নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধারা কেন এত বির্তকে?

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৫


ছবি-গুগলের সেীজন্যে।

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। যাদের কল্যাণে আমাদের এই মহা অর্জন তাঁরা কেন যুগে যুগে এত মহা বির্তকে? বইয়ের পাতায় উত্তর খোঁজার চেষ্টা করেছি, সঠিক সমাধান মনে হয় পায়নি। তাই আমার সেই ছোট প্রশ্নগুলো ব্লগে দিলাম। এখানে যেমন আছেন বীর মুক্তিযোদ্ধা, তেমনি আছেন যুদ্ধের প্রত্যেকদর্শী। আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আছেন বিদেশে নামী প্রতিষ্টানে কর্মরত ভাই-বোনেরা। আশাকরি তাদের উত্তরগুলো আমার সঠিক জানতে সাহায্য করবে।

১) প্রথমে বঙ্গবন্ধুর শাসন আমল ধরি, তখন বঙ্গবন্ধু সবচেয়ে কট্টোর বিরুধী জাসদ। জাসদের নেতৃত্বে যারা ছিলেন তাদের অনেকে মুক্তিযুদ্ধে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। যদি নাম বলি- সেক্টর কমান্ডার মেজর (অব) এম এ জলিল (বীর উত্তম), সেক্টর কমান্ডার কর্নেল তাহের (বীর উত্তম) । জাসদ তৎকালীন মুজিব সরকারের নামে সত্য-মিথ্যা নানা ঘঠনা প্রচার করে, আর সেই সব প্রচারের সুযোগ নিয়ে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে।
প্রশ্ন হচ্ছে: যারা বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করল জীবন বাঁজী রেখে তাঁরা কেন বঙ্গবন্ধু নীতির উপর বিশ্বাস রাখলেন না? এখানে কাদের নীতি সঠিক ছিল- বঙ্গবন্ধু সরকারের নাকি জাসদের নেতৃত্ব থাকা বীর মুক্তিযোদ্ধাদের?

২) বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে শরীফুল হক (ডালিম) ছিলেন বীর উত্তম। অন্যদের মধ্যে অনেকে ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
প্রশ্ন হচ্ছে: যে দোষের কারণে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সত্যি কি বঙ্গবন্ধু সেই দোষগুলো করেছিলেন নাকি এসব মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নামে মিথ্যা অপবাদ দিয়েছিলেন?

৩) বঙ্গবীর কাদের সিদ্দিকী একমাত্র বেসামরিক বীর উত্তম খেতাব প্রাপ্ত ব্যাক্তি, তিনি এখন নব্য রাজারকার হিসাবে আওয়ামলীগের কছে পরিচিত। এ কে খন্দকার (বীর উত্তম) মুক্তিযোদ্ধের সময় ছিলেন ডেপুটি চিফ স্টাফ। ১৯৭১-ভিতরে বাহিরে নামের একটি বই লিখে নায়ক থেকে হয়ে গেলেন ভিলেন, হারালেন সেক্টর ফোরামের সভাপতি পদ।
প্রশ্ন হচ্ছে: তাঁরা যা বলছে মুক্তিযোদ্ধা নিয়ে সেটাই সঠিক নাকি তাঁদের নব্য রাজাকার উপাধি দেওয়া ব্যাক্তিদের বক্তব্য সঠিক?

৪) আজ দেখলাম টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধারা অন্যের বাবা, নানা-দাদা হচ্ছেন!!!
প্রশ্ন হচ্ছে: এসব মুক্তিযোদ্ধারা কি অভাবের তাড়নায় এগুলো করছে নাকি টাকার লোভে পড়ে?

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


এগুলোর উত্তর আছে; সমস্যা হলো, উত্তরগুলো বুঝতে হলে অনেক ঐতিহাসিক ঘটনাবলীকে বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং আপনাকে ওপেন-মাইন্ডেড হতে হবে; মুক্তিযুদ্ধের ইতিহাসও জানতে হবে।

অনেক টাইপ করতে হবে, আমি অতো টাইপ করতে চাচ্ছি না।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৯

শাহিন-৯৯ বলেছেন: আমি মুক্তিযোদ্ধের উপর কিছু বই, কলাম পড়েছি। কিন্তু সবাই সবার পক্ষ দিয়ে লিখে তাই সঠিক জানা হয় না। আপনার জানা কোন বই কি আছে যা দলকানার বাহিরের কারোর লেখা।

২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


না, আমার পরিচিত কোন মুক্তিযোদ্ধা কোন বই লিখেননি; ফলে, বলতে পারবো না। জেনারেল জিয়া নাকি লিখেছেন, আমি পড়িনি; বাকী দু'চার জন লেখক আমাকে কিছু বই উপহার দিয়েছিলেন, গার্বেজ; ফেলে দিয়েছি।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৭

শাহিন-৯৯ বলেছেন: আমার ইতিহাস জানার শেষ ভরসাটুকু বুঝি শেষ হয়ে গেল!

