নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
বেশ কয়েকদিন সামুতে ঢুকতে পারিনি, ঢুকতে পারিনি বললে ভুল বলা হবে বার বার ভিপিএন চালু করে ঢুকতে খুব বিরক্ত লাগছিল তাই ঢুকা হয়নি, গত কয়েক দিন ঢুকছি এখানে, এসে দেখি সামু জমে খির, প্রকৃত বাঙ্গালীর স্বভাব ফুটে আছে ফুটন্ত গোলাপের মত।আমরা যে এখনো মানুষ হতে পারিনি তা ভাল করে আর একবার উপলব্ধি করলাম।
কিন্ত হঠাৎ কেন এত আজাইরা ঝামেলা নিয়ে হইচই শুরু করতে হল, সামু উন্মুক্ত সবার জন্য এখানে শুধু রাষ্ট্র বিরুধী লেখা ছাড়া সব ধরণের পোস্ট করার সুযোগ আছে, ব্যাক্তি আক্রমন নিষিদ্ধ এটা সভ্য সমাজেও বড়ই বেমানান, তবুও এখানে সেই কাজ চলছে বেশ পক্ষ-বিপক্ষ দল বেঁধে যার অর্থ দাঁড়ায় আমরা এখনো সভ্য সমাজে বাস করার উপযোগী নই (কিছু মানুষ সর্বদা ব্যতিক্রম থাকে)।
পুরানো কিছু লেখা পড়ছিলাম, দেখলাম কত চমৎকার ছিল তখন. বেশিদিন তো হয়নি! বছর দেড়-দুই হবে।রিতিমত জরিপ চলত এখানে- কে বেশি কোন শাখায় জনপ্রিয়, সেরা কবিতা, সেরা কবি, সেরা গল্প, সেরা গল্পকার, সেরা রাজনীতি লেখক, সেরা রম্য লেখক ইত্যাদি।
কিন্তু এখন জরিপ করলে রাখতে হবে কে বেশি ফালতু পোস্ট করছে কে বেশি বড় মাপের ছাগল ইত্যাদি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক নবীন লেখকের সর্ম্পকে জানার সুযোগ হয়েছে আমার, বেশিভাগ লেখক সামুর প্রতি কৃতজ্ঞ কারণ তাদের অনেকের লেখার হাতে খড়ি হয়েছে এখানে, এরা এখন নিয়মিত এখানে লেখেন না তবে বইমেলা এগিয়ে আসলে এদের আনা-গোনা বেড়ে যায়, আর কিছুদিন পর সেটা লক্ষ্য করতে পারবেন।
মানুষ দিনকে দিন উন্নতি করে, নিজেকে উপস্থাপন করে দশের মাঝে কিন্তু আমরা কি করছি? উন্নতি সূচক আমাদের উদ্ধগতি তবে ভাল দিকে নয় খারাপের দিকে।আগে এখানে লেখক, কবি জন্ম হত এখন আমরা ছাগল পয়দা হচ্ছি।
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
শাহিন-৯৯ বলেছেন:
আমি আশাবাদী মানুষ, নিরাশ খুব কম হই কিন্তু যখন দেখি ইচ্ছে করে কেউ ভুল করছে তখন বড়ই আফসোস জন্ম নেয় মনে।
শুভ কামনা রাজীর নুর ভাই।
২| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
নূর আলম হিরণ বলেছেন: সামুর মডারেশন সিস্টেম ভেঙ্গে পড়ছে মনে হয়। সামুর প্রতি আন্তরিক ব্লগার খুব দেখা যাচ্ছে না!
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
শাহিন-৯৯ বলেছেন:
সামুর মডারেটর কাভা ভাই সাম্প্রতিক বাবা হয়েছেন, তাঁর জীবনে এখন এক ভিন্ন পৃথিবীর আগমন, হয়তো সে জন্য সে খুব বেশি এখানে সময় দিতে পারছে না। কিন্তু আমার প্রশ্ন হল- এখানে যারা লিখছে তারা সবইতো সচেতন নাগরিক, ভাল-মন্দ খুবই সুচারুভাবে বিশ্লেষণ করতে পারে তারা কেন ইচ্ছেকৃতভাবে দলবেঁধে ঝগড়ায় নামছে।
শুভ কামনা হিরণ ভাই।
৩| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনার মনে আছে, ২০১৩ সালে 'খাজাবাবা' নামে একজন ব্লগারকে হত্যা করা হয়েছিলো? 'খাজাবাবা'র তথ্য ব্লগ থেকেই বাহিরে গিয়েছিলো।
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
শাহিন-৯৯ বলেছেন:
আমি তখন এই ব্লগে একাউন্ড খুলিনি, মাঝে-মধ্যে পড়া হত আর কি। সত্য বলতে ব্লগ নিয়ে তখন আমার আগ্রহ ছিল না একদম। প্রযু্ক্তি কিছু ব্লগ নিয়মিত ফলো করতাম।
খাজাবাবা বিষয়টি আমার জানার বাহিরে।
শুভ কামনা।
৪| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি আশাবাদী মানুষ, নিরাশ খুব কম হই কিন্তু যখন দেখি ইচ্ছে করে কেউ ভুল করছে তখন বড়ই আফসোস জন্ম নেয় মনে।
শুভ কামনা রাজীর নুর ভাই।
কিছু দুষ্টলোক সব জাগায়ই থাকে, মক্কা মদীনায়ও আছে।
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
শাহিন-৯৯ বলেছেন:
কিছু দুষ্টলোক সব জাগায়ই থাকে, মক্কা মদীনায়ও আছে।
একদম খাঁটি কথা বলেছেন।
কিন্তু রাজনীতিতে একটা কথা আছে- রাজনীতি করতে হলে খারাপ-ভাল দুটোই লাগে কিন্তু খারাপ যখন ভালকে অতিক্রম করে তখন বুঝতে হবে সামনে মহাবিপদ তাই যতদ্রুত সম্ভব খারাপটা ছেঁটে নিম্নমূখী করতে হবে।
৫| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক। এখানে ইদানীং আজাইরা কর্মকাণ্ড'ই বেশি চলে।
অপ্রিয় হলেও সত্য, বর্তমান সামু যেনো আমাদের দেশের, আমাদের সমাজের ভার্চুয়াল প্রতিচ্ছবি। সমাজে কেউ কাউকে আঘাত করলে, হানাহানি মারামারি করলে ভদ্র-সুশীল সম্প্রদায় নিরাপদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্যাখেন, মজা নেন। আবার অতি উৎসাহী কেউকেউ এগিয়ে গিয়ে যেমন ঝামেলার মাঝখানে পানি না ঢেলে, পেট্রোল ঢালেন এবং ঝগড়াফ্যাসাদকারীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উৎসাহ দেন। সামুতেও এখন ওসব চলছে।
সামুর প্রশাসন আছে। আইনকানুন আছে, আইনকানুনের ফাঁকফুকুর আছে। তাই এসব বন্ধের কোনো নামগন্ধ নেই!!
