নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু উপর কেন বড় ধরণের গবেষণা নাই?

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৭



বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ভারত যখন ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায় তখন অনেকে নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তাদের মধ্যে মোহনদাস করমচাঁদ গান্ধী সবাইকে ছাড়িয়ে ভারতীয়দের মাথায় মুকুট হোন। অহিংস আন্দোলনের রুপকার করমচাঁদ গান্ধী। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে উপাধি দেন "মহাত্মা" এর পর থেকেই তিনি সবার কাছে পরিচিত মহাত্মা গান্ধী নামে। ভারতীয়রা শুধু তাকে জাতির পিতা বানাননি তার জীবনী নিয়ে গবেষণা করেছে অনেকে। এক প্রতিবেদনে দেখেছিলাম প্রায় ৩০ জন ছাত্র গান্ধীজীর জীবনীর উপর পিএইচডি করেছে।

পক্ষান্তরে, আমাদের স্বাধীনতার স্হপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁরও রয়েছে সূদীর্ঘ রাজনীতির জীবনের ইতিহাস, কিন্তু আজও বিশ্ববিদ্যালয়ে অধীনে তাকে নিয়ে বড় ধরণের গবেষণা হয়েছে বলে আমার জানা নাই, কোন ছাত্র তাঁর জীবনীর উপর পিএইডি করেছে বলে মনে হয় না। কিন্তু কেন হচ্ছে না বা হবে না? ব্যাক্তিগতভাবে অনেকে তাঁর জীবনী লিখেছেন তবে তা চাহিদার চেয়ে অনেকটা অপ্রতুল।

ছাত্রদল বা ছাত্রশিবির গবেষণা করবে না, কিন্তু ছাত্রলীগের মধ্যে কি এমন কেউ নাই যে তাঁদের দলের প্রতিষ্ঠাতা তথা বাংলাদেশের মহানায়কের নিয়ে একটা বড় ধরণের গবেষণা করতে পারে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার জানা মতে, জবি ও চবির পাঠ্যসূচিতে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বইটি পড়ানো হয়।

তবে তাকে নিয়ে উচ্চতর গবেষণা হয় কি না জানা নেই।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:৪১

শাহিন-৯৯ বলেছেন: তবে তাকে নিয়ে উচ্চতর গবেষণা হয় কি না জানা নেই আমারও ভাই বেশি জানা নেই তবে সম্ভবত হয় না।

এই বইটি কারোর গবেষণাকৃত নয়। ধন্যবাদ মন্তব্যর জন্য।

২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:



কারণ উনার রাজনীতির মুল ২টি ভাবনা: ৬ দফা ও বাকশাল কার্যকরী করা হয়নি। আবার বাংগালীরা রাজনীতি এতই কম বুঝেন যে, সঠিভাবে ১ পাতাও লিখতে পারেন না; স্বয়ং ড: এমাজুদ্দিন সাহেব গার্বেজ লেখেন; এটাই হয়তো বড় কারণ যে, শেখ সাহেবের রাজনীতি নিয়ে কেহ গবেষণা করেনি।

ছাত্রদল সৃস্টি করেছে চোর-ডাকাত; শিবির সৃস্টি করেছে জল্লাদ ও রগকাটা; ছাত্রলীগ জন্ম দিয়েছে মাফিয়া; এরা কোনকালে কোন কিছুর উপর গবেষণা করার কথা নয়; এগুলো জাতির শত্রু।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:৪৫

শাহিন-৯৯ বলেছেন: কারণ উনার রাজনীতির মুল ২টি ভাবনা: ৬ দফা ও বাকশাল কার্যকরী করা হয়নি। আমারও দৃষ্টিতে এটাই সম্ভবত মূল কারণ কেউ গবেষণা করতে গেলে তার এই ব্যার্থতা উঠে আসবে এই ভয়ে হয়তো কেউ করতে রাজী হয় না। তবে গবেষণা খুবই দরকার কারণ যে হারে ইতিহাস বিকৃত হচ্ছে তাতে অচিরেই উদ্ভট কিছু জন্ম হবে।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


পরীক্ষার খাতায় ১০ লাইন মুখস্হ কবিতা লিখতে দিলে বাংগালীদের নকল করতে হয়েছে; এখন বোধ হয়, মুখস্হ কবিতা লিখতে দেয়া হয় না; ফলে, এদের ইতিহাস হবে, ফেসবুকের ইতিহাস। শেখ সাহেবের নাম থাকবে, তবে উনি কি করেছিলেন, সেটা হয়তো কেহ জানবে না।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ২:০৪

