নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কেন দামি এই যুদ্ধ বিমান??

০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮



বিমান বাহিনীর আধুনিকায়ন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে চীনের তৈরি আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) কেনার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। এর অংশ হিসেবে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয়া হয়েছে।
কেন জে-১০ সিরিজ গুরুত্বপূর্ণ
এই বিমানকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয় মূলত চলতি বছরের মাঝামাঝিতে, যখন পাকিস্তান দাবি করে যে তারা জে-১০সিই ব্যবহার করে ভারতের ফ্রান্স-নির্মিত রাফায়েল যুদ্ধবিমানের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে। ঘটনাটি স্বাধীনভাবে প্রমাণ করা সম্ভব না হলেও জে-১০সিই দ্রুতই আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে আলোচনার কেন্দ্রে উঠে আসে।

চীনের বাইই অ্যারোবেটিক টিম ২০০৯ সালে তাদের প্রদর্শনী বিমানের বহরে সর্বপ্রথম জে-১০এ এবং দ্বৈত আসনের জে-১০এস অন্তর্ভুক্ত করে, পরে ২০২৩ সালে তারা সর্বাধুনিক জে-১০সি মডেলে আপগ্রেড করে, যা বর্তমানে চীনের অন্যতম উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে বিবেচিত।

উন্নত পারফরম্যান্স, পাইলটদের অসাধারণ দক্ষতা এবং ওয়াইইউ-২০ এরিয়াল ট্যাংকারের সহায়তায় বাইই টিম একাধিকবার আন্তর্জাতিক এয়ারশোতে বিরতিহীন দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা করেছে। এই সক্ষমতার কারণে জে-১০ সিরিজ, বিশেষ করে জে-২০ ফাইটার, চীনের এভিয়েশন শিল্পের আধুনিকায়নের এক প্রতীকী ফ্ল্যাগশিপে পরিণত হয়েছে এবং নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:



গার্মেন্টস'এর মেয়েদের বাচ্চাদেরকে পাইলটের চাকুরী দিবে ইউনুস।

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: :D বেশ মজার , না ?

২| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১০

শেরজা তপন বলেছেন: কাম ঠিক আছে। অতীব জরুরী, ভারত পাকিস্তানের কাছে মাইর খাওয়ার পরে এই বিমানরে জমের মত ডরায় :)

০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৬

শাহ আজিজ বলেছেন: ডরানোই উচিত ।

৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: দাম কত এটার?
আলী বাবা অথবা আলী এক্সপ্রেস থেকে কি অর্ডার করা যাবে?
শিপিং কস্ট কত?
বাংলাদেশে আসতে কতদিন সময় লাগবে?

৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩২

এম এ কাশেম বলেছেন: গার্মেন্টস'এর মেয়েদের বাচ্চাদেরকে পাইলটের চাকুরী দিলেও ভারতের দালালদের চাকুরী দিবে বলে মনে হয় না।
তাহারা ইচ্ছা করলে ভারতীয় বিমান বাহিনীতে পাইলট পদে দরখাস্ত করতে পারে।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৪

আলামিন১০৪ বলেছেন: আমাদের উচিত নিজস্ব চেষ্টায় যুদ্ধাস্ত্র বানানো, তা যতই ব্যাকডেটেড হোক, সমস্যা নেই। এসব যুদ্ধ বিমান এর যন্ত্রাংশ সরবারহ বন্ধ হয়ে গেলে এগুলো শত কোটি টাকার লোহা-লক্করের জন্জালে পরিণত হবে। আমদানির পূর্বে চায়নার সাথে চুক্তি করা দরকার ছিল যেন দেশের মাটিতে যন্ত্রাংশ আর এর গোলাবারুদ তৈরীর কারখানা থাকে।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

বিজন রয় বলেছেন: এগুলো এখন কিনলে দেশ আরো গরীব হবে না?

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: হিসাব কিতাব করেই কিনছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.