নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রী .।। কেন এত ভারতীয় বহিষ্কার

২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১১



চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।২০২৫ সালে বিশ্বের ৮১টি দেশ থেকে মোট ২৪ হাজার ৬০০ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় ১১ হাজার ভারতীয়, যা মোট বহিষ্কারের সবচেয়ে বড় অংশ।চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়। গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা। ফেরত পাঠানোদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়। গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা। ফেরত পাঠানোদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।এছাড়া অন্যান্য দেশ থেকেও বিপুলসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বহিষ্কৃত ভারতীয়দের অধিকাংশের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, বৈধ কাজের অনুমতি না থাকা কিংবা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। এসব কারণেই সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে মিয়ানমার ও কম্বোডিয়া থেকে ফেরত পাঠানো ভারতীয়দের একটি বড় অংশ অবৈধ সাইবার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক হন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভারতীয় আটক ও বহিষ্কারের ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। শুধুমাত্র এই অঞ্চল থেকেই ৩ হাজার ৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া হিউস্টন থেকে আরও ২৩৪ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা যেখানে সেখানে ত্যাগ করে। সেজন্য বিভিন্ন দেশ তাদেরকে ত্যাগ করছে। ত্যাগেই আনন্দ।

২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮

শাহ আজিজ বলেছেন: মানে ---- মানে হাগু করে ? ছিঃ ছিঃ ---------

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

কিরকুট বলেছেন: দক্ষিণ এশিয়ার মানুষরা সভ্য ও ভব্য নয় । তারা বসতে পারলে শুতে চায় ।

২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০

শাহ আজিজ বলেছেন: আমার মনে হয় না ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮

মাথা পাগলা বলেছেন: ভারতের শ্রমিক বেশি তাই সংখ্যায় বলাতে বেশী মনে হচ্ছে।

পাকিস্তান-বাংলাদেশও সমগোত্রীয়। এখন তো সব দেশই ভারতকে সহজেই ভিসা দেয় যা বাংলাদেশ-পাকিস্তানের জন্য ভিন্ন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: যদিও শত্রু পাকিস্তান থেকে আলাদা করতে ওরা আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বন্ধু, তথাপি আমি তাদেরকে সভ্য মনে করি না। অবশ্য বন্ধুদের মধ্যে অসভ্য থাকা অসম্ভব নয়।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কেমন আছেন জনাব ? আপনার কোনো খোজ খবর নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.