নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

কোন ঘটনার ছবির কি রাজনৈতিক মূল্য আছে?

১৫ ই মে, ২০২১ দুপুর ১:৩১




আমার মতে, এক শব্দে বলি- আছে। প্রযুক্তির এই যুগে সামাজিক মাধ্যমগুলো বেশি সচল ও অংশগ্রহণমূলক।
এই জন্য রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ দ্রুত মানুষের কাছে পৌঁছায় সাথে সাথে বৃহত্তম জনগোষ্ঠীর মনোভাব সহজে প্রকাশিত হয়, যার প্রতিফলন অনেক সময় আদালতের রুল, সরকারের তড়িৎ সিধান্ত নিতে দেখা যায়।

বায়তুল মোকারামের পুলিশের এই দূরান্ত একশন ছবিটি কিছুদিন পূর্বের তখন সামাজিক মাধ্যমে এলেও এর রাজনৈতিক মূল্য বা সামাজিক প্রভাব বোঝা যায়নি কিন্তু সাম্প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট একটি নিন্দা বার্তায় ছবিটি পূনরায় সম্মুখে এসেছে বলা যায় এর রাজনৈতিক মূল্যের একটি হিসাব নিকাশ আছে তা স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলাদেশ মানুষ ধর্মীয় আবেগপ্রবণ, এখানে রাজনৈতিক সিধান্তের অনেক কিছুর এদিক ওদিক করতে হয় ধর্মীয় বিধিনিষেধ মাথায় রেখে কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ খুব বেশিদিন টিকে থাকতে পারবে না এ দেশে। স্বৈরাতন্ত্র দিয়ে হয়তো কিছুদিন মসনদ ধরে রাখা যায় তবে টেকসই মসনদ সম্ভব নয় বরং ক্ষমতা পরবর্তী ঝুলে যাওয়া সম্ভাবনা বেশি অন্তত বর্তমান সময়ের বিবেচনায় বলা যায়।

লীগের বিষয়ে এ দেশে একটি প্রবাদ আছে 'লীগ যারা করে সবাই ধর্মীয় বিদ্বেষী নয় তবে দেশের সব ধর্মীয় বিদ্বেষী লীগ করে' যদি কখনো দেশে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিরাজ করে তখন লীগের কর্মফলের একটি বড় তালিকা সামাজিক মাধ্যমগুলোতে স্থান পাবে তখন এই ছবিটি হয়তো লীগের ধর্মীয় অবস্থানের ব্যাখা করতে অনেকে ফ্রন্টলাইনে তুলে ধরবে।

সময়ে মানুষের চিন্তার পরিবর্তন হয়, নিজের অবস্থান থেকে সরে আসে, তৈরি করে নতুন পথ, সৃষ্টি করে নতুন দর্শন অথবা পুরাতন কোন দর্শনকে দেয় নতুন জীবন।

একদিন শেখ হাসিনার এই নতুন ধারার স্বৈরাতন্ত্রের বিলুপ্ত হবে, গনতন্ত্রের পূনরায় উল্লাস হবে এ দেশে সেদিন হয়তো আজকের এই লেখার সাথে তখনকার বাস্তবতার মিল খুঁজে দেখবো যদি বেঁচে থাকি মহাবিশ্বের এই সবুজ গ্রহে।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২১ দুপুর ১:৫৫

এ আর ১৫ বলেছেন:
এই ছবি গুলোর রাজনৈতিক মূল্য সমূহ কি ?




১৫ ই মে, ২০২১ দুপুর ২:১১

শাহিন-৯৯ বলেছেন:

কথা বলার অধিকারের টুটি চেপে ধরে, রাজপথে দাঁড়ানোর অধিকার কেড়ে নিয়ে কারা সংঘাতের উস্কানি আগে দিয়েছিল?

প্রতিরোধ মানুষের সহজাত প্রবৃত্তি!! ঈসরাইলের বিশ্বসেরা সৈন্যদের বিপক্ষে নিরীহ ফিলিস্তিনিরা পাথর, বড়জোর খেলনা টাইপের রকেট ছুঁড়ছে এর অর্থ নিজের সামর্থ্য দিয় প্রতিরোধ করা।

২| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: স্মার্টফোন থাকলেই স্মার্ট হওয়া যায় না।
তেমনি বাংলাদেশের লোকজন ধার্মিক হলেও সৎ মানুষ নয়, ভাল মানুষ নয়।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:২৮

শাহিন-৯৯ বলেছেন:



বিশ্বাসের একটি দিক থাকতে হয়, বহু বিশ্বাস মনুষ্যত্ব নষ্ট করে দেয়।

৩| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "প্রতিরোধ মানুষের সহজাত প্রবৃত্তি!! ঈসরাইলের বিশ্বসেরা সৈন্যদের বিপক্ষে নিরীহ ফিলিস্তিনিরা পাথর, বড়জোর খেলনা টাইপের রকেট ছুঁড়ছে এর অর্থ নিজের সামর্থ্য দিয় প্রতিরোধ করা। "

এবার ইসরায়েলী সৈন্য ও বোমারু বিমান কখন ও কোথায় অংশ নিয়েছে? সাধারণ মানুষ (পিএলও নয়) পুলিশের সাথে মারামারিতে জড়িত হয়েছিলো জেরুসালেমে; ইসরায়েল কখন ও কি কারণে গাজায় বোমা ফেলার শুরু করে?

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৩০

শাহিন-৯৯ বলেছেন:

আগে বলুন, ঈসরাইল যে দখলদার রাষ্ট্র এটি আপনি মনে করেন কিনা? জেরুজালেম কেন তারা নিয়ন্ত্রণ করবে? কেন সাধারণ মুসল্লিদের সাথে সংঘাতে জড়াবে?

