নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে ভাবি আমি তো সাধারন একজন , হাজার মানুষের মধ্যে আমার কোন বিশেষত নেই। হাজার মানুষ না ধরলাম শত মানুষ ধরলাম তারপর ভাবলাম নাহ্‌ আমার কোন বিশেষত নেই। আর দশ টা পাঁচ টা মানুষের মত আমি অতি সাধারন। নিজের অজান্তেই সিধান্ত নিলাম কিচ্ছু একটা করি সাধারন থেকে

আসাদ শাহীন

সপ্নটা অনেক বড় , কিন্তু দিনকে দিন সপ্ন গুলো ফিকে হয়ে যাচ্ছে ।

আসাদ শাহীন › বিস্তারিত পোস্টঃ

এর পর ও কি আমাদের সোচ্চার হওয়া উচিৎ না ???

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

বিগত এক দশকের বেশি সময় ধরে ক্যাবল টিভির ব্যাপক
প্রসারের ফলে আমরা বিনোদনের অনেক মাধ্যম
খুজে পেয়েছি । এটি আমাদের বিনোদনের
অভাবকে অনেকাংশেই পুরণ করতে পারে । সরকার
সীমিত আকারে এই চ্যানেল গুলোর অনুমতি দিলেও
বর্তমানে এটি আমাদের সংস্কৃতি বিজাতীয়
আগ্রাশনের শিকার হচ্ছে প্রতিনিয়ত ।এই বিভিন্ন
চ্যানেলের অগণিত আয়োজনের মধ্যে বর্তমান
নারীদের কাছে সবথেকে জনপ্রিয় আয়োজন
হলো হিন্দি ও ভারতীয় বাংলা সিরিয়ালগুলো।
গৃহবধূদের সময কাটানোর খুব সুন্দর একটি উপায়
হচ্ছে হিন্দি সিরিয়াল। এর ফলে তাদের সময় খূব
স্বচ্ছন্দে কেঁটে যায়। সন্ধ্যা ৭.০০ থেকে রাত ১২.০০
টা পর্যন্ত একটার পর একটা সিরিয়াল সম্প্রচার হয়েই
যাচ্ছে। আর সারাদিন তার পুনরাবৃত্তি তো ।
এমনকি স্কুল কলেজে কিশোর-তরুণীদের আলোচনার
বিষয় হিসেবে প্রাধান্য পায় এই হিন্দি সিরিয়াল।
হিন্দি সিরিয়ালগুলো ভবিষ্যৎ প্রজন্মের মূল্যেবোধ
পাল্টে দিচ্ছে অথবা তাদের
উস্কে দিচ্ছে মূল্যেবোধের বিপরীতে অবস্থান নিতে।
আছেই। বর্তমানে মানুষের স্বাভাবিক জীবন যাত্রার
উপর প্রভাব ফেলেছে হিন্দি সিরিয়ালগুলো।
কখনো এটি হয়ে যাচ্ছে একটি নেশার মত ব্যাপার,
গৃহবধূ ,তরুণী ,
কিশোরী সহ যারাই এই নেশায় একবার আক্রান্ত
হচ্ছে তারা সহজেই বের হতে পারছে না। অনেক
পরিবারে বড় ধরনের ঝগড়ার কারন হয়ে দাঁড়াচ্ছে এই
সিরিয়াল প্রেম । শুনতে অবাক লাগলেও
বাস্তবতাকে তো আর অস্বীকার করার উপায় নাই ।
আজকেই এমনি এক নেশার বলি হলেন নাটোরের
স্বর্ণা নামের ৭ম শ্রেণীর শিশু মেয়েটি ।শুধু কি এই
মৃত্যুর ঘটনাই শেষ ?একই কারনে অনেক পরিবারের
বিচ্ছেদের ঘটনাও আমরা দেখে অভ্যস্ত। আমার
মনে হয় বাংলাদেশে আর অন্য কোন অনুষ্ঠান
দেখা নিয়ে এ ধরণের ঘটনা আমরা শুনেছি বলে মনে হয়
না । এই বিতর্কিত চ্যানেল ও সিরিয়াল
গুলো নিয়ে আদালতে রিট ও হয়েছিলো সম্প্রতি ।
তারপর ও আমরা সামাজিক ভাবে সচেতন পারছি না ।
এভাবে আর ও কত প্রান গেলে আমাদের বিবেক
জেগে উঠবে ?? জাতির বিবেকের
কাছে জিজ্ঞাসা .........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.