নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। একাত্তরের ভুল স্বীকার করে বিবৃতি দিতে পারে জামায়াত: মাসুদ কামাল

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৮



নির্বাচনের আগে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় তাদের নেতৃবৃন্দের সিদ্ধান্তের ‘ভুল স্বীকার’ করে বিবৃতি দেবে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জামায়াতে ইসলামীর রাজনীতি পরিবর্তন হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেল ‘কথা’য় এক ভিডিওতে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জামায়াতের তৎকালীন নেতাদের সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করা হলে বর্তমান নেতারা নীরব থেকেছেন। কিন্তু আমার কেন যেন মনে হয় এই নির্বাচনের আগে জামায়াত এই বিষয়ে একটু সরব হবে। আমার এটাও ধারণা যে জামায়াত হয়তো একাত্তরের সময় তাদের ভুল হয়েছিল, এই মর্মে কেন্দ্রীয় পর্যায় থেকে একটা বিবৃতি দেবে।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে বিজয়ের পর ছাত্রশিবিরের যারা নির্বাচিত হয়েছেন পুরো কমিটি নিয়ে তারা রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়েছেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সেখানে কবর আছে এবং সেখানে তারা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেছেন।’

তবে ডাকসুতে নির্বাচিতরা রায়েরবাজারে গিয়ে দোয়া ও মোনাজাত করার সিদ্ধান্তটি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসেছে বলে দাবি করেছেন মাসুদ কামাল। তিনি বলেন, ‘এই ইসলামী ছাত্রশিবির নিজেরা সিদ্ধান্ত নিয়ে রায়েরবাজারে যায়নি। তারা তাদের মূল দলের সঙ্গে আলাপ করে গিয়েছে।

এ ব্যাপারে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক ইন্টারভিউতে বলেছেন, ‘আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করেছি।’ মানে জামায়াত সিদ্ধান্ত দিয়েছে তোমরা ওখানে যাও।’

এটিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ধারার পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৫

সৈয়দ কুতুব বলেছেন: এরে দেখলেই মনে থেকে চলে আসে "ঐ দালাল "।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪২

শাহ আজিজ বলেছেন: অনেকেই একই ভাবনা ভাবছে ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫০

মাথা পাগলা বলেছেন: জাতীয় সংগীত, শহীদদের জন্য দোয়া না চাইলে কেউ তাদের পাত্তা দেবে না। যদি নির্বাচন সামনে রেখে জামাত হঠাৎ করে বলে "আমরা ভুল করেছি", সেটা জনগণের সাথে আন্তরিক আত্মসমালোচনা নয়, বরং রাজনৈতিক টিকে থাকার কৌশল। আর জামাতের আদর্শ এখনও ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝুঁকে আছে, যা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। ভবিষ্যতে তাদের উদ্দেশ্য বা রাজনৈতিক আচরণ বদলে যাবে এমন কোন নিশ্চয়তা নেই। ৫০ বছর ধরে তারা তাদের অবস্থান পাল্টায়নি, হঠাৎ নির্বাচনের আগে অবস্থান বদলানো জনসাধারণের চোখে বিশ্বাসযোগ্য হবে কিনা সন্দেহ আছে। জনগণের বিশ্বাস না পেলে "ভুল স্বীকার" কোনো কাজে আসবে না। তবে বলা যায় না ব্যাঙের ছাতার মতো কিছু ইউটিউবার, সোস্যাল ইণফ্লুয়েন্সার আছে, নির্বাচনে এরা বেশ ভালো ভূমিকা পালন করবে।

আজিজ সাহেব, শুধু নিউজ দিলেই চলবে না। সাথে আপনার ব্যক্তিগত মতামত আর বিশ্লেষণও আশা করি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: দেব দেব , সবেত শুরু , আসছি শিঘ্রি । আমি পজিটিভ মানুষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.