![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু ওয়াইফাই হবে দাদা,
একটা ছবি আপলোড করবো।
কতদিন কিছু আপ করিনা!
স্ট্যাটাসটা বদলাতে চাই,
আর 'ওয়াল'টাও একটু গুছাবো।
আজেবাজে টেগিঙে সব বিচ্ছিরি..
একটু ওয়াইফাই হবে তো দাদা?
কথা দিচ্ছি একটাও ধর্মের পোস্ট দিবনা।
বরং অবলীলায় ফরওয়ার্ড দিতে পারি
পপকর্ন গ্রুপের লাইকোৎসব আর
সতি-সাধ্বীদের পর্নসাইটের খোঁজ।
একটু ওয়াইফাই হলে
খুব জরুরী কিছু কাজ সেরে
আমি ঘুমাতে যাবো।
একটু ওয়াইফাই হবে প্লীজ,
সামান্য কিছু এমবি...!
_____________
৪ঠা আগস্ট, ২০১৬
©somewhere in net ltd.