নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

স্পষ্টবাদী

আমার দেশ বাংলাদেশ

স্পষ্টবাদী

আমার দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

অসাম্প্রদায়িক ভারত আর সাম্প্রদায়িক বাংলাদেশের তুলনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

মহান (!) ভারতবর্ষ সমগ্র বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত,এটা অবশ্য অস্বীকার করারও কোন উপায় নেই,কারণ ভারতীয় সরকারগুলো গণতান্ত্রিকভাবেই ক্ষমতায় আসে। স্বাধীনতালাভের পর হতে আজ পর্যন্ত ভারতে কোন সামরিক সরকার ক্ষমতায় আসতে পারেনি,হতে পারে ভারতের মতো আয়তনে,জনসংখ্যায় আর অসংখ্য জাতিগোষ্ঠির সমন্বয়ে গঠিত বিশালকায় দেশে সামরিক সরকারের অস্তিত্ত্ব ই সম্ভব নয়,যার ফলে গণতান্ত্রিক সরকার ই স্বাভাবিক তাদের জন্য।



সাধারণত গণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্রের পর ই যে বিষয়টি উচ্চারিত হয় তা হলো অসাম্প্রদায়িকতা,ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থান,এখানে এসেই গণতান্ত্রিক ভারতের সমস্ত দর্প চূর্ণ হয়ে যায়! যদিও আমাদের দেশের ভারতপ্রেমী কিছু মানুষ এখানে এসে অন্ধ তথা একচোখা হয়ে যায়। তাদের চোখে বাংলাদেশের জামাতে ইসলামী চরম সাম্প্রদায়িক দল হলেও তাদের কাছে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নিখিল ভারতীয় উদারপন্থি দল ( হতে পারে কিছুটা ডানপন্থি !)



কিন্তু বাস্তবতা আসলে কি তাই? মোটেও নয়!

বাংলাদেশে জামাতের অংগসংগঠন শিবির,আর ভারতে বিজেপির? আরএসএস,বজরং,শিবসেনা!

এখন জামাতের এক শিবিরের সাথে উপরোক্ত তিনটার একটার তুলনাই যথেষ্ট,বাকি দুটোর কি করবেন?

বাংলাদেশে জামাত একাত্তরে হত্যা,লুটপাটে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল,আর উল্টাদিকে বিজেপি নিজস্ব উদ্যোগে নেতাদের নির্দেশনায় ভারতজুড়ে অসংখ্য দাংগায় হাজার হাজার সংখ্যালঘু মুসলমানকে হত্যা করে আসছে,এমনকি দলের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত সরাসরি জড়িত!



গুজরাটের এক মহিলা নেত্রীর সরাসরি নির্দেশে ৯৭ জন মুসলমানকে খুন করা হয়েছে,সম্প্রতি এই নেত্রিকে আটাশ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বাবরি মসজিদ ভাংগায় উমা ভারতীর মতো জনপ্রিয় নেত্রি স্বয়ং নেতৃত্ব দিয়েছে,এল কে আদভানি স্বয়ং উষ্কানি দিয়ে অসংখ্য বক্তৃতা দিয়েছে,সাবেক প্রধানমন্ত্রি বাজপেয়ী পূজায় বসে প্রার্থনা করেছে!

এহেন ভয়ংকর একটা দলের কাছে তো বাংলাদেশের জামাত চুনোপুটি হওয়ার কথা!



চরম আর উগ্রপন্থী আদর্শের সমতার কারণে জামাত আর বিজেপিকে এক কাতারের দল ধরে নিলাম না হয়,তাহলে এখন নিজ নিজ দেশে এই দুই দলের রাজনৈতিক অবস্থান দেখুনঃ বিজেপি ভারতের প্রধান দুই দলের একটি। কংগ্রেস পড়লেই কেন্দ্রের ক্ষমতায় তারা আসবে।

অনেকগুলো বড় বড় রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন দল বিজেপি।



বিপরীতে বাংলাদেশে জামাতের অবস্থান কেমন?

এককভাবে নির্বাচন করলে এই দল আমাদের দেশে দুটোর বেশি আসন পাবে না এবং আগামী শত বছরেও এদের এককভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে?



এখানেই আসলে বাংলাদেশ আর ভারতের মূল পার্থক্য।



মূলতঃ দুই দেশের জনগণ আর জনমতের পার্থক্য!



কারন ভারতীয় জনগণ বিজেপিকে নির্বাচিত করে পুরো এক টার্ম দেশ শাসনের ভার দিয়েছে। আর, সব সময়ে এই দলটি কোন না কোন রাজ্যের রাজ্যসরকারে আছেই।



(যারা মনে করেন এই পোষ্টে জামাতের তোষণ করা হয়েছে তারা এই পোষ্ট থেকে দূরে থাকেন)



অনুপ্রেরণাঃ

Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: ++++++++++++++

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

অেসন বলেছেন: বিজেপিকে আমি সাম্প্রদায়িক দল হিসাবেই মনে করি। তবে জামাতের সাথে তূলনা প্রসংগে বলি, বিজেপির নেতৃত্বে মুসলিম নেতা আছেন। জামাতে অন্য কোন ধর্মের কর্মীও খুঁজে পাওয়া যাবে না। বিজেপি সাম্প্রদায়িক দল হলেও তাদের গঠনতন্ত্র সংবিধানের পরিপন্থী না। কিন্তু
জামতের গঠনতন্ত্র নির্বাচন কমিশনের আইনের পরিপন্থী।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

আমার দেশ বাংলাদেশ বলেছেন: নেতা বা গঠনতন্ত্র দিয়ে অসাম্প্রদায়িক হওয়া যায়না, অসাম্প্রদায়িক হতেহয় কর্মকান্ড দিয়ে।
ভারতে গড়ে প্রতি মাসে একটি করে সাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ৯০% ক্ষেত্রেই ইন্ধনদাতা হচ্ছে ওই বিজেপি।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

রসায়ন বলেছেন: বিজেপি আর জামাত নিয়ারলি সেইম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.