নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনফিল্ড

মীর শাহেদুর রহমান

I may not be prettiest, smartest person in the world, but I can say that I am proud of who I am.

মীর শাহেদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

দেশের জন্য প্রয়োজনীয় প্রফেশনাল লোকজন তৈরি করতে পারছেনা বিশ্ববিদ্যালয় গুলো।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:২১

দেশের জন্য প্রয়োজনীয় মেধাবী প্রফেশনাল লোকজন তৈরি করতে পারছেনা বিশ্ববিদ্যালয় গুলো। বড় বড় প্রজেক্ট এ বিদেশ হতে ইঞ্জিনিয়ার আসে। ভালো করছে লোকাল বাস এর স্টাফ গুলো। জায়গা বেজায়গা ব্রেক করে যাত্রী তোলে। এদের কাছে আবার ভার্সিটি পাস রা জিম্মি। এখানে কোনো ম্যানেজমেন্ট নাই। ড্রাইভার মূর্খ , হেল্পার মূর্খ , কন্ডাকটর মূর্খ তবে তারা ভালোভাবে নিজেদের মতো করে বাস , যাত্রী কন্ট্রোল করছে । ভালো করছে গার্মেন্টস গুলো। মাত্র ৫ পাস্ , ৮ পাস , এসএসসি পাস অপারেটর / QC রা বিশ্বজয় করছে কোয়ালিটি পণ্য তৈরী করে। ভালো করছে প্রবাসী বিদেশী রা। আমাদের যে এত্ত এত্ত জিডিপি , রিসার্ভ সব এ হয়েছে প্রবাসী দের দ্বারা। তারা এয়ার পোর্ট এ ভালো ব্যাবহার পর্যন্ত পায়না। সম্মান করা তো তাদের বহুদূরের বিষয়। অথচ সরকারের উচিত এই প্রবাসী দের কে এয়ার পোর্ট এ আসার সাথে সাথে পা ছুঁয়ে সালাম করা। এরা বিদেশের টাকা দেশে আনে। অরে এদেশের ভার্সিটি পাস রা দুর্নীতি র টাকা দেশের টাকা বিদেশে পাচার করে। বিশ্ব বিদ্যালয় গুলো বিশ্বের মধ্যে তো নয় ই এশিয়া র মধ্যেও র্যাংকিং এ নাই। স্যারেরা রাজনৈতিক লেজুড় বৃত্তি করে , রিসার্চ করার টাইম নাই , ভালো পড়াবার টাইম নাই। এসব নানান কারণে দেশের জন্য প্রয়োজনীয় মেধাবী প্রফেশনাল লোকজন তৈরি করতে পারছেনা বিশ্ববিদ্যালয় গুলো ।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মাদ্রাসার সাথে খুব বেশী পার্থক্য নেই।

২| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে শিক্ষার মান গত এক যুগে ভয়াবহ নেমে গেছে।

৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭

নূর আলম হিরণ বলেছেন: যারা তৈরি করবে তারা নিজেরাই প্রফেশনাল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.