নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন, এখানে নিরেপক্ষ বলতে আসলে কোন ধরনের চরিত্র বোঝায়?

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮



ছবি- নেট।

নিরেপক্ষ ব্যক্তিও কাউকে না কাউকে ভোট দেয়, কথাটি সত্য তাহলে সেই ব্যাক্তি কিভাবে নিরেপক্ষ থাকে? তাহলে কেন নিরেপক্ষ সরকারের অধীনে বিরোধীরা ভোট চাচ্ছে? নিরেপক্ষ বলতে কি কেউ আছে? আমি বলি- আছে, তাহলে কে? যারা কাউকে কাউকে না ভোট দেয় সেই ব্যাক্তিদের মধ্যে একজন, দশজন অথবা সবাই।

ধরুন, আওয়াল সাহেব নেীকা মার্কায় ভোট দিলেন, তাহলে তিনি কি নিরেপক্ষ থাকতে পারবেন না? পারবেন, কিভাবে? যদি তিনি নিশ্চিত করতে পারেন কাদের সাহেবের নেীকা মার্কায় ভোট দেওয়া সাথে ফখরুল সাহেব কেউ ধানের শীর্ষের ভোট দেওয়ার পূর্ণ সুযোগ করে দেওয়া কোন প্রকার দাঁড়ি, কমা, সেমিকোলন উল্লেখ না করে।

সহজ কথায় নিজের ভোট প্রদান হলো আদর্শিক আর অন্যকে তার রায় দেওয়ার পথ তৈরি করে দেওয়া হলো দায়িত্ব, দায়িত্ববোধ আর দায়িত্ববোধ হল নিরেপক্ষ শব্দের মূল কথা।


মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

এম আর তালুকদার বলেছেন: সহমত

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

শাহিন-৯৯ বলেছেন:

আন্তরিক ধন্যবাদ।

২| ১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার পোস্টের ছবি অনুযায়ী নির্বাচন ড্র হচ্ছে।

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

শাহিন-৯৯ বলেছেন:

হাহাহা। মন্দ বলেননি।

৩| ১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:



বিএনপি গণ্তান্ত্রিক দল নয়, ওটা মিলিটারীর দল, ভোট নিয়ে মাথা ব্যথা কেন?

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

শাহিন-৯৯ বলেছেন:


আওয়ামলীগ বাদে আর সব দল কি মিলিটারী দল?

৪| ১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



বিএনপি ও জাপা মিলিটারীর দল, জামাত রাজাকারদের দল; আওয়ামী লীগ ছিলো বাংগালীদের দল।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫১

শাহিন-৯৯ বলেছেন:

ধরেই নিলাম আপনার কথা, বাকিদের জন্যই সুন্দর নির্বাচন দেন।

জনগন যদি মিলিটারী দলকে ক্ষমতায় আনে ধরে নিতে হবে বাংগালীদের দল এখন কক্ষপথে নেই, এই জন্য সুষ্টু নির্বাচন দরকার, করতে হবে।

৫| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: নির্বাচন নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। ভোট দিতেও ইচ্ছে করে না। কারণ মৃত লোক আর বাহুর শক্তি দেখানো লোক ভোট দেয় এখন।

১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৪

শাহিন-৯৯ বলেছেন:


নির্বাচন নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। ভোট দিতেও ইচ্ছে করে না। কারণ মৃত লোক আর বাহুর শক্তি দেখানো লোক ভোট দেয় এখন।

হাসিনা গং এটাই চেয়েছিল এবং তারা সাসসেস।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫২

জ্যাক স্মিথ বলেছেন: ওকে তাহলে যাদের তত্বাবধানে নির্বাচন হবে তারা কেউই ভোট দিতে পারবে না, তাহলেই তারা নিরেপক্ষ হয়ে গেলো।

১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৬

শাহিন-৯৯ বলেছেন:


যে কোন সমস্যার সমাধান হচ্ছে আলোচনা। হাসিনা সরকারতো তা করতে যাচ্ছে না তাহলে সমাধান হবে কিভাবে?

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



মিলিটরী দেশকে কক্ষচ্যুত করেছিলো, শেখ হাসিনা জানে না উহাকে কি করে সঠিক কক্ষে আনতে হবে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৭

শাহিন-৯৯ বলেছেন:


হাতে যদি বন্দুক থাকে তাহলে লম্বা লেকচার দেওয়া যায়।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ধরুন, দেশের ৩০% লোক আওয়ামীলীগ করে।
৩০% বিএনপি করে।
১০% বিভিন্ন দল করে।
কিন্তু বাকি ৩০% কোনো দল করে না। তাঁরা যোগ্য ও দক্ষ লোক দেখে সাপোর্ট করে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৮

শাহিন-৯৯ বলেছেন:

কিন্তু বাকি ৩০% কোনো দল করে না। তাঁরা যোগ্য ও দক্ষ লোক দেখে সাপোর্ট করে। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল!! এদের ভিতর থেকে বাঁচাই করলে হয়ে গেল।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

জ্যাকেল বলেছেন: আওয়ামীলীগ হইলো ভারোতের দল। জামাত/বএনপি হইল পাকিস্তানের। বাংগালীদের জন্য কোন দল নেই।


নিরপেক্ষ সরকার হৈতে পারবে না কারণ বাংলাদেশে শিক্ষিত/শিক্ষার কোন কদর নেই।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:০০

শাহিন-৯৯ বলেছেন:


এখন সবাই বাংলাদেশী, আমাদের সমস্যা অনেক আলোচনা হচ্ছেই একমাত্র সমাধান, আলোচনা শুরু হলে সবকিছু একদিন ঠিক হবে বলে আমার বিশ্বাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.