![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে অনেক ইচ্ছা করে কিন্তু পারছিনা। কিবোর্ডের বোতামগুলো আজ অকেজো!!!
তুমি ধর্ষিতা
শেষ বারের মত ঘূণার চোখে দেখে রাখি
তুমি আর সমাজের কেউ নয়
তোমার দীর্ঘ শ্বাস এখন বাতাসে দৃষণ করে
তুমি দূর হও।
কেউ শুনলনা তোমার চিৎকার
দেখলনা কেউ তোমার ক্ষত শরীর
তোমার দেহেরে যন্ত্রণার জ্বালা
ওদের বিচলিত করে না।
মুক্তি ! মৃত্যুই তোমার মুক্তি
গলায় ওড়না পেচিয়ে ঝুলে পড়
নতুবা রেললােইনের স্লিপারে শুয়ে
শেষ বারের মত ধিক্কার দিয়ে
আজকের মত বিদায় হও।।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
সত্যের ছায়া বলেছেন: ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ। উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭
মোঃ আমানউল্লাহ বলেছেন: সুন্দর লিখনি..
চালিয়ে যান..
অনেক শুভকামনা রইলো...