নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। নিউ ইর্য়কের মেয়র হলেন জ়োহরান মামদানি, ছেলের সাফল্যে কী বার্তা দিলেন পরিচালক মীরা নায়ার?

০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪



এমন কিছু যে হতে চলেছে, আন্দাজ করতে পারছিলেন নিউ ইর্য়কবাসী। সেটাই সত্যি হল। আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত জ়োহরান মামদানি, নিউ ইর্য়কের মেয়র হলেন। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। তাঁর পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। ছেলের সাফল্যে আবেগতাড়িত মা মীরা।মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইর্য়কের মেয়র হলেন মামদানি, যা ইতিমধ্যেই নজির গড়েছে সে দেশে। ভোটের প্রচারের সময় জ়োহরান জীবনধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। এমনকি, দীর্ঘ দিন শহরে যাঁরা ভাড়াবাড়িতে রয়েছেন, তাঁদের ভাড়া মকুবের কথাও বলেছিলেন। মনে করা হচ্ছে, মীরা-পুত্রের সেই আশ্বাসেই ভরসা রেখেছেন নিউ ইয়র্কবাসী। ভোটের ফল প্রকাশ্যে আসার পর মামদানির ওয়েবসাইট থেকে লেখা হয়েছে, “নিউ ইয়র্কে থাকার খরচ বড্ড বেশি। জ়োহরান এ বার খরচ কমিয়ে জীবনধারণকে অনেক সহজ করে তুলবেন।”

সাধারণ মানুষকে সেই ভরসা বজায় রাখার উপদেশ দিলেন মা মীরা। পরিচালক বলেন, ‘‘আমি আমার ছেলের সাহস ও বচনভঙ্গিমা দেখে অবাক হয়ে যাচ্ছি। ওর যেটা আমার ভাল লাগে তা হল, ও এই বিশ্বের বিভিন্নতাকে দ্ব্যর্থহীন ভাবে গ্রহণ করেছে। ও যে আশা দেখিয়েছে, তাতে আশাবাদী আমি। এই বিশ্বকে দেখার একটা দূরদৃষ্টি রয়েছে ওর মধ্যে। আর সেটা ক্ষমতার লোভ নয়। মানুষের সাম্য, ন্যায়বিচার ও খেটে খাওয়া মানুষের পক্ষে ও সবসময়ে রয়েছে।’’

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:




সে বর্তমান কালো চোর মেয়র ও জনপ্রিয়তাহীন ১ জন বেকুব ডেমিক্রেটকে পরাজিত করে, ডেমোক্রেট রাজ্যের, সেরা ডেমোক্রেট মেজোরিটি শহরে জয়ী হয়েছে। সে যেসব আশার কথা বলেছে, সেটা কিভাবে করে, সেটা দেখার বিষয়।

২| ০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ওর পেছনে কাজ করেছে কিছু কট্টর মুসলিম তরুণ ছেলেমেয়ে, যারা কালো ও হিসপানিকদের ভোট পেতে সক্ষম হয়েছে; তবে, সাদারা ইহাকে ধৈয্যের সাথে দেখে যাবে।

৩| ০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



নিউইয়র্কে বা আমেরিকায়, মানুষ নিজের ধর্মীয় পরিচয় দিতে হয় না, মানুষ সেটা জেনে নেয়; কিন্তু সে দিয়েছে এই ১ম বার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.