৩| ২৬ শে মার্চ, ২০১৮ ভোর ৬:০৯

অগ্নিবেশ বলেছেন: লেঞ্জা লুকানো কঠিন।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

শাহিন-৯৯ বলেছেন: বেসম্ভব সুন্দর মন্তব্য

৪| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি আপনাকে অ্যান্টি-পার্টি মনে করতাম? কিন্তু এখন দেখছি, আপনার নিজের কনসেপ্টই ক্লিয়ার নয়!!

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

শাহিন-৯৯ বলেছেন: ভাই রাজনীতি করি না, সত্য জানার ইচ্ছা থেকে প্রশ্নগুলো করা, আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা !

৫| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫৬

রাফা বলেছেন: একজন রাজাকার যেমন আজিবন রাজাকার ।তার আদর্শের ধারক বাহকরাও রাজাকার।

কিন্তু একজন মুক্তিযোদ্ধা কখনই আজিবন মুক্তিযোদ্ধা নয়।তাকে প্রতিদিন দেশপ্রেমিকের পরিক্ষা দিয়ে প্রমাণ করতে হয় সে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১

শাহিন-৯৯ বলেছেন: আমার প্রশ্নের উত্তর পেলাম না শুবু তবলার আওয়াজ পেলুম!

৬| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: এই ব‍্যাপারে অনেক কিছু বলার আছে । মুক্তি যোদ্ধা যা এদেশে স্বাধীন করেছেন। এটা ই সত্যি। আর তারা সবচেয়ে বেশি সম্মানের যোগ্য।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

শাহিন-৯৯ বলেছেন: সহমত! কিন্তু আমরা কি তাদের উপযুক্ত সম্মান দিয়েছি নাকি তারাও অনেক করছে?

৭| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫

নেয়ামুল নাহিদ বলেছেন: অসাধারণ কিছু প্রশ্ন করেছেন, প্রতিটা প্রশ্নের উত্তর খুঁজতে অনেক স্টাডি দরকার। ওই প্রশ্নগুলো আমারো :)

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

শাহিন-৯৯ বলেছেন: স্টাডি করুন আশাকরি সঠিকটা পাবেন!

৮| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫০

কলাবাগান১ বলেছেন: ছুপা রাজাকারে ভর্তি সামু...মনে হচ্ছে জামাতি-রাজাকার রা যেমন ভাবে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস পায়, এই পোস্ট ও সেরকম...স্বাধীনতার এত বছর পরেও এমন পোস্ট দেখব বলে ভাবি নাই। কিন্তু আশার কথা যে আগে এই সব প্রয়াস ছিল ফলপ্রসু...কিন্ত ইন্টারনেটের কল্যানে এখনকার তরুন প্রজন্ম জানে সত্যিকারের ইতিহাস..এই সমস্ত জামাতি-রাজাকারদের প্রয়াস কে খুব সহজ ভাবেই বুঝতে পারে

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

শাহিন-৯৯ বলেছেন: ভাই জাসদের ইতিহাস কি কখনও পড়েছেন? জাসদের উইকিপিডিয়াটাও একটু পড়ুন!

৯| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭

কলাবাগান১ বলেছেন: উপরের তিন রাজাকাকার বান্ধবদের এই পোস্টের প্রতি 'সমর্থন' ই বুঝা যায় যে স্বাধীনতার সংগ্রাম এখনও শেষ হয় নাই...১৯৭১ সনে যেমন রাজাকার রা ছিল পাকি বন্ধু হিসাবে... একনও তাদের প্রেতাত্না বেছে ভিন্ন মোড়কে....এরাই বেশী ডেন্ঝারাস..সুন্দর সুন্দর কবিতা লিখবে আর সময় মত নিজের আসল চেহারা দেখাবে "এ ব্যাপারে অনেক কিছু বলার আছে"...কিছুই বলার নাই...স্বাধীনতার ইতিহাস আলোর মত স্বচ্ছ

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

শাহিন-৯৯ বলেছেন: আমার প্রশ্নেরগুলো উত্তর দিতে পারলে আপনাকে আমি স্যালুট করব!

