ্গিস খানের সাথে খোয়ারেজমীয় সাম্রাজ্যের শেষ শাসক জালালউদ্দিন মঙ্গকানির মরণপণ লড়াই হয়েছিল। চেঙ্গিস খানের নেতৃত্বাধীন মঙ্গোল সাম্রাজ্য সেই যুদ্ধে জয়ী হয়েছিল। যুদ্ধে জালালউদ্দিন তার সৈন্যদের সিন্ধু নদীর তীর ও পাহাড়ের কাছে সুবিন্যস্ত করেছিলেন। কিন্তু চেঙ্গিস খানের স্পেশাল একটি সেনাদের দল (আমেরিকার নেভী সিল টাইপ) জালালউদ্দিনের সৈন্যদের চোখের আড়ালে অন্য দিক থেকে নদী পার হয়ে, তাদের পাশ কাটিয়ে পিছন দিক থেকে আক্রমণ করে যুদ্ধ জয় নিশ্চিত করে। পরাজয় নিশ্চিত দেখে জালালউদ্দিন ঘোড়ায় চড়ে সিন্ধু নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে পালিয়ে যান। চেঙ্গিস খান তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে গুলি ( আগুনের তীর) করতে নিষেধ করেন। তবে, জালালউদ্দিনের বেশিরভাগ সৈন্য ও পরিবার নিহত হয়, এবং খোয়ারেজমীয় সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়।
০৮ ই জুন, ২০২৫ রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: এই উপমহাদেশের অনেক কিছুই আমরা জানিনা , আমার খুব আগ্রহ হরপ্পা মহেঞ্জোদারো । কিন্তু আজতক দেখা হয়নি ।
২| ০৮ ই জুন, ২০২৫ রাত ৯:৪২
ফেনিক্স বলেছেন:
ভারত কি পানি বন্ধ করেছে?
০৮ ই জুন, ২০২৫ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: এই নিউজটা আমি জানিনি এখনো ।
৩| ০৮ ই জুন, ২০২৫ রাত ৯:৫৯
ফেনিক্স বলেছেন:
প্রকৃতির কারণে ভারত উজানে হওয়ায় ও বিজেপি'র মতো ক্রিমিনাল দল ক্ষমতায় আসায়, ভারতও ১টা সমস্যায় পরিণত হয়েছে
০৮ ই জুন, ২০২৫ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: এইসব সমস্যা ঝেড়ে ফেলতে হবে ।
৪| ০৮ ই জুন, ২০২৫ রাত ১১:০৪
সৈয়দ কুতুব বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৯ ই জুন, ২০২৫ ভোর ৫:৩৫
শাহ আজিজ বলেছেন: ইউ আর ওয়েল্কাম
৫| ০৯ ই জুন, ২০২৫ রাত ৩:৪৫
কামাল১৮ বলেছেন: ভারত কিছু পানি নিয়ন্ত্রন করছে।যাতে পাঞ্জাবে চাষাবাদের সমস্যা হবে।ঘোষনা দিয়েই করেছে।বলেছে তাদের শুকিয়ে মারবো।বাংলাদেশেও তাই করবে।কখনো শুকিয়ে মারবে কখনো চুবিয়ে মারবে।সমস্পর্ক সাভাবিক না থাকল যে যার শুভিধা নেবেই।আমরা তাদের সেভেন সিস্টার খেয়ে ফেলবো,কলকাতা দখল করে নেবো, তারা বসে থাকবে।
০৯ ই জুন, ২০২৫ ভোর ৫:৩৬
শাহ আজিজ বলেছেন: ভারত ভাঙনের মুখে , কি মনে হয় ।
৬| ০৯ ই জুন, ২০২৫ ভোর ৬:৩২
কামাল১৮ বলেছেন: বাংলাদেশ ভেঙ্গে বসে আছে।সেন্টমার্টিন ও পাহাড়ি এলাকা হাতছাড়া হয়ে গেছে।বিশ্ব মানচিত্রে কিছু পরিবর্তন হবে।ভারত, রাশিয়া ইসরায়েল আয়তনে বড় হবে।অর্থনৈতিক বিপর্যয় হলে আমেরিকা ভাঙবে।ন্যাটো ভেঙ্গেগেলে ইউরোপের মানচিত্র পাল্টে যাবে।
০৯ ই জুন, ২০২৫ সকাল ১০:২২
শাহ আজিজ বলেছেন: এইসব বিসয় নিয়ে আপনি লিখুন ।
৭| ১১ ই জুন, ২০২৫ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২৫ রাত ৯:০৯
আধুনিক চিন্তাবিদ বলেছেন: যাক, আপনার মাধ্যমে একটু ইতিহাস জানতে পারলাম।