![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি
চলমান রাজনৈতিক অস্থিরতা। প্রেক্ষাপট জাতীয় সাধারন নির্বাচন। আগামী নির্বাচনসহ পরপর দুটি নির্বাচন নিয়ে অস্থিতিশীলতার পথে দেশ। নির্বাচন সম্পূর্ন স্বাভাবিক ও সাবলীল একটি পদ্ধতি যার মাধ্যমে যোগ্য রাষ্ট্রপরিচালকে দায়িত্ব হস্তান্তর করা হয়। রাষ্ট্রপরিচালক সবসময় জনগনের নিকট দায়বদ্ধ তার দায়িত্বের ব্যাপারে। কিন্ত আমাদের দেশে একে বলা হয় ক্ষমতা হস্তান্তর। তবে রাজনৈতিক বোদ্ধারা একে যাই বলেননা কেন, নির্বাচন নিয়ে কোন স্বাধীন ও সার্বভৌম দেশের সাধারন মানুষের মাথা ঘামানোর কথা নয়। কিন্তু ঘাম ঝড়ছে। মৌলিকভাবে বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে, সাধারন নাগরিকের এ উত্কন্ঠা মূলত নির্বাচন নিয়ে নয় বরং নির্বাচন কেন্দ্রীক সামগ্রীক অস্থিরতা নিয়ে। আশঙ্কিত জনগনের একটাই জিজ্ঞাসা, ‘কি হতে যাচ্ছে?’।
যেকোন দেশের একজন সাধারন নাগরিক হিসেবে তার রাজনৈতিক দায়িত্ব ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা। এবং রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের সেই দায়িত্ব পূরনের নিরাপদ সুযোগ করে দেয়া। রাষ্ট্র তার সে দায়িত্ব কিভাবে পালন করবে সেটা সাধারন জনগনের ভাবার বিষয় নয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি সাধারন নাগরিককেই উদ্বিগ্ন হতে হচ্ছে নির্বাচনকে ঘিরে।
সাধারন নাগরিকের চাহিদা খুবই সামান্য। আর তা হচ্ছে সাধারনভাবে বেচে থাকা। কিন্তু সেটা আজ প্রায় অসম্ভবের পর্যায়ে চলে যাচ্ছে। নির্বাচনকালীন সময়ে নাগরিকের স্বাভাবিক কাজ হচ্ছে সেরা দায়িত্ববান রাষ্ট্রপরিচালক নির্বাচন করা। কিন্তু সে সুযোগ কোথায়? নির্বাচন যেন আজ গলার কাটা। মানুষ আজ ধাবতে বাধ্য হচ্ছে, ‘নির্বাচন দূরে থাক তবু দেশ ভাল থাক’।
রাজনৈতিকভাবে পর্যালোচনা করতে গেলে দেশ কিভাবে ভাল থাকবে সে ভাবনাটা ভাবার কথা মূলত তাদেরই যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছেন। কিন্তু বর্তমান রাজনীতিবিদদের মধ্যে সে ভাবনাটা এখন খুব কমই পরিলক্ষিত হয় যতটানা দেখা যায় অরাজনৈতিক মানুষের মধ্যে। এটা রাজনীবিদদের দায়িত্বাবহেলাই শুধু নয় বরং অবরাধও বটে।
এর সুষ্ঠু সমাধান প্রয়োজন। কিন্তু সমাধান কার কাছে চাওয়া? যাদের হাতে এ সমাধানের চাবি তারাইতো সমস্যার সৃষ্টিকর্তা। নিজেরাই সমস্যার জন্ম দিয়ে তাকে নিংরিয়ে ঘাঁ করে তা থেকে উটকো গন্ধ বের না হওয়া পর্যন্ততো ছাড়ছেননা কেউই। তবেকি সমাধান খুজতে হবে আন্তর্জাতি হস্তক্ষেপ-এ। একটি রাষ্ট্রের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়ায় ভিনদেশী পন্ডিতদের হস্তক্ষেপ কি রাষ্ট্রে সার্বভৌমত্বের জন্যে হুমকি নয়?
সমাধান সমস্যার গোড়াতেই থাকে। তাকে খুজে নিতে হয়। চলমান পরিস্থিতির সমাধানও করতে হবে রাজনীতিবিদদেরই। সেটা কারও পক্ষে তাদের বুঝিয়ে দেয়া সম্ভব নয়। তাদের বুঝতে হবে নিজ দায়িত্বেই। নতুবা যা ঘটবে তা হয়তো সকলের জন্যেই অমঙ্গলজনক।
©somewhere in net ltd.