![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজন রয়ের অনুরোধে বহু আগে লেখা একখানা কবিতা ছেপে দিলাম । আসছে দিনে আরও ছাপব ।
শক্তিকে ভক্তি করো
হাঁদারাম পাবলিক
বাচার তরে নাহয় হলে
কিছুটা হিপোক্রাটিক
তেল মর্দনে অস্থির করো
মগজ দেহ ও মনে
ধীরে ধীরে এসে পড়ো
স্বার্থ উদ্ধারের লাইনে
টেন্ডারবাজি না ব্যাবসা করবে
নাকি কয়লার সাপ্লাই দেবে
মাদক হবে দারুন ব্যাপার
দিনকে বানাবে রাতের আঁধার
থাকবে তুমি প্রতিক্ষণে
বাড়তি প্রোটেকশনে
পাঞ্জাবির কোনাটা ঝুলিও
সারারাত ইট বেঁধে
আগে হাঁটতে সোজা হয়ে
এবার ঝুঁকে, ভাব নিয়ে
দুহাত বেশ কায়দা করে
দোলাবে দুই ধারে
হটাত পিছে দেখবে চেয়ে
ক্যাডারের নেই অভাব
সব শালাই চায় শক্তি
নিয়ে ভক্তির কবজ ।।
সেপটেমবর/২০১৩
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭
বিজন রয় বলেছেন: বর্তমান সময়ের বাস্তবসত্য কবিতায় তুলে এনেছেন, কবিতার এই বক্তব্য আমি মনে করি শুধু বাস্তব সময়ের জন্য নয় এটা চিরকালীন।
আসছে দিনে আরো কবিতা ছাপবেন বলেছেন, আমিও এটা চাই।
কারণ ব্লগে কবিতা কিংবা ভালো কবিতা পোস্ট অনেক কমে এসেছে।
হাতে গোনা কয়েকজন লিখছেন ভালো কবিতা।
আপনি অনেক বিষয় নিয়ে পোস্ট দিয়ে থাকেন, ওসবের সাথে কবিতাও থাকলে আমার বা অন্য কবিতা প্রেমিদেরও অনেক ভালো লাগবে বলে মনে করি।
পাশাপাশি এই ব্লগটিও আরো সমৃদ্ধ হবে।
অনেক অনেক শুভকামনা রইল আবারো।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪
শাহ আজিজ বলেছেন: শারীরিক আর মানসিক অশান্তিতে কবিতা সৃষ্টি হয়না । শত শত এক লাইনের কবিতা দিয়ে ডায়রি ভরা। যদি ভাব আসে তবে আবার বসে পড়ি । একজন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী । অনেক ধন্যবাদ বিজন ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৫
বিজন রয় বলেছেন: আপনি তো মাত্র ৬৮ বৎসরের, এখনো তরুণ।
তো একজন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না কেন?
আর দেরী নয়।
আমি তো ডাক্তার নই তাই শারীরিক ব্যাপারটি অপারগ, তবে আপনার মানসিক শান্তির জন্য আমার অনেক কিছুই করার আছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৯
শাহ আজিজ বলেছেন: জী খোজ খবর চলছে ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
মোটামুটি ভালোই।
জাতীয় চরিত্রের দিক থেকে বাংগালীরা ও ইয়েমেনীরা নিকৃষ্ট চরিত্রের; এদের মডেল হচ্ছে বেদুইনী জীবন।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমার অনুরোধটি রাখার জন্য। আমার ভীষণ ভালো লাগছে, আমি আনন্দিত, আমি গর্বিত।
আমার অনুরোধ রেখে যে সন্মান আমাকে দিলেন তা আজীবন মনে রাখবো।
ব্লগে আপনার সক্রিয়তা আমাকে প্রেরণা যোগায়।
এই জন্য আপনার নিকটে কবিতা দাবী করেছিলাম।
আরো কয়েকজনকে করেছি।
আপনার সুস্থতা ও শুভকামনা করছি।
আর হ্যাঁ পোস্টি অবশ্যই প্রিয়তে শোভা পাবে।