নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক আলোর পথের যাএী

প্রকৌশলী মোহাম্মদ সাহেদ

আমি একজন সাধারণ মানুষ

প্রকৌশলী মোহাম্মদ সাহেদ › বিস্তারিত পোস্টঃ

ইসলাম

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৫

যখন কোন ইসলামপন্থী(?)মেয়েকে বলতে শুনি,--আমার বয়ফ্রেন্ডটা খুব ধার্মিক।সে নিয়মিত নামাজ পড়ে,কুরআন পড়ে।আই অ্যামরিয়েলি প্রাউড অব হিম!তখন আমি বলি,যে ছেলের একটা গার্লফ্রেন্ড থাকে সে কি করে ধার্মিক হয়?
যখন কোন ইসলামপন্থী(?)ছেলেকে বলতে শুনি,আমার গার্লফ্রেন্ডটা ভীষণ ভালো!সে হিজাব পরে পর্দা পালন করে।সী ইজ রেয়েলি নাইস ওয়ান!তখন আমি বলি,একটা ‘হিজাব’ পরিহিতা পর্দাশীল মেয়ের আবার বয়ফ্রেন্ড থাকে কি করে?
যখন কোন একজনকে বলতে শুনি, শরীরের পোশাকটা জরুরি নয়।মনের পর্দাই বড় পর্দা। তখন আমি বিষ্ময়ে হতবাক হই!
নিজেদের সুবিধার্থে এরা কিভাবে ইসলামকে নিজের মত করে বানিয়ে নিচ্ছে!!!
প্রেমের নামে নারী পুরুষের অবাদ মেলামেশাকে ইসলাম সমর্থন করে না।
যদি আপনি এইরোগে আক্রান্ত হন, তাহলে নিজেকে ইসলামপন্থী বলে পরিচয় দেবেন না।
যদি মনের পর্দাই আসল পর্দা হতো,তাহলে আল্লাহ তা'আলা কখনোই পর্দার বিধান দিতেন না।
ইসলাম তো মামার বাড়ীর আব্দার নয় যে, যার যেভাবে ইচ্ছা কাটছাট
করে পালন করবেন! মনে রাখবেন, ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান।
এটাকে নিজের মত ব্যাখ্যা কিংবা কাটছাট করে পালন করে নিজেকে ইসলামপন্থী দাবি করার অধিকার আমাদের কারো নেই।
আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম বোঝার ও পালন করার তৌফিক দান করুন। (আমীন)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৪

হানিফঢাকা বলেছেন: আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমার এক ফ্রন্ড কে দেখেছি প্রেম করতে। দুজন সারাদিন ধরে কি কথা বলত আল্লাহ ই জানে। নামাজের সময় হলে তারা দুইজন এইসাথে নামাজ পড়ত। আমার ফ্রেন্ড একটু সামনে আগিয়ে ইমামতি করত, আর তার গার্ল ফ্রেন্ড পিছনে দাড়াত। এই ছিল দুইজনের জামাত। এই বিষয়ে আপনার মন্তব্য কি?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৫

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: তখন দুটো অজুহাত দেখানো হয়! বয়সের দোষ আর পরিবেশটাই এমন। হাস্যকর বেশধারী। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.