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
শাহিন-৯৯ বলেছেন:
প্রিয় হলেও সত্য, বর্তমান সামু যেনো আমাদের দেশের, আমাদের সমাজের ভার্চুয়াল প্রতিচ্ছবি। সমাজে কেউ কাউকে আঘাত করলে, হানাহানি মারামারি করলে ভদ্র-সুশীল সম্প্রদায় নিরাপদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্যাখেন, মজা নেন। আবার অতি উৎসাহী কেউকেউ এগিয়ে গিয়ে যেমন ঝামেলার মাঝখানে পানি না ঢেলে, পেট্রোল ঢালেন এবং ঝগড়াফ্যাসাদকারীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উৎসাহ দেন। সামুতেও এখন ওসব চলছে।
সামুর প্রশাসন আছে। আইনকানুন আছে, আইনকানুনের ফাঁকফুকুর আছে। তাই এসব বন্ধের কোনো নামগন্ধ নেই!!
একদম নিখুঁত বাস্তবতা তুলে ধরেছেন এই কয়েকটি লাইনে। চমৎকার বিশ্লেষণে আমার আন্তরিক ধন্যবাদ।
৬| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আপনার মনে আছে, ২০১৩ সালে 'খাজাবাবা' নামে একজন ব্লগারকে হত্যা করা হয়েছিলো? 'খাজাবাবা'র তথ্য ব্লগ থেকেই বাহিরে গিয়েছিলো।
ব্লগারের নাম ছিল রাজিব নিক ছিল : থাবা বাবা।
০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
বিষয়টি আমার জানার বাহিরে। তাই এই বিষয় কোন মন্তব্য করার সুযোগ আমার নাই।
৭| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
@মোহাম্মদ সাজ্জাদ হোসেন ,
ধন্যবাদ, আমি ভুল নিক দিয়েছিলেম। ব্লগিং-বিরোধীরা সব সময়ই ব্লগেই ছিলো।
৮| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ আপনাকেও, এই বিষয়টা নিয়ে লেখার জন্য। ভালো থাকবেন।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩
শাহিন-৯৯ বলেছেন:
আপনাকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ও মন্তব্যটির জন্য।
৯| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন:
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:০৬
শাহিন-৯৯ বলেছেন:
আলোকিত মানুষ।
১০| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
রাকু হাসান বলেছেন:
দুঃখজনক । তবে সামুর হারানো জৌলুশ ফিরে পাক সেই কামনা করি । আমরা সবাই মিলে এই কাজটি করতে হবে । খুব সহজেই লেখার সুযোগ পেয়ে সেটার সঠিক ব্যবহার করা হচ্ছে না ।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১১
শাহিন-৯৯ বলেছেন:
যারা সামুতে লিখতে লিখতে আজ লেখক তারা যদি মাসে দুই একটি লেখা এখানে পোস্ট করেন আমার মনে হয় সামু আগের মত ভরা যেীবনা হয়ে উঠবে কিন্তু দুখের বিষয় ঐসব লেখকেরা শুধুমাত্র বইমেলা টার্গেট করে এখানে আসে বইয়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য।
খুব সহজেই লেখার সুযোগ পেয়ে সেটার সঠিক ব্যবহার করা হচ্ছে না।
কথা একদম ঠিক, আমি সচলায়তন নামক একটি ব্লগে অনেক চেষ্টা করেও নিক খুলতে পারিনি। ঐদের শর্ত বেশ কঠিন। কিন্তু এখানে সহজে যা খুশি তাই লিখতে পারছি,
একটু শালীনতা, ভদ্রতা দেখালে কি সমস্যা? মাথায় ঢুকে না।
১১| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
সামু ব্লগ হিসেবে জনপ্রিয়তা পেতে সময় লেগেছে, এবং এই জনপ্রিয়তার কারণ হলো, অনেক ভালো ব্লগারের মননশীল পোষ্ট; এখন সামুতে অন্য ব্লগারকে টার্গেট করে পোষ্ট দেয়া হচ্ছে; তাতে আবার "লাইক" পাওয়া যাচ্ছে।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১৩
শাহিন-৯৯ বলেছেন:
বিষয়টি দুঃখজনক, আশাকরি সব ব্লগাররা নিজেদের সুন্দর সত্ত্বা ফুটিয়ে তুলবেন এখানে।
১২| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
নিমো বলেছেন: মূল প্রসঙ্গে যাবার আগে, যারা ব্লগটাকে অস্থিথিশীল করতে চাচ্ছে তাদের স্বরূপটা প্রকাশ করতে উৎসাহী। আপনি লিখেছেন সামু উন্মুক্ত সবার জন্য এখানে শুধু রাষ্ট্র বিরুধী লেখা ছাড়া সব ধরণের পোস্ট করার সুযোগ আছে, ব্যাক্তি আক্রমন নিষিদ্ধ এটা সভ্য সমাজেও বড়ই বেমানান।
