![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বিশ্বের বিবেকবান কোন মুসলিমের সুখে আছি এ কথা টি বলার মতো সৎ সাহস আছে বলে আমার মনে হয়না। ভুলক্রমে যদি কেউ বলেই ফেলে আমি তো সুখেই আছি তবে বুঝে নিতে হবে দৃশ্যপটে লোকটি মানুষ বটে তবে মানবতাহীন আজন্ম স্বার্থসন্ধানী কিছু সুশিল সমাজের ঘৃণিত অংশীদার । একজন মুসলমানের জন্য যদি ঐশ্বর্য্য আর প্রাচুর্যের সমন্বয়ে উৎকণ্ঠাহীন নিরাপদ জীবনের অবস্থান কে সুখের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয় তাহলে হয়তোবা সত্যিই উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু নামধারী মুসলিম শুধু সুখ নয় বরং পরিবার পরিজন আর আদরের সন্তানদের নিয়ে জীবনের জান্নাতে জীবন উপভোগে মত্ত রহিয়াছে। বিলাস বহুল আয়েসি জীবনে উদ্বৃত্ত খাদ্য বস্ত্র আর বাসস্থানের সংকুলানে মগ্ন যারা শুধু মাত্র বেঁচে থাকার জন্য ভাত কাপড় আর একটু মাথা গোঁজার ঠায়ের নিমিত্তে জীবনহানির দাঁড়প্রান্তে দাঁড়ানো উদ্বাস্তু নামক কষ্টের ময়দানে এইসব দৃষ্টিহীন মানুষের দৃষ্টি দেওয়ার সময় কই। ইদানীং নিজকে খুব অসহায় মনে হয়। প্রতিনিয়ত বিষন্নতায় ভরে থাকে বুক । বাবা হিসাবে সন্তানের প্রতি দায়িত্বপূর্ণ সম্পর্কের দায়িত্বে বার বার ভেসে উঠে ভূমধ্যসাগর তটে সিরিয়ার ছোট্ট শিশু নিজেরই সন্তান বয়সী মৃত আয়লান আর বেঁচে থাকা ওর অসহায় বাবার করুণ মুখচ্ছবি । প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে যখন ভাবি সিরিয়া আর ফিলিস্তিনের কঙ্কালসার ক্ষুধাতূর নিস্পাপ শিশুদের কথা তখন বাষ্পাচ্ছন্ন দৃষ্টিতে ভেসে উঠে আমারই মতো স্বপ্নবৎ কিছু বাবার অসহায় করুণ আর্তনাদ । চিৎকার করে বলতে ইচ্ছে হয় বাবা হিসাবে আমি সুখে নেই সুখে নেই। খুব জানতে ইচ্ছে হয় হে মুসলমান বাবা হিসাবে তুমি কি সত্যিই সুখে আছো।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ভুল লজিক থেকে এগুলো বলছেন; বেঁচে থাকাই সুখের বিষয়; আপনি কি জীবিত নন?