![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বনের ঢাংমারী ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে ৫ জন জেলে মিলে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরে বিকেল সাড়ে ৩টার দিকে করমজলের খাল সাঁতরে পার হচ্ছিলেন সুভ্রত। পেছন থেকে হঠাৎ একটি কুমির তার ওপর আক্রমণ চালিয়ে টেনে হিঁচড়ে পানির নিচে নিয়ে যায়। তখন তার সাথে থাকা অপর জেলে সোহেল বিশ্বাস, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস কুমিরের মুখ থেকে সুভ্রতকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বনবিভাগ ও সুভ্রতের পরিবারকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগ ও সুভ্রতের পরিবারসহ গ্রামবাসী গভীর রাত পর্যন্ত লাশের সন্ধানে তল্লাশি চালায়।সুভ্রতর মরদেহ তল্লাশি দলে থাকা ইস্রাফিল বয়াতি বলেন, সন্ধ্যার আগে আমরা দেখেছি কুমিরের মুখে রয়েছে সুভ্রত। তবে তাকে খায়নি কুমিরটি, মুখে নিয়ে খালের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কুমিরটি ভাসছে, কিন্ত আমরাও পিছু ছাড়িনি। রাতে অন্ধকারে তল্লাশি চালাতে বেগ পেতে হয়েছিল। কিন্তু পরিশেষে প্রায় ৮ ঘণ্টা পর সুভ্রতর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে বনরক্ষীরাও সুভ্রতকে উদ্ধারের চেষ্টা করে। পরে ছিলা খালের মুখ থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সুভ্রতের পরিবার জেলে হিসেবে সরকারি সহায়তা পাবে। সেজন্য বন বিভাগের পক্ষ থেকে কার্যক্রম চলছে।সুভ্রতর মরদেহ তল্লাশি দলে থাকা ইস্রাফিল বয়াতি বলেন, সন্ধ্যার আগে আমরা দেখেছি কুমিরের মুখে রয়েছে সুভ্রত। তবে তাকে খায়নি কুমিরটি, মুখে নিয়ে খালের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে কুমিরটি ভাসছে, কিন্ত আমরাও পিছু ছাড়িনি। রাতে অন্ধকারে তল্লাশি চালাতে বেগ পেতে হয়েছিল। কিন্তু পরিশেষে প্রায় ৮ ঘণ্টা পর সুভ্রতর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খবর পেয়ে ট্রলার নিয়ে বনরক্ষীরাও সুভ্রতকে উদ্ধারের চেষ্টা করে। পরে ছিলা খালের মুখ থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সুভ্রতের পরিবার জেলে হিসেবে সরকারি সহায়তা পাবে। সেজন্য বন বিভাগের পক্ষ থেকে কার্যক্রম চলছে।
০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১০
শাহ আজিজ বলেছেন: কই ? দেখিনাই তো ।
২| ০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
বিজন রয় বলেছেন: ওখানে হরহামিশাই ওরকম হয়।
তবু তারা সাহস দেখায়।
০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১২
শাহ আজিজ বলেছেন: জলে কুমির ডাঙ্গায় বাঘ
৩| ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৮:২৮
আলামিন১০৪ বলেছেন: আশ্চর্য! কুমির শুধু মেরে ফেলার জন্য আক্রমণ করে!!! আগে জানা ছিল না।
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬
শাহ আজিজ বলেছেন: একবার খুলনা মেদিকালে গেলাম কুমির আর বাঘের আক্রমনে আহতদের দেখতে । বিভীষিকাময় অবস্থা । তাড়াতাড়ি বেরিয়ে এলাম । কুমিরটি ক্ষুধার্ত ছিলনা ।
৪| ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:০৩
অপ্সরা বলেছেন: আহারে বেচারা! জীবন সংগ্রামে কত বিপদ জনক পথ পাড়ি দিতে হয়!
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:১৮
শাহ আজিজ বলেছেন: একবার সুন্দরবনে গিয়ে জেলে , কাঠুরিয়াদের সাথে গল্প করো । হৃদয় ভেঙ্গে যাবে ।
৫| ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৯:৩১
অপ্সরা বলেছেন: দুবার গিয়েছিলাম ভাইয়া। ওদের সাথে গল্প করা হয়নি.....
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের আওয়ামি লিগ নেতা মারা গেল , হইচই হলো সামুতে কেউ শেয়ার করলো না । আপনিও চুপ মাইরা রইলেন। এটা শেয়ার করলে সামু গরম হইয়া যাইতো।
।