নীল আকাশ একখানা গল্প লিখেছেন
view this link
তাতে উনি লিখেছেন স্বাধীনতা পর শেখ মুজিব সাহেব তো নিজেই বলেছেন যে, আমি এসব নষ্ট রক্ত দেশে রাখতে চাই না।
(সূত্রঃ কৃতজ্ঞতা ১, ১৯৯৮-পৃষ্ঠা ১৮)
এর বিপরীতে অপু দ্যা গ্রেট কিছু লিখেছেন তা ঐ গল্পে গিয়ে পড়ে নিন। এর পর নীল আকাশ লিখেছেন আমি কারো কথা আগে এবং পিছনে দেই নি। আমি শুধুই নীলিমা ইব্রহিমের বই থেকে লাইনটা তুলে ধরেছি। অথচ উনি যে নীলিমা ইব্রহিমের বইয়ের কথা বলছেন তাতে ঐ রক্ত নিয়ে লেখার আগেও দুটো কথা ছিল, সেগুলো নীল আকাশ লিখলেন না কেন ? শেখ মুজিবের চরিত্র হননটাই বুঝি মূখ্য উদ্দেশ্য গল্পর।
মূল প্রসঙ্গে যাবার আগে, যারা ব্লগটাকে অস্থিথিশীল করতে চাচ্ছে তাদের স্বরূপটা প্রকাশ করতে উৎসাহী। আপনি লিখেছেন সামু উন্মুক্ত সবার জন্য এখানে শুধু রাষ্ট্র বিরুধী লেখা ছাড়া সব ধরণের পোস্ট করার সুযোগ আছে, ব্যাক্তি আক্রমন নিষিদ্ধ এটা সভ্য সমাজেও বড়ই বেমানান।
নীল আকাশ একখানা গল্প লিখেছেন
view this link
তাতে উনি লিখেছেন স্বাধীনতা পর শেখ মুজিব সাহেব তো নিজেই বলেছেন যে, আমি এসব নষ্ট রক্ত দেশে রাখতে চাই না।
(সূত্রঃ কৃতজ্ঞতা ১, ১৯৯৮-পৃষ্ঠা ১৮)
এর বিপরীতে অপু দ্যা গ্রেট কিছু লিখেছেন তা ঐ গল্পে গিয়ে পড়ে নিন। এর পর নীল আকাশ লিখেছেন আমি কারো কথা আগে এবং পিছনে দেই নি। আমি শুধুই নীলিমা ইব্রহিমের বই থেকে লাইনটা তুলে ধরেছি। অথচ উনি যে নীলিমা ইব্রহিমের বইয়ের কথা বলছেন তাতে ঐ রক্ত নিয়ে লেখার আগেও দুটো কথা ছিল, সেগুলো নীল আকাশ লিখলেন না কেন ? শেখ মুজিবের চরিত্র হননটাই বুঝি মূখ্য উদ্দেশ্য গল্পর।
মা.হাসান উনি কুকুরের ছবি যুক্ত পোস্টে জাযাকাল্লাহু খাইরান বলে মুসলিম ও ইসলামের কতটা কল্যান সাধন করেন এই নিয়ে ব্লগের কোন ইসলাম নিয়ে মাতামাতি করা ব্লগারকে খুঁজে পেলাম না।
ব্লগের বর্তমান সমস্যার জন্য দায়ী ব্লগের ত্রুটিপূর্ণ মডারেশন, ডিজাইন ও অ্যালগরিদম।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৩২
শাহিন-৯৯ বলেছেন:
ইতিহাস চর্চার বিষয়, যে যত চর্চা করবে সে তত শিখবে, ইতিহাস নিয়ে সবাই একমত হবে না কখনও। কিছু ভিন্নমত থাকবেই।
উক্ত ব্লগার কেন উপরের লাইন দুইটি উহ্য রেখে পরে লাইন দিল তা আমি জানি না, গল্পটি আমি পড়িনি আপনি পড়েছেন নিশ্চই সেখানে একইভাবে তাঁর ভুল তুলে ধরেছেন? ব্যাস আপনি ভাল দিক এনেছেন সবাই পড়ছে বিচার করছে। গল্পটির মন্তব্য দেখলাম আপনার কোন মন্তব্য নেই, নাকি লেখক ডিলেট করে দিয়েছেন জানিনা।
কাভার মন্তব্যে দেখলাম আপনার দেওয়া ছবিটি লেখক তাকে রিফারেন্স হিসাবে দিয়েছে। এখানে লেখক কিছু লুকিয়েছে বলে আমার মনে হয়নি, এখন বিষয় হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে ভালবাসেন, কিন্তু সবাই তো আপনার মত করে ভাল নাও বাসতে পারে হয়তো কেউ কম ভালবাসেন আবার কেউ বিরুধীতা করেন, এটাই স্বাভাবিক নয় কি? বঙ্গবন্ধু রাজনীতিক ছিলেন তাঁর বিরুধী পক্ষ থাকবে তাঁর ভুল তুলে ধরবে এটাই রাজনীতি।
ঐ গল্পের প্রতিমন্তব্যে লেখক বলেছেন- একজনের লেখায় উনি কষ্ট পেয়ে এই লেখাটি লিখেছেন সত্য উন্মোচন করার জন্য। আপনার দৃষ্টিতে তা অসত্য, এখন আপনার উচিত আপনার দৃষ্টিতে সত্যটি তুলে ধরা এখানে, আমরা সবাই পড়ব। সত্য-মিথ্যা যে যার মত বিবেচনা করবে। আর এই পদদ্ধির জন্য ব্লগ নামক বস্তুটির জন্ম। দ্বি-মত হলেই সে কিছু জানেনা অসত্য বলছে এরকম মনোভাব না নিয়ে থেকে কাউন্টার লেখা লিখেন অবশ্যই যুক্তি দিয়ে তাহলে বিষয়টি নিয়ে জল ঘোলা হবে না।
১৩| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
১ জন ব্লগারের বিপক্ষে সামুতে পোষ্ট দেয়া অন্যায়; সামান্য এটুকু যাদের মগজে নেই, তাদের দিয়ে কি হবে?
