নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শহিদুল আলম দেশের উদ্দেশে যাত্রা করছেন আজই

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৫




আজই ঢাকার উদ্দেশে যাত্রা করছেন শহিদুল আলম। ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা উদ্দেশে উড্ডয়ন করবে। ওই ফ্লাইটে দেশের পথে যাত্রা করবেন শহিদুল আলম। ফ্লাইটটি আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকা পৌঁছাবে।আলোকচিত্রী শহিদুল আলম স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান দৃকের ব্যবস্থাপনা পরিচালক। নাগরিক অধিকার নিয়েও সোচ্চার তিনি। গাজা অভিমুখী একটি নৌবহরে অংশ নিয়ে গত বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন শহিদুল আলম।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৪

কামাল১৮ বলেছেন: ভিক্ষার ঝুলি নিয়ে।এ অরস্থা কেন।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৫

শাহ আজিজ বলেছেন: ভিক্ষার নয় ঝোলা বা টোপলা । এটি বাঙ্গালি সংস্করীতির অনবদ্য বিষয় ।

২| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেখেই মণে হচ্ছে, উনার উপর দিয়ে অনেক বড় একটা ধকল গিয়েছে।

উনার জন্যে অনেক অনেক শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: সাহসী মানুষ বটে ।

৩| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনি গাজা নিয়ে অতিরিক্ত পোস্ট করেন যা দুঃখজনক। মাঝে মধ্যে দেশের রাজনীতি নিয়েও সংবাদপত্রের লিখা শেয়ার কর‍তে পারেন।। কত আলোচনা হচ্ছে সেইফ এক্সিট নিয়ে আপনি শেয়ারই করেন না। মানুষ এসব খবর বেশি জানতে চায়।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , লিখব । শরীর ভাল না ।

৪| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৩

মাথা পাগলা বলেছেন: খুব সম্ভবত শহিদুল আলমকে মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা পাইয়ে ভবিষ্যতে আম্রিকার এজেন্ট হিসেবে কাজ করানো হবে। সামনে নোবেল পেলে অবাক হবো না। তবে ১~২ মাস বন্দী থেকে ডিম থ্যারাপি নিয়ে আসলে হয়তো নোবেল পাবার সম্ভাবনা আরও পাকা হতো। পরীক্ষায় একটু ফাঁকি হয়ে হয়ে গেছে।

@সৈয়দ কুতুব
সিরিয়া, কঙ্গো, সুদান, ইয়েমেন এসব দেশের অবস্থা ভয়াবহ। গত এক দশকে ইয়েমেনে ৫ লাখের উপর মানুষ মারা গেছে, ১ লাখের মতো শিশু অভুক্ত মারা গেছে (সংখ্যা হয়তো বা আরও বেশী হবে, মনে নাই ঠিক - তাই রাউন্ড ফিগার বললাম )। আমরা শুধু গাজা নিয়ে থাকি, কারন ইয়েমেনে মুসলমানরা মুসলমানকে মারছে। যতো সমস্যা গাজা নিয়ে, কারন শত্রু পক্ষ কাফের। মুসলমানদের পন্য বয়কটের নাম শুনবেন না কখনো।

১১ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৫| ১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:

উনি যে ইসরাইলে গেছিলেন, একটি প্রমাণও খুঁজে পাওয়া যায়নি।
ইসরাইলের কাছাকাছি উনি অনেক ভিডিও করছিলেন, শুধু নিজের চেহারা আর সমুদ্রের পানি বাদে ইসরালের কোন ছবি নাই ভিডিও তো দূরের কথা।
একটি ছবি পাওয়া গেছে সেটা ফালতু এ আই দিয়ে তৈরি।
আসলে গ্রেটার সাথে মূল বহরে যায়গা না পেয়ে যেতে পারেন নি। উনি গ্রিস বা তুরষ্ক কোথাও অবস্থান করে গেছেন, ইসরাইল যেতে পারেন নি প্রথমে তুরস্কের একটি লেকে ফটোশুট পরে একটি জাহাজ ে ফটো শুট করেছেন।। আর কিছুক্ষণ পরপর ভিডিও আপলোড করেছেন। ওনার সহযাত্রীদের সাথে ওনার কোন ছবি নেই। সহযাত্রীদের দেখে এক্টিভিষ্ট মনে হয় নি, টুরিষ্ট মনে হয়েছে।
বিদেশী মিডিয়াতে এসব গাজা অভিযান নিয়ে অনেক নিউজ হলেও এই শহিদুল আলমকে নিয়ে কোথাও কোন খবর নেই। ইউনুসের দালাল মিডিয়া বাদে।
আসলে আমার মনে হয় উনি ইসরাইল যান নি। ট্রাম্পের সাথে ইউনুসের দেখা হওয়ার মত এটাও একটি ভুয়া ইসরাইল ভ্রমণ।

১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯

শাহ আজিজ বলেছেন: আমিও একই সন্দেহে ভুগেছি । যাহোক সময় বলে দেবে আসল ঘটনা ।

৬| ১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৫

গন্ধহীন বেলী ফুল বলেছেন:





দেশের একজন মহান শিক্ষাবীদ মারা গিয়েছেন।

শান্তিতে নোবেল পেয়েছেন একজন নারী রাজনীতিবিদ।

এসব নিয়ে আপনার পোস্ট আসা দরকার।

৭| ১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩০

সপ্তম৮৪ বলেছেন: ধান্দাবাজ, ফুটেজখোর, পশ্চিমা দালাল ফটো শহিদুল রে যারা প্রমোট করে তারা হয় অতিবোকা নাহয় সে নিজেও ধান্দাবাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.