শাহিন-৯৯ বলেছেন: মানুষ দোষেগুনে হয়, উনার হয়তো অনেক দোষ ছিল, কিন্তু দেশের জন্য উনার অবদান, উত্তাল দিনগুলিতে উনার অনেক সঠিক সিধান্ত আজকের বাংলাদেশের জন্ম। তাই উনার ইতিহাস সঠিকভাবে থাকা উচিত।

৪| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ২:৪২

নরাধম বলেছেন: নিরপেক্ষভাবে গবেষণা করতে গেলে তার কল্লা যাবে আ'লীগের হাতে। কার এত ঠেকা পড়ছে কল্লা হারানোর?

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

শাহিন-৯৯ বলেছেন: আপনার কথা ঠিক, কিন্তু দিন যত যাবে বঙ্গবন্ধু অবদান তত কমবে ইতিহাসে আওয়ামলীগকে সেটা মনে রাখতে হবে।

৫| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৩:৩০

এম এল গনি বলেছেন: তাঁর বিখ্যাত কোট গায়ে পড়ে সবাই টাকা কামাতে ব্যস্ত, গবেষণা করার সময় কই?

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

শাহিন-৯৯ বলেছেন: তাঁর বিখ্যাত কোট গায়ে পড়ে সবাই টাকা কামাতে ব্যস্ত, গবেষণা করার সময় কই?
আওয়ামলীগ বঙ্গবন্ধকে এখন ব্রান্ড ভ্যালু হিসাবে দেখে।

৬| ১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাধা মানুষ জন সব পড়াশোনা ছেড়ে দিয়েছে। তারা নগদ নারায়নে বিশ্বাসী। জ্ঞান চর্চা উহাদিগের কর্ম নহে।

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১

শাহিন-৯৯ বলেছেন: অতি সুন্দর একটি মন্তব্যর জন্য আপনাকে আমার প্রাণঢালা অভিনন্দন।

৭| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলেই।

এটা কেও ফিল করেনা।

বিভিন্নরকম কাজে বঙ্গবন্ধুর নাম ব্যবহারে ব্যস্ত। কারও যদি কোন প্রতিষ্ঠান সরকারি করার ইচ্ছে থাকে তবে এই নামটা ব্যবহার করিয়া থাকেন।

উদর পূর্তীর জন্য বিরানির প্যাকেটেও নাম ও ছবি লাগাই...
পরে সেটা ডাষ্টবিনে ফালাই। অথবা, পড়ে ছাত্রলীগের পায়ের তলায়।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০১

শাহিন-৯৯ বলেছেন: বর্তমানের বস্তবতা আপনি বলেছেন অস্বীকার করার কোন কারণ নাই।

৮| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৯

খাঁজা বাবা বলেছেন: ফেসবুকের ইতিহাসে লিখবে, ফেসবুক বংগবন্ধুর স্বপ্ন ছিল :-B

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০২

শাহিন-৯৯ বলেছেন: মতিয়া চেীধুরী বলেছিলেন- থ্রী-জি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।

৯| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: man is the architect of his own fate

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৬

শাহিন-৯৯ বলেছেন: মানুষ তার নিজ ভাগ্যের স্থপতি ঠিক, তিনিই তাই করেছেন। আমাদের উচিত শুধু তাকে সম্মান জানাও বা ভবিষ্যত প্রজন্মে জন্য সঠিক ইতিহাস রেখে যাওয়া।

১০| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

টারজান০০০০৭ বলেছেন: তাহারে নিয়ে বড় গবেষণার আসলেই প্রয়োজন আছে ! দেশের ইতিহাসের স্বার্থেই প্রয়োজন। সমস্যা হইল, নির্মোহ দৃষ্টিভঙ্গি লইয়া কে গবেষণা করিবে? বামাতী, জামাতী, বাআল, আবাল দৃষ্টিভঙ্গি লইয়া গবেষণা করিলে সত্য নিজেই পলাইতে চাহিবে !

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৭

শাহিন-৯৯ বলেছেন: একদম হাসা কথা কইছেন ভাই টারজান০০০০৭।

১১| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

কালীদাস বলেছেন: করে গবেষণা, সুবিধাবাদী কিছু হারামী টাকা কামানোর জন্য করে। খুঁজলে পিএইচডিও পাওয়া যাবে কয়েকটা, পলিটকাল!

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.