![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সম্পর্কের মধ্যে বন্ধুত্বই সেরা সম্পর্ক। বন্ধুত্বের প্রথম শর্ত হল একজন অন্যজনকে বুঝবে, তার সুখে সুখী হবে আর দুঃখে দুঃখী। দুজনের পছন্দ অপছন্দে মিল থাকবে আর মিল থাকবে রুচিতে। বন্ধুত্বে প্রতিযোগিতাও থাকতে পারে তবে তা খুব কুৎসিত আকার কখনও ধারণ করবে না, করলে আর সেটি বন্ধুত্বের পর্যায়ে থাকবে না। সবচেয়ে বড় কথা বন্ধুদের মধ্যে আস্থা ও বিশ্বাস থাকতে হবে। বন্ধুত্বের মূল ভিত্তি হল বিশ্বাস। সেরা বন্ধু একসময় প্রেমিক-প্রেমিকা হয়ে উঠতে পারে সেটাও হতে হবে বিশ্বাসের ভিত্তিতেই। “বন্ধুত্ব আমাদের মনে নির্ভরতার অনুভূতি সৃষ্টি করে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বন্ধুত্ব গড়ে তোলার মাধ্যমে মানুষ একাকীত্ব, নিঃসঙ্গতা ও বিষন্নতার অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারে।” বন্ধু বেছে নেওয়ার ক্ষেত্রেও কিছুটা সতর্কতা প্রয়োজন। বিশেষ করে ফেইসবুক বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্যে যে বন্ধুত্ব গড়ে ওঠে সেখানে প্রকৃত বন্ধু কতজন তা প্রশ্নসাপেক্ষ| একেবারে অজানা অচেনা মানুষকে বন্ধু ভেবে চটজলদি তাকে বিশ্বাস না করাই ভালো। তাতে প্রতারিত হওয়ার ভয় থাকে না। মোটকথা বিশ্বস্ততা, নির্ভরযোগ্যতা তা থাকতে হবে।
©somewhere in net ltd.