নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন যে ১০ টি সফটওয়্যার আপনার পিসিতে থাকা আবশ্যক !

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৩

এখন আমাদের ঘরে ঘরে একটি করে ল্যাপটপ বা ডেক্সটপ পিসি আছে। কেউ কিনেছি শখের বসে আবার কেউ প্রফেশনাল কাজ করার জন্য। তবে উদ্দেশ্য যাই হোক না কেন বর্তমানে খুব প্রয়জনের একটি ইলেক্ট্রনিক যন্ত্র। প্রায় সব ক্ষেত্রেই এখন পিসির ব্যবহার হচ্ছে এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে। তাহলে জেনে নিন যে ১০ টি সফটওয়্যার আপনার পিসিতে থাকা আবশ্যকঃ
১. ব্রাউজারঃ ব্রাউজার অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুলস, ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্রাউজারের কোন বিকল্প নেই। আপনি ফেসবুক চালান বা গুগলে সার্চ করেন ব্রাউজার আপনার লাগবেই। উইন্ডোজ পিসিতে ডিফল্ট ভাবে “ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার” দেয়াই থাকে। এছাড়াও আরও অনেক জনপ্রিয় ব্রাউজার আছে যেমন, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম, ইত্যাদি।
২. সি ক্লিনারঃ বর্তমানে সবথেকে জনপ্রিয় ক্লিনার সফটওয়্যার এটি। আপনার পিসির কর্মক্ষমতা বৃদ্ধি করতে এই সফটওয়্যারের কোন তুলনা হয়না। মজার ব্যপের হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার।
৩. এভাইরাঃ এখন যেভাবে ভাইরাসের উৎপাত শুরু হয়েছে তাতে করে এন্টিভাইরাসের গুরুত্ব অনেক বেশী বেড়ে গেছে। ফ্রি এন্টিভাইরাসের ভেতরে আমার কাছে এভাইরা ২০১৫ বেশি ভালো লেগেছে।
৪. পেইন্ট.নেটঃ যাদের গ্রাফিক বা আকাআকির শখ আছে তাঁরা ব্যবহার করতে পারেন “পেইন্ট.নেট” এই সফটওয়্যারটি দিয়ে খুব সহজে আপনার ইচ্ছা মতো আকিঝুকি করতে পারবেন।
৫. মিডিয়া প্লেয়ারঃ পিসিতে একটি সুন্দর মিডিয়া প্লেয়ার থাকবে না তাকি হয়? উইন্ডোজের সাথে ফ্রি যে প্লেয়ার দেয়া থাকে সেটি দিয়ে সব ফরমেটের ভিডিও প্লে করা যায় না। তবে চিন্তা নেই কারন একটি একেবারে ফ্রি এবং বিশ্বের ১ নম্বর টুলস।
৬. পিডিএফ রিডারঃ বর্তমানে ওয়েবে এমন হাজারো রিসোর্স আছে যেগুলো শুধুমাত্র পিডিএফ আকারে পাওয়া যায়। আর এগুলো পড়তে হলে অবশ্যই আপনার পিসিতে একটি ভালো পিডিএফ রিডার থাকা চাই।
৭. উইন রারঃ কোন ফাইল জিপ করতে বা আন-জিপ করতে উইন রারের কোন তুলনা নেই। আমি ব্যক্তিগত ভাবে এটি আপনাদের ব্যবহার করতে বলবো। চাইলে ডাউনলোড করতে পারেন এখন থেকে।

৮. হার্ডডিস্ক ডিফেন্ডারঃ ইন্টারনেটে অনেক ফ্রি টুলস পাওয়া যায় যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে নিজের পিসির হার্ডডিস্কের যত্ন নিতে পারেবেন।
৯. নোটপ্যাড প্লাসঃ লিখালিখির জন্য বা কোডিং লিখার জন্য অসাধারণ একটি অ্যাপ নোটপ্যাড প্লাস।
১০. স্কাইপিঃ প্রিয়জনের সাথে ফ্রিতে ভয়েস এবং ভিডিও কল করার জন্য অসাধারণ একটি টুলস স্কাইপ। লেটেস্টবিডিনিউজ.কম/এইচএ
...........সংগৃহিত ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার সব গুলি কিন্তু আবশ্যক নয়।
আরো অনেক প্রয়োজনীয় কিছু বাদ দিয়েছেন আপনি।

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ১, ২, ৭ ফ্রি ইউজ করলে পস্তাইতে হইবেক। কারণ আসল কামের জিনিস প্রিমিয়াম। আর ক্রাক করলে ভাইরাস ফ্রি। :#) :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.