৪| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আগে বলুন, ঈসরাইল যে দখলদার রাষ্ট্র এটি আপনি মনে করেন কিনা? জেরুজালেম কেন তারা নিয়ন্ত্রণ করবে? কেন সাধারণ মুসল্লিদের সাথে সংঘাতে জড়াবে? "

-ইসরায়েল ফিলিস্তিনের অনেক ভুমি দখল করে নিয়েছে কয়েকটি যুদ্ধে। ১৯৪৮ সালের ১৫ই মে সালে একটা যুদ্ধ ( ১ম যুদ্ধ ) শুরু হয়েছিলো, উহা কে শুরু করেছিলো?

আমার ধারণা আপনি ইতিহাসের "ই"ও হয়তো জানেন না।

১৫ ই মে, ২০২১ বিকাল ৩:৪২

শাহিন-৯৯ বলেছেন: আপনি হামাসকে দায় করছেন প্রথমে রকেট ছোঁড়ার জন্য কিন্তু উল্লেখ করেননি ইসরাইলের নিম্ন আদালত ও শহরের কর্তাদের অনামবিক সিধান্তের কথা, সত্তর বছরের উপর বাস করে ভিটে হারা হতে হচ্ছে শুধু ফিলিস্তিনি মুসলিম বলে, মূল সমস্যা ওখানে ছিল জনাব অথচ আপনে পশ্চিমা পাঠাদের মত হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করতে চাচ্ছেন

আপনার উত্তরে সর্বশেষ মন্তব্য হচ্ছে, এই বর্বতা শুধু বেজন্মাগোষ্টি ও তাদের গোলামরা সমর্থন করে।

৫| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



আপনি "ঘটনা" শব্দের যায়গায় কয়েকবার "ঘঠনা" লিখেছেন; ইহা কি টাইপো, নাকি আপনার নলেজ?

১৫ ই মে, ২০২১ বিকাল ৩:১৮

শাহিন-৯৯ বলেছেন:

জি আমার নলেজ, একদম শূন্য।

৬| ১৫ ই মে, ২০২১ বিকাল ৩:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কোন ঘঠনার ছবির কি রাজনৈতিক মূল্য আছে?

না কোন ঘঠনার ছবির কোন মূল্য নাই। তবে ঘটনার ছবির মূল্য আছে বিস্তর !!

১৫ ই মে, ২০২১ বিকাল ৩:১৯

শাহিন-৯৯ বলেছেন:

জি স্যার, আপনার মত নির্ভুল শব্দ লিখতে না পারার জন্য দুঃখিত।

৭| ১৫ ই মে, ২০২১ বিকাল ৩:৫৫

নেওয়াজ আলি বলেছেন: সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে ছবির মূল্য ঘটনার মূল্য। যেমন পিলখানার হত্যার ছবি

১৬ ই মে, ২০২১ সকাল ৯:০৭

শাহিন-৯৯ বলেছেন:


লীগ কতভাবে ধরা খাবে তা শেখ হাসিনা ভাল করেই অনুধাবন করতে পারছে আর এই জন্য এই স্বৈরাচারী স্টাইলে ক্ষমতা দখল করে রাখছে।

৮| ১৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:




আপি বলেছেন, "লেখক বলেছেন: আপনি হামাসকে দায় করছেন প্রথমে রকেট ছোঁড়ার জন্য কিন্তু উল্লেখ করেননি ইসরাইলের নিম্ন আদালত ও শহরের কর্তাদের অনামবিক সিধান্তের কথা, সত্তর বছরের উপর বাস করে ভিটে হারা হতে হচ্ছে শুধু ফিলিস্তিনি মুসলিম বলে, মূল সমস্যা ওখানে ছিল জনাব অথচ আপনে পশ্চিমা পাঠাদের মত হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করতে চাচ্ছেন। "

-এটা বাংলাদেশ নয় যে, দখল করার পর ৭০/১৫০ বছর পর আদালত চুপ করে থাকবে। এটা হলো, বাংলাদেশ ও পশ্চিমের মাঝে পার্থক্য।

১৬ ই মে, ২০২১ সকাল ৯:০৯

শাহিন-৯৯ বলেছেন:



আমার দৃষ্টিতে ইসরাইল দখলদার আর আপনার দৃষ্টিতে ফিলিস্থানী বা আরবরা দখলদার এখানেই গন্ডগোল জনাব।

৯| ১৫ ই মে, ২০২১ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাঁদগাজী বলেছেন: -এটা বাংলাদেশ নয় যে, দখল করার পর ৭০/১৫০ বছর পর আদালত চুপ করে থাকবে। এটা হলো, বাংলাদেশ ও পশ্চিমের মাঝে পার্থক্য।
গাজীসাব পশ্চিমাদের এত লেজুরবৃত্তি করছেন কেন?
তারা দুটো খেতে পরতে দিচ্ছে বলে? মনে রাখবেন
নিজ দেশের বদনাম করে বিদেশীদের লেজুরবৃত্ত
কারীদে;র মানুষ সম্মানের চোখে দেখেনা ন!!
বিদেশীদের কাছেও তারা গ্রগণ যোগ্যতা হারায়।

১০| ১৫ ই মে, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: মানুষ পাপ করে। দেশ পাপ করে না। কিন্তু ভুগতে হয় দেশের মানুষের।

১৬ ই মে, ২০২১ সকাল ৯:১০

শাহিন-৯৯ বলেছেন:



মানুষ ছাড়া কি দেশ হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.