![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তিনিই বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ন মেঘমালা বয়ে আনে, তখন আমি এ মেঘমালাকে একটি মৃত শহরের দিকে বয়ে দেই। অতঃপর এ মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি। অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনি ভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা কর।" (আল আরাফঃ৫৭)
রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ " দুই সময়ের দুয়া কখনও ফিরিয়ে দেওয়া হয়না, আযানের পরের দুয়া এবং বৃষ্টির সময়ের দুয়া " (আবু দাউদ) "
কত মাইলের পথ পাড়ি দিয়ে আসে এক একটি বৃষ্টির ফোঁটা?
আবার ফিরেও যায় অতিদূর উচ্চতায়!
রাবীন্দ্রিক ভাবুলতায় হাবুডুবুতে খুয়েছি
না চাহিতে যারে পাওয়া যায়, সেই শুভক্ষণ।
ঝরো ঝরো মুখর বাদল দিনে,
আজি হতে তাই তোমারে লইবো চিনে।
©somewhere in net ltd.