১০| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৯

এম কে বলেছেন: রাফা ভাই দারুণ বলেছেন, "একজন রাজাকার যেমন আজিবন রাজাকার ।তার আদর্শের ধারক বাহকরাও রাজাকার।
কিন্তু একজন মুক্তিযোদ্ধা কখনই আজিবন মুক্তিযোদ্ধা নয়।তাকে প্রতিদিন দেশপ্রেমিকের পরিক্ষা দিয়ে প্রমাণ করতে হয় সে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই।"
আত্মত্যাগ/আত্মবলিদান এই শব্দ সমূহের চর্চাকারীদের সংখ্যাটা নেহায়েত কম না তথাপিও আপনাকে খুজে নিতে হবে আত্মত্যাগকারী/আত্মবলিদানকারীর কী বিনিময় চাইবার সুযোগ থাকে????
আর বিনিময়/শর্তারোপ কি আত্মত্যাগ/আত্মবলিদানকে প্রশ্নবিদ্ধ করে তোলে না???

*** বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি বাঁক ঘুরে দেখেছি, যে বিষয়টা নির্মম সত্য বলে মনে হয়েছে, এই জনপদের মানুষদের বৃহৎ অংশের মাঝে এযাবৎ "দেশজ চেতনা" গড়ে ওঠেনি। দেশমাতৃকার যতটুকু অর্জন সেটুকু আমাদের স্বার্থবাদী কামড়া-কামড়ীর উৎপাতে বিচ্ছিন্নভাবে পাওয়া।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

শাহিন-৯৯ বলেছেন: গঠনমূলক সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ!

১১| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৩

এম কে বলেছেন: বি: দ্র:-
স্বাধীনতার স্বাদ কী আমরা পেয়েছি??
মুক্তির আস্বাদ আমরা পেলাম কবে???
.......

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১

শাহিন-৯৯ বলেছেন: স্বাধীনতার স্বাদ এমনিতে আসবে না, আমাদেরকে তা আনতে হবে!

১২| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথা শুনে খুশি হলাম।

ব্লগারদের দলকানা হলে চলে না। শুধু ব্লগার কেন? দেশ প্রেমিকরা মোসাহেব/দলকানা হতে পারে না। তাদের কাছে দলের চেয়ে দেশমাতা বড়। আর মায়ের অপমান কোন ছেলে সহ্য করতে পারে???

লিখতে থাকুন। সাথে আছি।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

শাহিন-৯৯ বলেছেন: পূনরায় এসে সুন্দর মন্তব্য জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। আশাকরি সর্বদা পাশে থেকে উৎসাহ দিবেন। আমাদের মধ্যে মতের অমিল থাকবে কিন্তু তা যেন হিংসায় রুপ না নেয় কখনও।

১৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০

এম কে বলেছেন: মো নিজাম উদ্দিন মন্ডল ভাই
দেশমাতৃকার প্রশ্নে হৃদয়ে একটা লাইন লিখে রেখেছি, " ডান-বাম নয় হাটতে হবে বাংলাদেশ বরাবর"।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

শাহিন-৯৯ বলেছেন: দেশমাতৃকার প্রশ্নে হৃদয়ে একটা লাইন লিখে রেখেছি, " ডান-বাম নয় হাটতে হবে বাংলাদেশ বরাবর"
এটাই বর্তমান প্রজন্মের একান্ত চাওয়া শুধু দলকানারা বাদে।

১৪| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

এম কে বলেছেন: যথার্থই বলেছেন শাহিন ভাই

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:০১

শাহিন-৯৯ বলেছেন: মন্তব্যটির জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

১৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৪

রাকু হাসান বলেছেন: বামপন্থিদের সাথে আগে থেকেই শেখ মুজিবের আর্দশগত বিরোধ ছিল । যা আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দেখতে পায় ..দিন দিন এই বিরোধ প্রকট ই হয়েছে । ভাল লিখেছেন ....

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:২১

শাহিন-৯৯ বলেছেন:



বর্তমান সময়ে আপনি যদি শেখ হাসিনার আশ-পাশ ভাল করে দেখেন, দেখবেন এদের ভিড় জমে গেছে। বর্তমান এই উদ্ভট রাজনীতির অনেকটাই কারণ তাঁরা।

ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.