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৪১
শাহিন-৯৯ বলেছেন:
ব্যাক্তিগত আক্রমন একদম ঠিক নই, ভিন্ন হলে তাকে ছোট ভাবা বোকামী, মন্তব্য-প্রতিমন্তব্য করতে করতে হয়তো অনেক সময় হয়ে এরকম কিছু কথা যা ব্যাক্তি আক্রমন পর্যায় পড়ে যায়, ঐটা দু'জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু রীতিমত পোষ্ট করে দলবেঁধে--
এগুলো একদম ঠিক নয়।
মানুষ মাত্র ভুল করে, কেউ না বুঝে, কেউ ইচ্ছেকৃত। আমাদের এখন উচিত এসব পিছে ফেলে সামনে এগিয়ে যাওয়া, কিভাবে আরও চমৎকার লেখা উপহার দিতে পারি সেদিকে খেয়াল করা।
যুক্তি দিয়ে নিজের অবস্থান শক্ত করা, অন্যের যুক্তি খন্ডন করা, তবেই না আমরা ব্লগার।
১৪| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
জামাত-শিবির, হেফাজত ও প্রশাসনের কিছু লোকজন ব্লগিং'এর বিপক্ষে; এরা কৌশলে ব্লগিংকে বাধা দেয়।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:১২
শাহিন-৯৯ বলেছেন:
জামায়াত শিবিরের লোকজন হয়তো ব্লগ বুঝে, প্রযুক্তি বুঝে, কিন্তু হেফাজাতের সমর্থকরা মনে হয় না ব্লগ ভাল বুঝে, তারা হয়তো ব্লগ বিষয় জানে কিন্তু লেখার মত ততটা শক্তিশালী নয় তাছাড়া ওদের সময় খুব কম এসব নিয়ে ভাবার। প্রশাসন নিয়ে কোন মন্তব্য মনে হয় করা ঠিক হবে না সবাই বিষয়টি জানে- ওপেন সিক্রেট।
১৫| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:১৭
নিমো বলেছেন: লেখক বলেছেন: এখানে লেখক কিছু লুকিয়েছে বলে আমার মনে হয়নি
মনে হওয়া ব্যক্তি ভেদে পৃথক হবে এাটই স্বাভাবিক।
লেখক বলেছেন: এখন বিষয় হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে ভালবাসেন, কিন্তু সবাই তো আপনার মত করে ভাল নাও বাসতে পারে হয়তো কেউ কম ভালবাসেন আবার কেউ বিরুধীতা করেন, এটাই স্বাভাবিক নয় কি?
জ্বী খুবই স্বাভাবিক। তবে আমার কাছে সেটা বিরোধিতা না হয়ে, চরিত্র হনন মনে হয়েছে কেন হয়েছে তাও লেখায় বলেছি।
লেখক বলেছেন: বঙ্গবন্ধু রাজনীতিক ছিলেন তাঁর বিরুধী পক্ষ থাকবে তাঁর ভুল তুলে ধরবে এটাই রাজনীতি।
ঐ গল্পের প্রতিমন্তব্যে লেখক বলেছেন- একজনের লেখায় উনি কষ্ট পেয়ে এই লেখাটি লিখেছেন সত্য উন্মোচন করার জন্য। আপনার দৃষ্টিতে তা অসত্য, এখন আপনার উচিত আপনার দৃষ্টিতে সত্যটি তুলে ধরা এখানে, আমরা সবাই পড়ব। সত্য-মিথ্যা যে যার মত বিবেচনা করবে। আর এই পদদ্ধির জন্য ব্লগ নামক বস্তুটির জন্ম। দ্বি-মত হলেই সে কিছু জানেনা অসত্য বলছে এরকম মনোভাব না নিয়ে থেকে কাউন্টার লেখা লিখেন অবশ্যই যুক্তি দিয়ে তাহলে বিষয়টি নিয়ে জল ঘোলা হবে না।
আমি ইতোমধ্যেই সেটা করেছি। ঐ কথাটা শুধু লেখায় শেখ মুজিবের যে চরিত্র প্রকাশ পেয়েছে, আগের দুটো কথা সংযুক্ত করে দিলে তা অন্য রকম হত। এখন যদি বলেন তা আলাদা পোস্ট করে দিতে তা দেয়ার দরকার দেখছি না কারণ এই সময়ে ব্লগের মডারেশনের যা দশা তাতে বসে বসে মন্তব্য মুছা সম্ভব নয়। আপনার যদি মনে হয় আমার লেখাটা কাউকে ব্যক্তি আক্রমন করেছে বা ব্লগের শর্তাবলী ভেঙ্গেছে আপনি নির্দ্বিধায় মুছে দিতে পারেন। (উপরের মন্তব্যটি সহ)
লেখক বলেছেন: গল্পটির মন্তব্য দেখলাম আপনার কোন মন্তব্য নেই, নাকি লেখক ডিলেট করে দিয়েছেন জানিনা।
গল্পটির সন্ধানই আমি পেয়েছি কিছু দিন আগে মা.হাসানের একটি লেখায়। তখন ব্লগে রীতিমত চন্দ্রাহত ও নীলাভ দলে কাটাকাটি চলছে। এমন সময়ে মন্তব্য করে নিজের শ্রাদ্ধান্ত করতে চাইনি।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২৫
শাহিন-৯৯ বলেছেন:
পুনারায় এসে আবার সুন্দর মন্তব্য করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। আপনি খেয়াল করুন আপনার দেওয়া ছবিটি কিন্তু লেখক নিজেই শেয়ার করেছে, আবার বইয়ের নাম উল্লেখ করে দিয়েছে, এখন পড়ার দায়িত্ব আমাদের খুঁজে নিয়ে। উনি উনার অভিমত ওপেন করেছেন আমরা আমাদের মত দৃষ্টিতে দেখি তাহলে চলবে। আপনি দেখছেন লেখক বঙ্গবন্ধুর চরিত্র হনন করেছে কিন্তু লেখক হয়তো বঙ্গবন্ধুর ভুল তুলে ধরতে চেয়েছে। ঐ যে বললাম- আমাদের দেখার দৃষ্টি।
১৬| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
'তালপাতা সেপাহি' ও 'স্বপ্নবীথি' নামের ব্লগারদের আপনি দেখেছিলেন? ওগুলো প্রশাসনের পালিত নেকড়ে ছিলো; ভেড়ার চামড়া পরে অনেকদিন ব্লগিং করেছে!
০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
তালপাতা সেপাহি' ও 'স্বপ্নবীথি' নামের ব্লগারদের আপনি দেখেছিলেন?
হ্যাঁ, এদের সাথে মোলাকাত হয়েছে, সেপাহির কিছু লেখা পড়েছিলাম।
১৭| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: Nemo বলেছেন: মূল প্রসঙ্গে যাবার আগে, যারা ব্লগটাকে অস্থিথিশীল করতে চাচ্ছে তাদের স্বরূপটা প্রকাশ করতে উৎসাহী। আপনি লিখেছেন সামু উন্মুক্ত সবার জন্য এখানে শুধু রাষ্ট্র বিরুধী লেখা ছাড়া সব ধরণের পোস্ট করার সুযোগ আছে, ব্যাক্তি আক্রমন নিষিদ্ধ এটা সভ্য সমাজেও বড়ই বেমানান।
নীল আকাশ একখানা গল্প লিখেছেন
view this link
তাতে উনি লিখেছেন স্বাধীনতা পর শেখ মুজিব সাহেব তো নিজেই বলেছেন যে, আমি এসব নষ্ট রক্ত দেশে রাখতে চাই না।
(সূত্রঃ কৃতজ্ঞতা ১, ১৯৯৮-পৃষ্ঠা ১৮)
এর বিপরীতে অপু দ্যা গ্রেট কিছু লিখেছেন তা ঐ গল্পে গিয়ে পড়ে নিন। এর পর নীল আকাশ লিখেছেন আমি কারো কথা আগে এবং পিছনে দেই নি। আমি শুধুই নীলিমা ইব্রহিমের বই থেকে লাইনটা তুলে ধরেছি। অথচ উনি যে নীলিমা ইব্রহিমের বইয়ের কথা বলছেন তাতে ঐ রক্ত নিয়ে লেখার আগেও দুটো কথা ছিল, সেগুলো নীল আকাশ লিখলেন না কেন ? শেখ মুজিবের চরিত্র হননটাই বুঝি মূখ্য উদ্দেশ্য গল্পর।
ব্লগার নীল আকাশ ভাই'র গল্পটা পড়লাম। যুদ্ধশিশু রইমা প্রেমিকের সাথে টেলিফোনে কথা বলার এক পর্যায়ে এটা বলেছিলো। (স্বাভাবিকভাবে কেউ ফোনে কথা বললে, বিস্তারিত বলে না। মেইন কথাটা বলে) রাইমার দেশে না ফেরার কারণ ফুটিয়ে তুলবার প্রয়োজনে লেখক এই লাইনটা লিখেছিলেন বলেই মনে হচ্ছে। অন্যকোন উদ্দেশ্য থাকলে, সূত্র প্রকাশ করতে না।
১৮| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৪৭
নিমো বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: যুদ্ধশিশু রইমা প্রেমিকের সাথে টেলিফোনে কথা বলার এক পর্যায়ে এটা বলেছিলো। (স্বাভাবিকভাবে কেউ ফোনে কথা বললে, বিস্তারিত বলে না। মেইন কথাটা বলে)
ঐ ফোনে কথা বলা যথেষ্ঠই দীর্থ ছিল বাবার মৃত্যু, মামা, সম্পত্তি আরও অনেক কিছু এসছে। আমার উল্ল্যেখ করা কথা দুটো এলে ফোনের বিল বাড়তি হত না। আপনি অনত্রজালে কত বছর আছেন জানি না। নিয়ম করে পুরনো লেখা পড়ুন। আরও জানুন। একটা লেখার অন্তরালে কী ঘটতে তার কিছুটা ডঃ এম এ আলী জাতির মুক্তিযু্দ্ধ নিয়ে বিদ্রুপ, মিথ্যা, অপপ্রচার থামিয়ে দেবেন সব সময় পোস্টে লিখেছেন। আমি খানিকটা তার থেকেই তুলে দিলাম নিচে। পড়ুন এবং ভাবুন। তারপর সিদ্ধান্তে আসুন। আমি কোন মানদন্ড নই যে আমার কথাই শিরোধার্য। ভাল থাকুন।
ডঃ এম এ আলী বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলতে গেলে পিছনের কিছু ইতিহাস এমনিতেই উঠে আসে তাতে করে অনেকের স্বরূপ উন্মোচিত হয়ে যেতে পারে নিমেসে ।
