![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব থেকে বড় রহস্যটা হল মানুষের মন। মন আসলে মস্তিস্কের বৈদ্যুতিক সংকেত ব্যতীত কিছুই না। আর এই সংকেত গুলো ভাগ হয়ে যায় দুইভাগে একটা হল সচেতন সংকেত আরেকটা হল অবচেতন সংকেত। সচেতন সংকেতের ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে আর অবচেতন মন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের বিবেক-বুদ্ধি আমাদের এই সচেতন মনেরই অংশ।
আচ্ছা, সবার মস্তিস্কেই তো একই পদ্ধতিতে বৈদ্যুতিক সংকেত সঞ্চালিত হয়,তাহলে সবার বিবেক-বুদ্ধি একই রকম হয়না কেন?? হয়তো এই অংশটা নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন। আমাদের নীতি-আদর্শ গুলোই অবচেতন মনের অংশ।
এই অবচেতন মনের নীতি-আদর্শ গুলোই প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে আমাদের সচেতন মনের বিবেক-বুদ্ধি কে। যার অবচেতন মন অর্থাৎ নীতি-আদর্শের জোর যত বেশি তার বিবেক-বুদ্ধি ততটাই সঠিক এবং নিরপেক্ষ। রহস্য,সবটাই ঘোর রহস্য। সব রহস্য ভেদ করা উচিৎ না। রহস্য আছে বলেই কৌতুহল আছে, আর কৌতুহল আছে বলেই জীবন এত উপভোগ্য...
©somewhere in net ltd.