![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমপাড়ানি মাসি-পিসির এখন বড্ড দেমাগ। শত ডাকলেও আসতে চায় না। রাত বারোটা , একটা বেজে যায় তাও মাসি-পিসির খোঁজ নাই। আমার ছেলের চোখেও ঘুম নাই। আগেকার দিনে খাট- পালঙ না থাকলেও তারা পিঁড়ি পেতে বসেই ছেলেপুলের ঘুম পাড়িয়ে দিত। আর এখন এই আধুনিক সুযোগ সুবিধার সাথে মনে হয় খাপ খাইয়ে নিতে পারছে না...ঘুমপাড়ানি মাসি-পিসিরা তাই তাঁদের খোঁজ নাই। তাই বাচ্চাগুলোর চোখেও ঘুম নাই...।
কোলে কোলে দোল-দোলানি আর কত হাঁটাহাঁটি
ঘুম আসে না তবু , সব যে হল মাটি ,
ঘুমপাড়ানি মাসি-পিসি রাগ করোনা আর
ঘুম দিয়ে যাও, বল কি চাই তোমার।
©somewhere in net ltd.