কাগজের কালিতে প্রাক মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক অনেক ঘটনাকে যে যেভাবে পারে নীজের মনের মাধুরী কিংবা চাতুরী মিশিয়ে বিভিন্ন মাত্রা দিতে চেষ্টা করে এবং তা করেও যাচ্ছে নিরলসভাবে । কিন্ত এ ব্লগের আনাচে কানাচে আরো যে সমস্ত লেখা আছে, হোক সে কবিতা, গল্প কিংবা রম্য কথা, সেগুলিতে প্রায়শই দেখা যায় ইনিয়ে বিনিয়ে বলা হয় জীবনবাজী রেখে মুক্তিযুদ্ধ করে এই স্বদেশই কি চেয়েছিলাম?, এই কি স্বাধিনতার সুফল? মনে হয় মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করাই যেন ছিল আজন্মের পাপ । কিন্ত একটি লেখার মধ্যে যে ভাবেই হোক মুক্তি যুদ্ধ কিংবা স্বাধিনতাকে যদি ভাল ভাল মনোরম কাব্যিক কথামালার মারপ্যচে ফেলে প্রকারান্তরে মুক্তিযুদ্ধ ও স্বাধিনতাকেই প্রশ্নবিদ্ধ করার প্রয়াস দেখা যায় তবে তা অন্তরে শেলের মত বিধে । যাহোক, তারা যতভাবেই প্রচেষ্টা চালাকনা কেন স্বরূপ তাদের থাকবেনা ঢাকা বেশী দিন, একদিন তা উঠে আসবে প্রদিপের পাদপিঠে । তাই সেটাই ভাল হবে যদি তারা তাদের লেখাগুলিতে যে কোন কথা ও ভাষারই সমাহার ঘটাননা কেন কোনভাবেই যেন তাদের লেখায় আভাসে ঈঙ্গিতেও মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধিনতাকে প্রশ্নবিদ্য করা না হয় । কারো কথায় কিংবা কাজে কারো যদি কোন কথা বলার থাকে তাহলে তাকে নিয়ে সরাসরি কথা বলাই ভাল, শুধু শুধু হাতে গোনা জনাকয়েকের স্বার্থপর কিংবা ভ্রান্ত কার্যকলাপের জন্য সার্বিকভাবে মুক্তিযুদ্ধের গৌরবগাথাকে কলুসিত করা কেন। এতে মুক্তিযুদ্ধের গৌরব গাথায় কোন কালিমা পরবেনা, কালীমা যা পরবে তা ঐ লেখকের গায়েই পড়বে। ইতিহাস তাদেরকে একদিন সেভাবেই চিনবে ।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৯
রাকু হাসান বলেছেন:
সামুকেও ভালোবাসি । রয়ে গেছি । সচলায়তন ব্লগের কথা বলেছেন । সচলায়তন এর লেখাগুলো খুব মান সম্মত । ভালো লেখা আসে প্রায়ই । রেফারেন্সও চমৎকার । লেখা পড়ে বুঝাই যায় ওরাঁ কতটুকু পরিশ্রম করে । সচলায়তন ও সামুর নীতির দিক থেকে ঢের পার্থক্য আছে।সামুুতে মান এবং মানহীন দুই লেখায় আসে তবে সচলায়তন মানহীন লেখা আসার সম্ভবনা খুব কম । মূলত সামুর মৌলিক নীতির কারণেই মানহীন লেখা আমরা নিয়ে আসতে পারছি । সামু মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আপোষহীন । আমার মনে হয় আরেকটু কড়াকড়ি হওয়ার প্রয়োজন আছে । অটো সেফ সিস্টেম বন্ধ করা উচিত বলে মনে করি । এখন দুই একটা পোস্ট লিখলেই সেফ হয়ে যায় । বা লেখার প্রয়োজনও হয় না অনেক সময় । পাঠক/ব্লগার বাড়াতে গিয়ে সামু মানহীনের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে না ? যাক ভালো কিছু হোক ,আশা রাখি ।
২০| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ২:২৯
নিমো বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: অন্যকোন উদ্দেশ্য থাকলে, সূত্র প্রকাশ করতে না।
সূ্ত্র না দিলে জাদিদ বা কা_ভা ঐ লেখা প্রকাশ হতে দিত বলে আপনার মনে হয়।
শাহিন-৯৯ , আগের মন্তব্যে এই জবাবটা দেয়া হয় নি। তাই এই বাড়তি মন্তব্য। (ব্লগের ত্রুটিপূর্ণ অ্যালগরিদমের জন্য সর্বোচ্চ মন্তব্য পেয়ে এই পোস্ট আলোচ্য পাতায় গেলে এই মন্তব্য যেন দায়ী না হয়, তাই বললাম)
২১| ০৩ রা আগস্ট, ২০১৯ ভোর ৪:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: Nemo@
ডঃ এম এ আলী উনার লেখায় বলেছেন, "কারো কথায় কিংবা কাজে কারো যদি কোন কথা বলার থাকে তাহলে তাকে নিয়ে সরাসরি কথা বলাই ভাল, শুধু শুধু হাতে গোনা জনাকয়েকের স্বার্থপর কিংবা ভ্রান্ত কার্যকলাপের জন্য সার্বিকভাবে মুক্তিযুদ্ধের গৌরবগাথাকে কলুসিত করা কেন। এতে মুক্তিযুদ্ধের গৌরব গাথায় কোন কালিমা পরবেনা, কালীমা যা পরবে তা ঐ লেখকের গায়েই পড়বে। ইতিহাস তাদেরকে একদিন সেভাবেই চিনবে।"
