নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

শাহীদুল

যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি

শাহীদুল › বিস্তারিত পোস্টঃ

বয়ে চলার বহতা

২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৭

সেদিন একটা নদীর সাথে খুব গল্প হল। গল্পে গল্পে জানতে চাইলাম, প্রতিমূহুর্তে এত এত পাড়-প্রান্তকে ভালবেসেও কিভাবে সে তার আপন গতিতে ছুটতে পারে?

উত্তরে সে বলল, বয়ে চলাটা ঠিক এরকমই। বয়ে যাওয়ার একটাই নিয়ম, আর তা হল বয়ে যাওয়া।

একবার ভালবাসতে শিখলে কোথাও আটকে থাকা যায়না। তখন তাকে আরো আরো ভালবাসা হাতছানি দিয়ে ডাকতে থাকে। আর যদিবা সে কোথাও আটকে পরে তবে বাস্তবতা থেমে যাবে। ব্যাঘাত ঘটবে পৃথিবীর স্বাভাবিক নিয়মে।

জানতে চাইলাম, কোথাওকি থেমে যাবার আকুলতা বোধ করনা? ভালবাসার টানে প্রিয় কোন জনপদে?



তখন সে বলল, একেবারে করি যে না তা সত্য নয়। করি। চলতে চলতে ভাল লেগে যায় হয়তো কোন পাহাড়কে, অথবা কোন ঝড়নাকে, কিংবা নিতান্তই কোন সাদামাটা সরল গ্রামকে। মুগ্ধতায় তখন আমার চলার গতি কমে যায়।

কিন্তু আমাকে যে যেতে হবে আরো অনেকদূর,আমার শেষ গন্তব্য সমুদ্রে। তাই তখন আমি আমার গতিপথ পাল্টে ফেলি। এড়িয়ে যাই আকর্ষন।

তবে একটা কথা খুব জোড় দিয়েই বলল নদীটা। "আমি যেখানেই যত ভালবাসার লেনদেন করিনা কেন, আমার শুরুটা এবং শেষটা যে আমাকে সবসময় মনে রাখতেই হয়। যে করেই হোক সমুদ্রের জলরাশিতেতো আমাকে মিলতেই হবে। কেননা সেটাই যে আমার লক্ষ্য। সেখানে রয়েছে আমার প্রেম,আমার প্রত্যাশা, আমার বয়ে চলার সিদ্ধি। আমার শুভ পরিনয়। বড় কোন লক্ষ অর্জনেতো ছোটগুলোকে বিসর্জন দিতেই হবে। কিছুটা স্বার্থপর যে না হলেই নয়

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বড় কোন লক্ষ অর্জনেতো ছোটগুলোকে বিসর্জন দিতেই হবে’’------------ভাল লাগলো ভীষণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.