নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একলা দেখতে নেই নদী

শাহীনএখন

পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায়। হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই সেখানেই মেল এক খেই আরেক আশার। (প্রেমেন্দ্র মিত্র)

শাহীনএখন › বিস্তারিত পোস্টঃ

‘ভুল’ একটি মানবিক ব্যাপার (ভুল নিয়ে কিছু কবিতা ও উদ্ধৃতি)

০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৯

জীবনে বহু ভুল করেছি এমন কথা প্রায় শোনা যায় লোকের মুখে। কিন্তু নিজের ব্যাপারে বলতে পারি জীবনটা পুরাই ভুলে ভরা। ধারাবাহিক ভুলের মধ্য দিয়ে কৃতিত্বের সাথে যে অসংখ্য ভুল এখনো করে যাচ্ছি তা দেখে নিজেই অবাক হই। তারপরও মাঝে মাঝে সান্তনা খুঁজে পাই। সায়ীদ স্যার সেদিন এক বক্তৃতায় বললেন, ‍‍‌''ভুল করা একটি মানবিক বিষয়। মানুষই ভুল করতে পারে যন্ত্র কখনো ভুল করে না। ভুল না করা মানে তো মেকানিক্যাল”। একটু ভাল লাগে। পরক্ষণে আবার অন্ধাকারে ডুবে যাই। হায়! তাই বলে এতো ভুল। তখন আর বিষয়টাকে মানবিক বলে মনে হয় না। তবে কি আমি অতি মানব?

যাই হোক নিজের মতো করে বেশ ভুল করে যাচ্ছি। এই জিনিসটা করার স্বাধীনতা পেয়েছি অনেক। কখনো কখনো রীতিমতো আদায় করে নিতে হয়েছে ভুল করার অধিকার। বেশির ভাগ লোকজনেরই তো করুনদশা তারা কোনভাবেই ভুল করতে পারছে না মানে তাদের করতে দেয়া হচ্ছে না।



A man’s errors are his portals of discovery.” - James Joyce



Anyone who has never made a mistake has never tried anything new. – Albert Einstein



ফুলগুলিকে ভালবাসি

তাই তুলি না

মুখগুলিকে লুকাই মরা ঘাসে

ভূলগুলিকে ভালবাসি

তাই ভুলি না

বেদনা পাই তোমার পরবাসে।

- নির্মলেন্দু গুণ



Never interrupt your enemy when he is making mistake.

– Napoleon Bonaparte



What do you first do when you learn to swim? You make mistakes, do you not? And what happens? You make other mistakes, and when you have made all the mistakes you possibly can without drowning-and some of them many times over-what do you find? That you swim? Well life is just the same as learning to swim! Do not be afraid of making mistakes, for there is no other way of learning how to live!

– Alfred Adler (Austrian psychiatrist)



ভুলগুলো আমার সুন্দর করুন ভুলে-যাওয়া ভুলগুলো

যেখানে ফেললে পা ফুটতে পারতো রক্তপদ্ম

ভুলে সেখানে পা ফেলতে পারি নি

আমার রক্তপদ্ম তাই কোনদিন ফুটলো না।

... হুমায়ন আজাদ





I think we all wish we could erase some dark times in our lives. But all of life’s experiences, bad and good, make you who you are. Erasing any of life’s experiences would be great mistake.

– Luis Miquel



ভুলের স্বপন-মোহে ছেয়েছে জীবন মোর

ভেঙো না এ ভুল সখি ছিঁড়ো না জীবন-ডোর।

ভুল যদি করে থাকি তোমারে বসিয়া ভালো

আঁধার জীবনে মোর সে ভুলে ফুটেছে আলো।

আমর আকাশ আজি রাঙিয়া উঠেছে ভুলে,

ভুলের স্বপন দোলে আমার এ নদীক’লে।

হরিৎ শ্যামলে ভুলে ধরণী উঠেছে জাগি,

বাতাসে কাঁপিছে গান ভুলের পরশ লাগি।

সারাটি জীবন মোর ছেয়ে গেছে ভুলে ভুলে,

সোনার এ তরী মোর ছোটে ভুল পাল তুলে।

ভুলের স্বপনে সখি, পেয়েছি তোমরে আমি,

ভুল-ভরা গান তাই গেয়েছি দিবস যামী।

ভুলের রাগিণী মাঝে তোমারি রচিত বাণী

মুখর করেছে মোর ভুল-ভরা বীণাখানি।

এ ভুল ভেঙো না সখি মরমে হেনো না বাণ-

ভুলের জীবন মোর ভুলে হোক অবসান।

- শাহাদাৎ হোসেন ( ১৮৯৩-১৯৪০)





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:১২

অর্পণ! বলেছেন: প্রথম ভুল করলাম হে হে হে

২| ০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:১৪

অর্পণ! বলেছেন: Never interrupt your enemy when he is making mistake....এই লাইনটা থেকে শেখার আছে, নিজের করে নিলাম্

৩| ০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:১৯

অর্পণ! বলেছেন: আমি প্রিয় পোস্টের একটি তালিকা করছি, সেখানে এই ভুল পোস্টটি নিলাম।

ভালো পোস্টের জন্য থ্যাঙকস্ :D

০৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৩

শাহীনএখন বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৯

লাল চাঁন বলেছেন: প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি, ভুলের বোঝা টানতে টানতে ক্লান্ত! ভুল নিয়ে আমার লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.