আমিও সহমত লেখক ডঃ এম এ আলী'র সাথে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা.... তথা আমাদের স্বাধীনতার সাথে যারা জড়িত ছিলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি... তারা আমাদের গৌরব। অহংকার। তাদেরকে কেউ অসম্মান করতে চাইলে সে নিজেই অসম্মানিত হবে।
ঐ গল্পে লেখক যুদ্ধপরবর্তী স্বাধীন দেশে যুদ্ধশিশুদের লাঞ্ছনা বঞ্চনার গল্প ফুটিয়ে তুলেছেন। রেফারেন্সও উল্লেখ করেছেন। (বাংলাদেশ প্রতিষ্ঠিত অনেক সাহিত্যিকও এমনটা করে থাকেন।) এইসব টুকটাক লেখায় বঙ্গবন্ধুর চরিত্র হনন হবে বলেও আমি মনে করছি না।
বঙ্গবন্ধু কেন এটা বলেছিলেন বা তার পেছনের কারণ কি ছিলো? দেশের মানুষ সেটা বুঝবার ক্ষমতা রাখে। (কিছু দলকানা মানুষ ছাড়া) তাই এই ইস্যু নিয়ে কখনোই এতো হইচই হয়নি।
যাইহোক, ভালো থাকুন। শুভ রাত্রি।
২২| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:০০
জাহিদ হাসান বলেছেন: আমিই ভালো আছি। কারো সাথে আমার ঝগড়া নাই।
জাহিদ হাসান শিশির
২৩| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে আলোকিত মানূষ খুব বেশি নেই।
২৪| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:১৩
অন্তরা রহমান বলেছেন: সামু এমনিতেই একটা ক্রান্তিকাল পার করছে। সেই শুরু থেকে এই অবধি এরকম দুঃসময় বোধকরি আসে নি এই ব্লগে। তার মাঝেও এইসব রাজনীতির লীলাখেলা, ব্যক্তিস্বার্থ উদ্ধারের মজমা দেখলে বিবমিষা জাগে।
২৫| ০৩ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৩
আখেনাটেন বলেছেন: আলোর পাশাপাশি অন্ধকার থাকবেই। নিরবচ্ছিন্ন আলো কিংবা নিরবচ্ছিন্ন অন্ধকার কোনটাই সম্ভবপর নয়। এতে সিস্টেমে গিট্টু লাগবে। আলোময় জগত ইউটোপিয়ান ব্যাপার-স্যাপার যা অসম্ভব।
তবে অন্ধকার যেন আলোকে গিলে খেতে না পারে সে দিকে লক্ষ থাকা দরকার। সামুতে আলোর পাশাপাশি অন্ধকার(ক্যাচাল/প্যাচাল) হাত ধরে জন্মলগ্ন থেকেই হেঁটেছে। অতিতে এটি কিছু সময়ের জন্য আরো ভয়ঙ্কর ছিল। শুধু ধরণে হয়ত কিছুটা পরিবর্তন হয়েছে।
আর আমরা যেহেতু ব্লগে তেলাপোকারা এখন টিকে আছি তাই তেলাপোকাদের পাখি সেজে উড়াউড়ি যেমন হয় ক্যাচালও তেমন আর কি!
২৬| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩১
নতুন নকিব বলেছেন:
ব্যক্তি আক্রমন এই পোস্টটিতেও করা হয়েছে। এদের জন্য শুধু শুভকামনাই থাকলো।
২৭| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
***************************
কোন কোন ব্লগারের "মালটি নিক আছে, এডমিনরা জানেন"; এডমিনরা জানেন, কোন ব্লগার কোন মহাদেশ থেকে, কোন দেশ থেকে, কোন আইএসপি থেকে, এবং কোন আইপি থেকে লগিন করেন; উনারা বলেন না; ফলে, কথা বলতে একটু ভেবে বলবেন।
**************************
২৮| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
আমাকে একবার "মালটি নিকের অপদোষ" দেয়ায়, আমি কমেন্টে ভুলে বলে ফেলেছিলাম, "মালটি নিক আছে, এডমিনরা জানেন"; একটু পরেই মনে হয়েছিলো, বলা ঠিক হয়নি।
২৯| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: শাহিন-৯৯ ,
ব্লগের জমজমাট উঠোনটি এখন আগাছায় ভরে যাচ্ছে। সেই সৌরভ এখন আর নেই, এই যে আপনার আক্ষেপ; তা কিন্তু মিথ্যে নয় মোটেও।
কাল্পনিক_ভালোবাসা "দৃষ্টি আকর্ষণ" করে পোস্ট দিয়েছেন। দেখা যাক, ব্লগ আবার পচা গলা বুড়িগঙ্গা থেকে ধীরে ধীরে তার টলটলে স্বরূপ ফিরে পায় কিনা!
