নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে:

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭

অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: আইএমএফ প্রধান




অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেছেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তার নিজেরই।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও ফোন কলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা। এ সময় তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। খবর বাসসের

অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’

তিনি বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ—বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের—প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।” তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন বলে উল্লেখ করেন।

কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।’

অধ্যাপক ইউনূস জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’

এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। অধ্যাপক ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও অবহিত করেন।

আলোচনাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে:


জ্বি, ঘুরে দাঁড়িয়ে একবারে তালগাছে উঠে গিয়েছে।

বাংলাদেশে সকলে নিজের ঢোল নিজেই পেটায়, এটা থেকে আর বের হকে পারলো না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১

শাহ আজিজ বলেছেন: বাজিয়ে একটু মজা নিক ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:




ড: ইউনুসের অর্তঃনীতি অবশ্যই "ঘুরে দাঁড়ায়েছে"; আপনার আয় বেড়েছে, নিজের বাচ্চাদের ও স্ত্রীকে হত্যা করে ২১টি পরিবারে স্বামী আত্মহত্যা করেছে, ৫ লাখ লোক নিজেদের চাকুরী/কাজ/ঘর ফলে পালিয়ে গেছে। আইএমএফ'এর সেই ইডিয়ট মহিলা শেখ হাসিনাকে ২০টারও বেশী প্রিন্টেড প্রশংডাপত্র পাঠায়েছিলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১২

শাহ আজিজ বলেছেন: ওয়াও ওয়াহ

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:




ইউনসের অর্থনীতি ঘুরে গেছে, "তার সব টাকা আমেরিকা নিয়ে গেছে মেয়ের কাছে"; গ্রামীনে তার যা পাওনা ছিলো সব এখন নরওয়ে কিংবা আমেরিকা চলে গেছে

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

শাহ আজিজ বলেছেন: ইউনুসের কালো টাকা ছিল কিনা ?

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



না, ইউনুসের কাছে কালো টাকা ছিলো না, চুরির টাকাও ছিলো না।
তবে, ইউনুস গ্রামীরফোনের "আইপিও"এর শেয়ারগুলো নরওয়েতে রেখে দিয়েছে নিজের নামে (অনুমান )।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

মাথা পাগলা বলেছেন: অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

আমাদের এক রিকশাওয়ালা ভাই আছেন, সুদখোরের কথা বলে বেশ ভাইরাল হয়েছিলেন, IMF প্রধানের উচিত তার কথা শোনা।

একটা ঘটনা বলি - গ্রামে ৪~৫ জন নিয়ে পরিবার। এক সদস্য লোন নেবার পর লোন চুকাতে পারছে না বলে বাধ্য হয়ে আর একটা লোন নেয়। গ্রামের মানুষ বোঝে কম, যা বোঝায় তাই বোঝে। আবার সুদ পেমেন্ট ১~২ সপ্তাহ বাদে বাদে হবে। সুদের হার ৩০~৪২%।

ক্ষমতায় আসার পর ইউনুস সাহেব তার কোম্পানির ট্যাক্স বাঁচানো, নতুন কোম্পানির জন্য লাইসেন্স অনুমোদনসহ কি কি অপকর্ম করেছে সেগুলো দেখেছি। জনগনের টাকায় বড় লট-বহর নিয়ে লন্ডনে যান পুরুস্কার আনতে।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৭

কামাল১৮ বলেছেন: ঘুরে চলতে শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.