১০ নম্বর মন্তব্যের জবাবে বলেছেন - ........কিন্তু দুখের বিষয় ঐসব লেখকেরা শুধুমাত্র বইমেলা টার্গেট করে এখানে আসে বইয়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য।
একটি বাস্তব পর্যবেক্ষন। অনেকেই এখানে এসেছেন বই ছাপিয়ে "লেখক" তকমাটি নামের সাথে জুড়তে। বইমেলা শেষ তো তাদের বেশীর ভাগই হাওয়া। লেখক হয়ে গেছেন , আর কি চাই! ব্লগকে থোড়াই পরোয়া এখন। এটা সত্যিই দুঃখজনক এবং অনাকাঙ্খিত।
অন্তরা রহমান , আখেনাটেন , জুনায়েদ বি রাহমান ( মন্তব্য নং ৫ এবং ২২ ) এদের মন্তব্য ভালো লাগলো।
যাই ঘটুক না কেন , ব্লগটি আমাদেরই। এটাকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বটা যে আমাদেরই। তাই, থাকুন সামুর সাথেই। কষ্ট করে হলেও "ভিপিএন"খানা চালু রাখুন।
৩০| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭
জুন বলেছেন: আহমেদ জী এস এর মন্তব্যের সাথে সহমত ।
ব্লগের সাথে থাকুন আমাদের আবেদন এটাই ।
৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১২:০০
নতুন নকিব বলেছেন:
'ব্যক্তি আক্রমন এই পোস্টটিতেও করা হয়েছে।' -কথাটি দ্বারা এই পোস্টের একটি মন্তব্য উদ্দেশ্য ছিল। মূল পোস্টটি নিঃসন্দেহে ধন্যবাদযোগ্য। প্রিয় জুনায়েদ বি রহমান, অন্তরা রহমান, শ্রদ্ধেয় আহমেদ জিএস ভাই, ঢাবিয়ান, রাকু হাসান, আখেনাটেন ভাইয়ের মন্তব্য ভালো লেগেছে।
পোস্ট এবং সুচিন্তিত প্রত্যুত্তরের জন্য আবারও ধন্যবাদ।
তবে প্রিয় সামু উপদ্রব মুক্ত হবে। মিথ্যে অপবাদের খড়গ নেমে যাবে সামুর উপর থেকে। ঘরে বাইরে সামুর উপরে হানা আঘাতের কালো দাগ মুছে যাবে অচিরেই। আবারও এ প্রিয় আঙিনা মুখরিত হবে হাজার পাখির কলকাকলিতে সেই প্রত্যাশায় স্বপ্ন বুনি নিরন্তর।
৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:১৮
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
শাহিন-৯৯ ভাই, আমি এসেছি আপনাকে ধন্যবাদ দিতে। আমার হয়ে খুব সুন্দর কয়েকটা প্রতিমন্তব্য করেছেন আপনি। আমি নিশ্চিত থাকুন এই ব্লগার আমার লেখা ভাল করেই পড়েই নি। আমার গল্পের থীম বুঝতেই পারে নি। এ গিয়েছিল কিভাবে আমার দোষ ধরা যায় সেটার জন্য। এইসব ব্লগারদের সাথে কথা বলতেও রূচিতে বাধে সেজন্য আমি এর কোন উত্তর দেই নি। কারন যা বলার আমি তা কা_ভা ভাইকে বলে দিয়েছিলাম।
এইসব দুষ্ট ব্লগারদের জন্য ব্লগে দিন দিন ভাল লেখকদের সংখ্যা কমে যাচ্ছে আর এরা এটাই এর চাচ্ছে। কারন সেই বনে বাঘ সিংহ থাকে সেখানেই শিয়ালরা মনের সুখে হুক্কা হুয়া বলে ডাকতে পারে।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা রইল!
ধন্যবাদ।
৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:২০
নীল আকাশ বলেছেন: @ জুনায়েদ বি রাহমান ভাই,
প্রিয় মিতা ভাই, এদের এই সব বুঝার মতো জ্ঞান নেই। এদের সাথে কথা বলে শুধুই সময় নষ্ট করেছেন। এদের কাজই হচ্ছে আরেকজনের ভুল ধরা। মৌলিক কিছু লেখার মতও জ্ঞান এদের থাকলে এখানে এসে হুক্কা হুয়া বলে ডেকে যেত না। নিজেরাই লেখা পোস্ট দিত।@ জুনায়েদ বি রাহমান ভাই,
প্রিয় মিতা ভাই, এদের এই সব বুঝার মতো জ্ঞান নেই। এদের সাথে কথা বলে শুধুই সময় নষ্ট করেছেন। এদের কাজই হচ্ছে আরেকজনের ভুল ধরা। মৌলিক কিছু লেখার মতও জ্ঞান এদের থাকলে এখানে এসে হুক্কা হুয়া বলে ডেকে যেত না। নিজেরাই লেখা পোস্ট দিত।
আমি এসেছি আপনাকে আমার গল্পটা পড়ার জন্য ধন্যবাদ দিতে। এই ধরনের মানবিক গল্প সবার পড়া উচিত, আমি আপ্রান চেস্টা করেছি এদের কষ্ট আর ক্ষোভগুলি তুলে ধরার। এই যুদ্ধশিশুদের জীবন আর অবস্থা পরবর্তিতে কতটা করুন হয়েছিল পারলে সেটার খোঁজ নিয়ে দেখবেন। তখন বুঝবেন কেন আমি এটা এত কষ্ট বুকে নিয়ে লিখেছি।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা রইল!
ধন্যবাদ।
আমি এসেছি আপনাকে আমার গল্পটা পড়ার জন্য ধন্যবাদ দিতে। এই ধরনের মানবিক গল্প সবার পড়া উচিত, আমি আপ্রান চেস্টা করেছি এদের কষ্ট আর ক্ষোভগুলি তুলে ধরার। এই যুদ্ধশিশুদের জীবন আর অবস্থা পরবর্তিতে কতটা করুন হয়েছিল পারলে সেটার খোঁজ নিয়ে দেখবেন। তখন বুঝবেন কেন আমি এটা এত কষ্ট বুকে নিয়ে লিখেছি।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা রইল!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।
এত অল্পতে হতাশ হলে চলবে না।